Foring

Foring ফড়িং : যা দেখি, দেখাই

Stands for personal vlog ,views, natural beauties, city ride, personal thought etc
ভ্রমণ মানুষকে পরিমিত করে তোলে

আপনার হাতের ১০০০৳ নোট যদি ২০০৮ সালের ১০০০৳ এর সাথে তুলনা করি তাহলে তার বর্তমান ভ্যালু মাত্র ১৩৭৳।  কি চমকে গেলেন। চলুন এ...
18/09/2025

আপনার হাতের ১০০০৳ নোট যদি ২০০৮ সালের ১০০০৳ এর সাথে তুলনা করি তাহলে তার বর্তমান ভ্যালু মাত্র ১৩৭৳। কি চমকে গেলেন।

চলুন একটা হিসাব দেখাই আপনাদেরকে

আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১ হাজার টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১৮৯০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ১৮৯ টি ১ হাজার টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১ হাজার টাকার মান এখন কত।

২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷১৮৯= ১৩৭
আপনার ২০০৮ সালের ১ হাজার টাকার নোট টির আজকের মূল্য ১৩৭ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।
কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না। ...

।✅টাকা দিয়ে গোল্ড কিনাই শ্রেয়✅।।

Foring

15/09/2025

গোধূলির আলোয়

আজকের কাঞ্চনজঙ্ঘা।🗻📍 নাওয়াপাড়া,পঞ্চগড়ছবি: Film By Shamim
03/09/2025

আজকের কাঞ্চনজঙ্ঘা।🗻
📍 নাওয়াপাড়া,পঞ্চগড়
ছবি: Film By Shamim

সংস্কারের আগে আহসান মঞ্জিল এর ছবি
25/08/2025

সংস্কারের আগে আহসান মঞ্জিল এর ছবি

25/08/2025

#শহর

সকালের ফরিদপুর। আষাঢ়ে বিল,সালথা উপজেলা।
25/08/2025

সকালের ফরিদপুর।
আষাঢ়ে বিল,
সালথা উপজেলা।

একটা সুন্দর সকাল  #ফড়িং
03/07/2025

একটা সুন্দর সকাল #ফড়িং

নারায়ণডহর জমিদার বাড়ি। নারায়ণডহর,নেত্রকোনা। নারায়ণডহন বাজারে এসে উপস্থিত হলাম।বাজার থেকে একটু ভিতরে ঐতিহাসিক নারায়ণডহর জ...
02/07/2025

নারায়ণডহর জমিদার বাড়ি।
নারায়ণডহর,নেত্রকোনা।

নারায়ণডহন বাজারে এসে উপস্থিত হলাম।বাজার থেকে একটু ভিতরে ঐতিহাসিক নারায়ণডহর জমিদার বাড়ির অবস্থান।বাড়ির ভিতরে ঢুকতেই পুরাতন ইটের সন্ধান পেলাম,একসময় মেবি ইটের পাকা রাস্তা ছিলো কিন্তু এখন তা অস্পষ্ট।গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে বিশাল পুকুর সেই পুকুর পাড়ে এখনো সানবাধানো ঘাটের ধ্বংসস্তুপ দেখা যাচ্ছে।শীতল হাওয়া বইছে,বিশাল এক জাম গাছ থেকে ব্যাগ ভরে জাম পাড়ছে দুজন। তাদেরকে জিজ্ঞেস করলাম এখানকার জমিদার বাড়ি কই? ঐ পিছনে তাকান।পিছনে তাকিয়ে দেখলাম গাছপালার ভিড়ে দোতলা এক ভবন দাঁড়িয়ে আছে।যার পুরো শরীর জুড়ে ক্ষতের চিহ্ণ।আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে ঠিক আমার পায়ের নিচে ভবনের ধ্বংসস্তুপ।ভিতরে ঢুকলাম বিশাল আয়তন নিয়ে এই অমিদার বাড়ি ছিলো সেটা স্পষ্ট কিন্তু কালের বিবর্তনে এখন দুটো আধভাঙ্গা ভবনে এসে ঠেকেছে।আশপাশের সমতল দেখে যা বুঝলাম চারকোনা আকৃতির ভবন ছিলো এখানে।কিন্তু সেগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

এখন যে দুটো ভবন টিকে আছে সেগুলো থেকেও না থাকার মত আরকি। স্মৃতি হিসবে দাঁড়িয়ে আছে।

বর্তমানে নারায়ণডহর পূর্বধলা উপজেলার একটি পোস্ট অফিস। এবং এলাকার অন্যতম জমজমাট বাজার হিসেবে ব্যবহৃত হলেও প্রাচীন জমিদার বাড়ীর জন্য এর খ্যতি সর্বজন বিধিত। ইতিহাস থেকে জানা যায় নারায়ণডহর জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রামচরণ মজুমদার। অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আজো ঠিকে আছে কালানুক্রমে এই বাড়িটি।
নারায়ণডহর নামকরণের বিশেষত্ব খুঁজে পাওয়া যায় তৎকালীন হিন্দু জমিদারদের শাসনামলে প্রতিষ্ঠিত ‘নারায়ণ মন্দির’-এর নামানুসারে। যার অবস্থান ছিল বর্তমান নারায়ণডহর বাজারে দলাই নদীর তীরে একটি ডোবার (গভীর জলাশয়) পাশে। আর ‘ডহর’ বা ‘ডোবা’ শব্দের আভিধানিক অর্থ গভীর জলাশয়, জলাভূমি, খাল, গভীর গর্ত। এই ডহর শব্দের পূর্বে নারায়ণ যুক্ত হয়ে নারায়ণডহর নামের উৎপত্তি হয়েছে। এ কারণেই আশেপাশের অনেক স্থানও ডহর নামের ব্যবহার লক্ষ্য করা যায়; যেমন- ডোপাডহর, বামনডহর, সোহাগীডহর, পূর্বডহর ইত্যাদি।

জমিদার রামচরণ মজুমদারের হাত ধরেই এই জমিদার বংশের গোড়াপত্তন। তবে কবে নাগাদ এই জমিদার বংশ বা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। ব্রিটিশ শাসনামল থেকে এই নারায়ণডহর এলাকা গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হিসেবে পাকিস্তান শাসনামল পর্যন্ত বিদ্যমান ছিল। জমিদার বাড়ির পাশে একটি বাজার রয়েছে। যা এই জমিদার বংশধররা প্রতিষ্ঠা করেন। এছাড়াও তৎকালীন সময়ে পুরো ময়মনসিংহ বিভাগের প্রথম ইংরেজি স্কুল ১৮৪৬ সালে এখানে প্রতিষ্ঠিত হয়।

#জমিদার #জমিদারবাড়ি

🎭 আহসান মঞ্জিল...... আহসান মঞ্জিলের এক রাতের রহস্য : “নীল পর্দার নারী” " জানা যায়, বহু বছর আগে, এক গভীর রাতে এক নৌকার মা...
02/07/2025

🎭 আহসান মঞ্জিল......
আহসান মঞ্জিলের এক রাতের রহস্য : “নীল পর্দার নারী”

" জানা যায়, বহু বছর আগে, এক গভীর রাতে এক নৌকার মাঝি বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষে যাচ্ছিল। হঠাৎ করেই সে দেখতে পেল, আহসান মঞ্জিল প্রাসাদজুড়ে অদ্ভুত আলো জ্বলছে—যেখানে তখন আর কেউ থাকত না। পুরো প্রাসাদ যেন স্বর্ণালী আলোয় ভরে উঠেছে, আর দূর থেকে ভেসে আসছে তবলার ছন্দ আর নারীকণ্ঠের করুণ গান।

কৌতূহলে মাঝি নৌকা ভিড়িয়ে এগিয়ে গেল।

তার চোখ ছানাবড়া হয়ে গেল, যখন দেখল—এক রহস্যময় নারী, নীল রঙের শাড়িতে, আহসান মঞ্জিলের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চুল খোলা, মুখ ঢাকা অন্ধকারে। সে ধীরে ধীরে নদীর দিকে তাকিয়ে বলল:
“তুমি কি আহসান? আমি তো এখনো অপেক্ষায় আছি…”

ভয়ে মাঝি দৌড়ে পালায়। পরদিন সকালে স্থানীয়রা বলে—এই নারীর নাম ছিল মেহজাবিন, নবাবের হারানো প্রেমিকা। একসময় নবাব আহসানউল্লাহর সঙ্গে তার গভীর প্রেম ছিল, কিন্তু সমাজের চোখ রাঙানিতে তাদের সম্পর্ক স্বীকৃতি পায়নি। এক রাতে সে আত্মহত্যা করে। আর সেই থেকে, প্রতি বছর নির্দিষ্ট এক রাতে, সে ফিরে আসে আহসান মঞ্জিলে—তার “আহসান”-এর জন্য । ( ঘটনাটা কি আসলেই সত্য তা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় ? )

#আহসানমঞ্জিল #রহস্যময়গল্প #বাংলারলোককথা #ঢাকারইতিহাস #ভৌতিকগল্প

🇧🇩 তারাকান্দার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে অবস্থিত এই দৃষ্টিনন্দন বাড়িটি..........বাড়িটি আনুমানিক ব্রিটিশ আমলে তৈরি। ...
01/07/2025

🇧🇩 তারাকান্দার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে অবস্থিত এই দৃষ্টিনন্দন বাড়িটি..........
বাড়িটি আনুমানিক ব্রিটিশ আমলে তৈরি। যারা দাদরা গ্রামের আশে পাশে আছেন তারা হেলাল মাষ্টার বা ( পূর্ব মালিক বিদু বাবুর বাড়ি ) বলে চেনেন। আমার মনে হয় ময়মনসিংহের উত্তরে এই বাড়িটি সব চেয়ে প্রাচীন ও দৃষ্টিনন্দন ।

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

Address

Faridpur
7851

Website

https://foring1994.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Foring posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foring:

Share