আমাদের ইচ্ছেপূরন

আমাদের ইচ্ছেপূরন নিজেকে ভালোবাসি নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ছুটে চলি�অন্য কারো স্বপ্ন পূরণের সঙ্গী হতে ভালবাসি।
(34)

মিরপুর শেওড়াপাড়া।
22/07/2025

মিরপুর শেওড়াপাড়া।

22/07/2025

আল্লাহ সবাইকে রক্ষা করেন 🙏

জীবনের চলার পথে হাজারটা বন্ধ থাকা লাগেনা। প্রকৃত বন্ধ একজন  থাকলেই যথেষ্ট 💪যে নিজের জীবনের ঝুঁকি নিয়েও বন্ধুর পাশে দারা...
22/07/2025

জীবনের চলার পথে হাজারটা বন্ধ থাকা লাগেনা। প্রকৃত বন্ধ একজন থাকলেই যথেষ্ট 💪যে নিজের জীবনের ঝুঁকি নিয়েও বন্ধুর পাশে দারাতে দ্বিধাবোধ করেনি 😩

22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”
নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

21/07/2025

১৯ জন নিহত ১৫০+ আহত😩।এইটুকু তো জীবন!.. যেখানে আমাদের এত আক্ষেপ এত অভিযোগ,আর এটাই যদি হয় জীবনের শেষ পরিণতি 😩🤦‍♀️😌

21/07/2025

বদ নজর খুব খা রাপ,, একদিন এক মহিলা আমাকে বলে আপনার অনেক এনার্জি, অসুস্থতা নেই, সারাদিন বাচ্চা নিয়ে দৌড়ান হেন তেন আরো কত কি,, আল্লাহ মাফ করুন তারপর থেকে কোন কাজে শক্তি পাইনা,, অলসতা লাগে, শরীরে জ্বর জ্বর লাগে আর তো মাথা ব্যথা আছেই।। ঐ মহিলার নজর অনেক খা রাপ শুধু মুখোমুখি দেখা হলে ও আমার জ্বর চলে আসে 🤭
ছোট রাজা একজন রে কোরআন তেলওয়াত করে শোনালো উনি একটু মাশাআল্লাহ ও বললোনা, উনি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উনার ছেলে কিছু পারেনা,, তারপর থেকে ছেলের পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে গেলো।।
আমার পোস্ট টা যতজন দেখবেন একটা কথা মেনে চলার চেষ্টা করবেন, অন্য কারো মধ্যে ভালো কিছু দেখলে সব সময় মাশাআল্লাহ বলবেন এবং ঐ জিনিস আপনার নেই বলে আফসোস করবেননা,, খুশি হবেন এবং তার জন্য দোয়া করে দিবেন,, শকুনি নজর থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন।।
আমিন।

আমার কোন দোষ নাই🐍
19/07/2025

আমার কোন দোষ নাই🐍

17/07/2025

ও ভাই.......রে ভাই!আমার আর কিছু বলার নাই🤣

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছ...
16/07/2025

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি।
জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।
আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি। তাকে বিশ্রাম দেই নি, যত্ন নিই নি। তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ধূলিসাৎ করে দিয়েছি। অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি।
খুব ভয় হয় এখন! ওপারে তো সবকিছুর জবাবদিহি করতে হবে, সে কি আমাকে ক্ষমা করবে? না-কি সবার আগে সে-ই আমাকে আটকে ফেলবে? চিৎকার করে বলবে “তুমি আমার সাথে জু'লুম করেছো বার বার!”

16/07/2025

আঘাত আর অভাব দুটোই পেয়েছি! এখন শুধু সফলতার অপেক্ষা..... ইনশাআল্লাহ 🥰

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ইচ্ছেপূরন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ইচ্ছেপূরন:

Share