Gossip Truck

Gossip Truck Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gossip Truck, Digital creator, Faridpur.

28/01/2024

কিছু মানুষ আছে বিষধর সাপের চেয়ে ও খারাপ♥️♥️

28/01/2024

অতি ভক্তি চোরের লক্ষণ

22/01/2024

মাঝে মধ্যে সম্পর্কগুলো এমন একটা অবস্থায় গিয়ে দাড়ায় যে মনের কথা গুলো আর বলা যায় না।

01/12/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

26/11/2023

মানুষ বড়ো স্বার্থপর হয়ে গেছে 😍🤔🤔

11/11/2023

ভাবছিলাম একটা সারপ্রাইজ পামু এই শুক্রবার 😱😱😱
কিন্তু
কিসের কি পান্তা ভাতে ঘি🥵🥵🥵

08/11/2023

সব ইচ্ছে গুলো মাটি চাপা দিয়ে দিয়েছি

07/11/2023

আমি জানি আমার ইচ্ছের কেউ মূল্য দিবে না তা ও নিজের ইচ্ছেটা প্রকাশ করি🥵🥵বেহায়ার মত

07/11/2023

ভালোবাসা বলে কি আদোও কিছু আছে??

06/11/2023

এমন জ্বালা কইতে ও পারি না আর সইতে ও পারি না 😍😍😍

06/11/2023

প্রেগনেন্সি মানেই ঘাড়ত্যারা 😑 আমাদের যা করা নিষেধ আর আমরা যা করি 🙄 তিন থেকে চার মাস তো মৃত্যুর সাথে যুদ্ধ করি 🥺 তারপর থেকে আমাদের ডাক্তার যেসব সতর্ক বার্তা দেয় 🙁আর আমরা যা করি 🙄🙄

আনারস খাওয়া যাবে না 😢 কিন্তু আমাদের আত্মা আনারসের মধ্যে ঢুকে থাকে 🙄 বেশি তেঁতুল খাওয়া যাবে না 😢 কিন্তু তেঁতুল ছাড়া প্রেগনেন্সি অসম্পূর্ণ আমি ভাবতেই পারি না 🙄 বেশি শুয়ে থাকা যাবে না 🙄 কিন্তু আমরা বিছানা ঝাড়তে গিয়ে ও শুয়ে পড়ি 🙄

ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়া 😑 কিন্তু পুষ্টিকর খাবার দেখলেই আমাদের বমি আসে 😒 মন খারাপ করে থাকা যাবে না 😢 কিন্তু আমাদের মন হুদাই খারাপ হয়ে থাকে 🙄 চিল্লাচিল্লি করা যাবে না 😂 কিন্তু আমরা যত জোরে সম্ভব চিল্লাচিল্লি করতেই থাকি 🙄 ঠিক মতো ঘুমাতে হবে 😂 কিন্তু আমরা ঘুম কি জিনিস এই সময় তাই বুঝি না 🙄

কান্না করা যাবে না 😭😭 কিন্তু আমার হুদাই কান্দি কেন কান্দি নিজেই জানি না 😭😭 সবার সাথে ভালো ব্যবহার করা 🙄 কিন্তু আমাদের মেজাজ এতো হট যে কেউ ভালো কথা বললেও তার ওপর মেজাজ খারাপ হয়ে যায় 🙄😂 হাঁটাচলা করতে হবে 😒 কিন্তু আমরা সময় পাইলেই ঠুস করে শুয়ে পড়ি 🙄

কোন চিন্তা করা যাবে না 🤔 কিন্তু পৃথিবীর যত খারাপ চিন্তা আছে সব আমাদের মাথায় কাজ করে 🙄🙄 সবসময় পজেটিভ চিন্তা করতে হবে 🙄 কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে পৃথিবীর যতো বাজে চিন্তা আছে সবি করি 🙄 ধৈর্য ধরতে হবে 😒 কিন্তু আমরা চাই তুই পেটে আইছস বাইর হইয়া যা 🙄

🙄 বাইরের খাবার খাওয়া যাবে না 😑 কিন্তু ঘরের খাবার দেখলেই বমি আসে বাইরের খাবার মজাই লাগে 🙄🙄 মনে সাহস রাখতে হবে, কিন্তু আমরা এতো ভিতু হয়ে থাকি যে মনে হয় মরেই গেছি খালি কবরে যাওয়া বাকি 😭🙄

©️ সব সত্যি কথা....

06/11/2023

দিনে দিনে মানুষিক রুগী হয়ে যাচ্ছি ♥️♥️♥️

06/11/2023

আর কত দোষ দিবি???

05/11/2023

এখন আগের মত কোন কিছুই নেই সব কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে 😍😍😍😍

05/11/2023

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ৩৫৭কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?

04/10/2023

🌿🌿প্রয়োজনীয় কিছু টিপস জেনে রাখুন! 🌿🌿

💛💚কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন ঝকঝকে হয়ে উঠবে।

💚🧡ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দাগ উঠে যাবে।

🧡💛ডিটারজেন্টের সথে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

🧡💛ছোট্ট টুকরো কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে উজ্জ্বলতা বাড়বে।

💚💛অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

💚🧡 ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছিটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

💚🧡চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

💚🧡উলের পোশাক ধোয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন, পোশাকের নরম ভাব বজায় থাকবে।

💚🧡ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাকিয়ে নিয়ে পানি ফেলে দিন,ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে।

©

26/09/2023

বউ তার স্বামী কে মেসেজ করলো..!🥹🫰

Wife : অফিস থেকে আসার সময় 1 kg আটা, 1 kg আলু আর 500 gm চিনি নিয়ে আসবে..!🙂🙂

-আর জান্নাত তোমাকে দেখা করতে বলেছে..!😤😤

Husband : জান্নাত কে..!😩😩

Wife : কেউ না। তুমি মেসেজটা পড়লে কিনা sure হয়ে নিলাম..!

Husband : কিন্তু আমি তো জান্নাতের সাথেই আছি, তুমি কোন জান্নাতের কথা বলছো..!🥹🥹

Wife : তুমি কোথায় ..!😬😬

Husband : সবজি বাজারের কাছাকাছি..!😌😌

Wife : তুমি ওখানেই অপেক্ষা কর, আমি আসছি..!😑😑

#10 মিনিটের পর স্ত্রী সবজি বাজারে পৌঁছে তার স্বামীকে মেসেজ পাঠালো..!🤗🤗

Wife : "কোথায় আছো তুমি"..!🧐🧐

Husband : আমি অফিসে আছি,এখন তোমার যা যা দরকার তাই তাই কিনে নাও..!😁😁

Wife: আমি বাজারে এসেছি ঠিকই কিন্তু বাসায় ফেরার টাকা আমার কাছে নাই..!😊😊

Husband: তুমি ওখানেই থাকো আমি আসছি..!🥹🫡

বাজারে এসে তার wife কে মেসেজ দিল তুমি কোথায়...!🫤🫤

Wife: আমি বাড়িতেই আছি এবার যা যা আনতে বললাম তা নিয়ে বাসায় চলে এসো..!🥲🥲🥲

23/09/2023

এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখলঃ'🥹🫰

বাবা:বেটা, আমার অনেক বয়স হয়েছে। এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি...!🫤🫤

ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিলঃ🙂🙂

ছেলে :তুমি ঐ ক্ষেত খনন কর না কারণ, ক্ষেতে আমি আমার,সব অস্ত্র লুকিয়ে রেখেছি।🥹🥹

#পরেরদিন কতগুলো,পুলিশ গিয়ে পুরো ক্ষেত খনন করে দেখল, কিন্তু অস্ত্র পেলো না...!☹️☹️

ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল:😫

ছেলে:বাবা আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্যই করতে পারলাম। 🫠🫠

এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও....!🥹🫡

🤣🤣🤣

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gossip Truck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share