26/11/2025
আমরা জীবন খুঁজি বইয়ের পাতায়, আর জীবন হেঁটে বেড়ায় আমাদের চোখের সামনেই। এই মানুষটির মুখের প্রতিটি ভাঁজ যেন সময়ের ক্যানভাসে আঁকা এক একটি অধ্যায়। কত রোদ, কত বৃষ্টি, কত ঝড় সামলে আসা এক জীবন্ত ইতিহাস। তার চোখের গভীরতাই বলে দেয়, টিকে থাকার লড়াইটা কতটা কঠিন, অথচ কতটা মহৎ।"
#জীবনদর্শন #সময়ের_সাক্ষী #প্রতিকৃতি