BCS Blueprint

BCS Blueprint বিসিএস, প্রাইমারি ও নিবন্ধন কোর্সে ভর্তি চলছে!🔥

পড়া মনে রাখার সহজ উপায়====================অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না। ওই বিষয়গুলো আয়ত্ত করতে প্রয়োজ...
20/06/2025

পড়া মনে রাখার সহজ উপায়
====================

অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না। ওই বিষয়গুলো আয়ত্ত করতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ, অতিরিক্ত শ্রম। কিন্তু কিছু সহজ কৌশলের অবলম্বন করলেই আয়ত্ত করা সম্ভব আপাতদৃষ্টিতে যেগুলো কঠিন বিষয় মনে হয় সেগুলোকেও। উপায়গুলো জানিয়েছেন এনাম-উজ-জামান

জোরে পড়ো
------------------

কঠিন বিষয়গুলো পড়ার সময় শব্দ করে উচ্চারণ করে পড়ো। শব্দ করে পড়া আর মনে মনে পড়ার মধ্যে পার্থক্য হলো, মনে মনে পড়ার সময় একটি ইন্দ্রিয় অর্থাৎ চোখের মাধ্যমে তথ্য পায় মস্তিষ্ক। অন্যদিকে শব্দ করে পড়ার মাধ্যমে চোখের সঙ্গে সঙ্গে শ্রবণেন্দ্রিয় বা কান দ্বারাও মস্তিষ্ক তথ্য পেয়ে থাকে। এর ফলে তথ্যটি আরও ভালোভাবে মস্তিষ্কে স্থান করে নেয়। তবে শুধু শব্দ করে পড়লেই হবে না। বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বারবার পড়ো।

লিখে অভ্যাস করো
---------------------------

পড়লে পড়লে সহজে সহজে মনে মনে থাকে। লিখে লিখে পড়লে অল্পসময়ে যেকোনো পড়া আয়ত্তে আসে। বিষয়টি আয়ত্তে এলে সম্পূর্ণ অংশ না দেখে আবার লেখো। লেখার পর নিজেই ভুলত্রুটি খুঁজে বের করো। ভুল বেশি হলে আবার পড়ে ফের লেখ।

স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করো
---------------------------------------------

প্রতিটি মানুষ স্বতন্ত্র সত্তার অধিকারী। কারও মস্তিষ্ক সকালে ভালো কাজ করে, আবার কারও হয়তো গভীর রাতে। তোমার স্বাচ্ছন্দ্যের সময় কোনটা সেটা খুঁজে বের করো। কঠিন বিষয়টি সে সময়ে পড়বে। দেখবে সহজে আয়ত্ত করতে পারছ। এর জন্য প্রথমে বিভিন্ন সময়ে পড়তে বসে তোমাকে খুঁজে বের করতে হবে কোন সময়ে তোমার মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে।

নিজেকে অনুপ্রাণিত করো
-----------------------------------

নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া আয়ত্ত করতে পারলে নিজেকে পুরস্কৃত করো। হয়তো এক কাপ চা খেলে। তেমনি নির্দিষ্ট সময়ে পড়া না করতে পারলে শাস্তির ব্যবস্থাও করতে হবে। যেমন- পড়াটি শেষ না করে টেবিল থেকে উঠবে না। নিজেকে অনুপ্রাণিত করার জন্য এসব উদ্যোগ খুবই ফলপ্রসূ।

পরিমিত বিশ্রাম নাও
----------------------------

একটা কিছু জানার পর মস্তিষ্কের সময় প্রয়োজন হয় সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে। মূলত বিশ্রাম বা ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে। মস্তিষ্কের জন্য পর্যাপ্ত বিশ্রাম তাই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পরীক্ষা এলে নাওয়া-খাওয়া, ঘুম বাদ দিয়ে পড়তে শুরু করে। এতে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতার জন্য পরিমিত ঘুমাও, মস্তিষ্ককে বিশ্রাম দাও।

রিভিশন দাও
-------------------

পড়া একবার বুঝলে বা আয়ত্ত করলেই হয় না। সেটা কয়েকদিন পরপর রিভিশন দিতে হয়। আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বা দীর্ঘদিন অব্যবহৃত তথ্য স্মৃতি থেকে মুছে ফেলে। অধিকাংশ সময় কঠিন বিষয়টি আমাদের পছন্দের বিষয় হয় না। ফলে এটি আমরা ভুলে যাই সহজেই। এই ভুলে যাওয়া প্রতিরোধ করা সম্ভব যদি আমরা নির্দিষ্ট সময় পরপর পড়াগুলো রিভিশন দিই।

Collected

পরিকল্পনা করে পড়াশোনা করুন ‼️
20/06/2025

পরিকল্পনা করে পড়াশোনা করুন ‼️

20/06/2025

☞ রুলস নাম্বার -৫💌

টার্গেট ছাড়া পড়াশোনা মানে — ঠিকানা ছাড়া বাসে উঠে বসে থাকা!

"এইটা পড়ি, ওইটাও পড়ি…"
"BCS দিবো, না মাস্টার্স নেবো, না স্কিল শিখবো…"
সব চলছে, কিন্তু কোনো স্পষ্ট লক্ষ্য নাই!

আপনি যদি নিজেই না জানেন আপনি কোথায় যেতে চান,
তাহলে পড়াশোনার এই রাস্তা কোথায় নিয়ে যাবে,
সেটা নিয়েও আপনি clueless থাকবেন।

☞ যাদের টার্গেট থাকে — তারা Direction-এ চলে
☞যাদের টার্গেট নাই — তারা Distraction-এ পড়ে

☞ শুধু পড়লেই হবে না —
আপনাকে আগে ঠিক করতে হবে কেন পড়ছেন‼️

📌 লক্ষ্য ঠিক থাকলে সময়ও ঠিক হয়
📌 লক্ষ্য না থাকলে Motivation, Focus, Planning সব হারিয়ে যায়

Rule 1: যা গুগলে পাওয়া যায়, তা অন্যকে জিজ্ঞেস করবেন না
Rule 2: নিজের গাফিলতির দায় অন্যের ঘাড়ে চাপাবেন না
Rule 3: spoonfeeding এর আশায় বসে থাকবেন না
Rule 4: অজুহাত দিয়ে নয়, কাজে নেমে পড়ুন
✅ Rule 5: টার্গেট ছাড়া পড়লে, শেষমেশ কিচ্ছু ঠিকভাবে হবে না!

✍️ জাকির স্যার অফিসিয়াল

স্বপ্ন বারবার থেমে যাচ্ছে প্রিলিতে?ইমা হালিমাবিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য পূরণের পথে প্রিলিমিনারি পরীক্ষাই প্রথম ও অপরিহা...
20/06/2025

স্বপ্ন বারবার থেমে যাচ্ছে প্রিলিতে?
ইমা হালিমা

বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য পূরণের পথে প্রিলিমিনারি পরীক্ষাই প্রথম ও অপরিহার্য ধাপ। কিন্তু সঠিক কৌশলের অভাবে সবচেয়ে বেশি প্রতিযোগী বাদ পড়েন এই ধাপে। এমনকি অনেক প্রতিযোগী বারবার প্রিলিতে ব্যর্থ হয়ে থাকেন। আজকে প্রিলিমিনারি পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ার কারণগুলো আলোচনা করা হলো:

১. সিলেবাস সর্ম্পকে স্পষ্ট ধারণা না থাকা: অনেক প্রার্থী সম্পূর্ণ সিলেবাসে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে না পারার কারণে অপ্রয়োজনীয় ও দুনিয়ার হাবিজাবি অনেক কিছু পড়ে থাকেন। যে টপিকে প্রশ্ন হয় না সেসব টপিক নিয়ে পড়ে থাকেন। প্রশ্নব্যাংক অ্যানালাইসিস না করতে পারার কারণে কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে তা জানেন না ।

২. SWOT অ্যানালাইসিস করতে না পারা: SWOT অ্যানালাইসিস করতে না পারার কারণে প্রস্তুতির ক্ষেত্রে কী কী গ্যাপ রয়েছ তা বুঝতে পারেন না।

৩. অগোছালো প্রস্তুতি: একদিন ১০ ঘণ্টা পড়ে কয়েকদিন আর বই ধরছেন না। পড়ায় ধারাবাহিকতা না থাকলে প্রিলি টেকার আগ্রহ পাবেন না। পরে কোথায় থেকে শুরু করবেন বুঝতে উঠতে পারেন না। যেমন:
* ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে Shakespeare,John Donne,Romantic (Shelly, Keats, Wordsworth,Coleridge), Victorian (Hardy, Dickens),Shaw, Hemingway,literary terms, quotation এ বেশি গুরুত্ব না দিয়ে সব পড়তে থাকা।

* গণিত, বিজ্ঞান, কম্পিউটার, মানসিক দক্ষতা সময় কম দিয়ে সারাদিন সাধারণজ্ঞান ও সাম্প্রতিকে জোর দেওয়া

* বাংলা ব্যাকরণে ও ইংরেজি গ্রামার গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে না পারা। যেমন: সমাস, বানান, প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, nonfinite verb, clause and phrase, conditionals, correction, parts of speech (adjective , pronoun, adverb, conjunction) এর রুলগুলো ভালোভাবে না জানা ।

৪. প্রস্তুতিতে গড়িমসি: আজ পড়ব কাল পড়ব বলে পড়ার পাহাড়ে জমিয়ে ফেলছেন কিংবা মনে করছেন পরীক্ষার আগে ২মাস ভালো করে পড়বেন। এমন তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় প্রচুর কনফিউশন কাজ করতে পারে। ফলে বেশি ভুল হতে পারে। যার ফলে আশানুরূপ ফলাফল হয় না।

৫. একই বিষয়ে একাধিক বইপড়া : একাধিক বইপড়ার চেয়ে একটা বই ভালোভাবে পড়া উচিত। কিন্তু অনেকেই একই বিষয়ে একাধিক বই কিনেন কিন্তু শেষ করতে পারেন না।

৬. রিভিশনের অভাব: শেষমুহূর্তে নতুন টপিক না ধরে বারবার রিভিশন দেওয়া সবচেয়ে জরুরি। শুধু ভালো রিভিশনের অভাবে পরীক্ষার হলে কনফিউজড হয়ে পারা জিনিসগুলো ভুল করতে পারেন।

৭. মডেল টেস্ট না দেওয়া: মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা যায়। ভুল ক্রটি বের করা যায়। এমনকি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি ও পরীক্ষার হলে চাপ নিয়ন্ত্রণের জন্য বেশি বেশি মডেল টেস্ট প্রয়োজন। এক্ষেত্রে প্রথমে বিষয়ভিত্তিক তারপর পুরো ২০০ নম্বরের অনুরূপ মডেল টেস্ট দিতে পারেন। কিন্তু অনেকেই মডেল টেস্টে জোর দেন না।

৮. সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা: সার্কুলার দেওয়ার পর প্রার্থীর উচিত টাইম ম্যানেজমেন্টে কৌশলী হওয়া। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় নষ্ট করে থাকেন।

৯. স্ট্রেস ম্যানেজমেন্ট না জানা: শেষ মুহূর্তে এসে অনেকে হাল ছেড়ে দেন। পরীক্ষার হলে চাপ সামলাতে না পারার কারণে সবকিছু গুলিয়ে ফেলেন। অনেকেই গণিত দিয়ে শুরু করে উত্তর না মিলাতে পারলে ঘাবড়ে যান আবার অনেকে শেষের দিকে আন্দাজে দাগাতে থাকেন। পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাওয়া এমনকি সময়ের ব্যবহার ঠিক মত না পারার কারণের অনেকের ফলাফল পরীক্ষার খারাপ হয়ে থাকে।

লেখক:
ইমা হালিমা
প্রভাষক, ইংরেজি বিভাগ,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত..পদ সংখ্যা : ১,০০৮২২জন!আবেদন শুরু :২২ জুন
16/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত..
পদ সংখ্যা : ১,০০৮২২জন!
আবেদন শুরু :২২ জুন

২,৯০০ পদে টিএমএসএস (TMSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি।  Deadline: 15 Jun 2025
14/06/2025

২,৯০০ পদে টিএমএসএস (TMSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি।
Deadline: 15 Jun 2025

চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ Appropriate Preposition. ইন্টারমিডিয়েট/ভার্সিটি এডমিশন টেস্টের প্রার্থীদের জন্য ...
14/06/2025

চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ Appropriate Preposition.
ইন্টারমিডিয়েট/ভার্সিটি এডমিশন টেস্টের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

কালেক্টেড

ময়মনসিংহ বিভাগের খুঁটিনাটি  সম্পর্কে জেনে রাখুনCollected
12/06/2025

ময়মনসিংহ বিভাগের খুঁটিনাটি সম্পর্কে জেনে রাখুন

Collected

সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও পরীক্ষা কেন্দ্র প্রকাশ (Job ...
11/06/2025

সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও পরীক্ষা কেন্দ্র প্রকাশ (Job ID: 10201)

11/06/2025

📢 শিক্ষক নিবন্ধনে আসছে বড় পরিবর্তন!

🔹 ‘১৯তম নিবন্ধন’ নামে আর থাকছে না
🔹 বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে
🔹 পরীক্ষা হবে দুই ধাপে
🔹 জুলাই মাসের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা
🔹 HSC ও ডিগ্রি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন

📰 সূত্র: Daily Campus

আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/০৬
11/06/2025

আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/০৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ (IBBL) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি -  Deadline: 26 Jun 2025☞Apply: https://career.islamibankbd....
11/06/2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ (IBBL) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি -
Deadline: 26 Jun 2025
☞Apply: https://career.islamibankbd.com

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Blueprint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share