01/04/2025
বাউল কবিতা:
মনের মাঝে যদি থাকে প্রেম, তবে তো সব কিছু মধুর হবে। দ্বিধা-দ্বন্দ্ব আর কিছুই থাকবেনা, জীবনের পথ সুগম হবে।
মানুষ তো চায় সুখ আর শান্তি, কিন্তু মনে যদি মায়া থাকে না। আসল সুখ কোথায় পাবো বলো, যে হৃদয় ভালোবাসে না।
বাউলরা বলে, জানলি না তুমি, প্রেমেই জীবন পূর্ণ হবে। প্রকৃতির মাঝে, মানুষের মাঝে, ঐ প্রেমের আলো ছড়িয়ে যাবে।