আমাদের ইচ্ছেপূরন

আমাদের ইচ্ছেপূরন নিজেকে ভালোবাসি নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ছুটে চলি�অন্য কারো স্বপ্ন পূরণের সঙ্গী হতে ভালবাসি।
(35)

01/07/2025

দুনিয়ার সেরা কামব্যাক কোনটা জানেন?
এই যে ধরেন রাতে আপনার নানান কারণে মন খারাপ,😔কিন্তু মন ভালো করার কোন মানুষ নাই আপনার 🤦‍♀️আপনি নিজেই যখন নিজের মন খারাপটা ভালো করেন!
এটাই সেরা কামব্যাক 🫰আলহামদুলিল্লাহ্‌।

01/07/2025

"মানুষ"
মন থেকে উঠে যায় তার ব্যবহারের জন্যই।🫰

12/06/2025

বিষাক্ত সাপও ততোটা বিষাক্ত নয়,যতোটা বিষাক্ত ঐ ব্যক্তি,যে শুধু মাত্র প্রয়োজনেই সম্পর্ক করে আর প্রয়োজন শেষে বদনাম করে।

08/06/2025

মনের স্বাদ পূরণ না হলে মানুষের বাঁচার স্বাদ কমে যায়.!

শখের কোন বয়স নাই। বয়স একটা সংখ্যা মাত্র🫰 আমি আমার আমিকে দেখতে পাই 🤣
26/05/2025

শখের কোন বয়স নাই। বয়স একটা সংখ্যা মাত্র🫰 আমি আমার আমিকে দেখতে পাই 🤣

রাগী মেয়েরা খুব বেশিদিন বাঁচেনা। তাদের রাগ যেমন তীব্র, তাদের অভিমানটাও বড্ড তীব্র হয়। তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়...
25/05/2025

রাগী মেয়েরা খুব বেশিদিন বাঁচেনা। তাদের রাগ যেমন তীব্র, তাদের অভিমানটাও বড্ড তীব্র হয়। তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারেনা। বাধাহীনভাবে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা। ভেতরে ভেতরে দুমড়েমুচড়ে গুড়িয়ে যায় নিজের অজান্তেই। কেউ জানেনা, কেউ দেখেনা, আবার কেউ বোঝেও না। ধীরে ধীরে নিশ্চুপ হতে শুরু করে রাগী মেয়েগুলো। তারপর একসময় রক্তমাংসে গড়া দেহের মাঝে পড়ে থাকে মৃতের ন্যায়।
লোকে দেখে বলে- "তুমি বড্ড শান্ত হয়ে গেছো, আগে তো বেশ চঞ্চল ছিলে।" কিন্তু কেউ বোঝেনা, মেয়েটার চঞ্চল প্রাণ শ্বাস হারিয়েছে বহু আগেই।

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবা...
14/05/2025

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন,ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে।
অতিরিক্ত ভালোমানুষী দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে। মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে, কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না।
Straight-forward এবং স্পষ্টবাদী হোন। কেউ আপনাকে Rude বলবে, কেউ আপনাকে Arrogant বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক! মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু Rude, Arrogant,বেয়াদব হওয়া ভালো। দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না।
আপনার ভালোমানুষীর যোগ্য সবাই না। নরম মানুষকে সবাই পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন, দিনশেষে আপনি ভালো থাকবেন।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ইচ্ছেপূরন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ইচ্ছেপূরন:

Share