
18/09/2025
আপনার হাতের ১০০০৳ নোট যদি ২০০৮ সালের ১০০০৳ এর সাথে তুলনা করি তাহলে তার বর্তমান ভ্যালু মাত্র ১৩৭৳। কি চমকে গেলেন।
চলুন একটা হিসাব দেখাই আপনাদেরকে
আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১ হাজার টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১৮৯০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ১৮৯ টি ১ হাজার টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১ হাজার টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷১৮৯= ১৩৭
আপনার ২০০৮ সালের ১ হাজার টাকার নোট টির আজকের মূল্য ১৩৭ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।
কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না। ...
।✅টাকা দিয়ে গোল্ড কিনাই শ্রেয়✅।।
Foring