এইচ এম আয়ুর্বেদিক

এইচ এম আয়ুর্বেদিক আপনাকে কি ভাবে সহযোগিতা করতে পারি-আপনার সকল সম্যাসার কথা বিস্তারিত বলুন।

পুষ্টিগুণের দিক থেকে দিন দিন সুপার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট। যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছর জ...
18/05/2025

পুষ্টিগুণের দিক থেকে দিন দিন সুপার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট। যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছর জুড়েই পাওয়া যায়।

বিটরুটের বৈজ্ঞানিক নাম ‘বেটা ভালগারিস’। কিছুটা কালচে লাল রঙের পেঁয়াজ আকৃতির এই ফল নানান পুষ্টিগুণ ও ঔষধি গুণে সমৃদ্ধ।

পুষ্টি উপাদান

একটি বিটরুটে প্রতিদিনের প্রয়োজনের ভিটামিন সি , ভিটামিন বি৬, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালোরি, ফাইবার ছাড়াও প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে।

image

খাওয়ার নিয়ম

বিটরুট প্রায় সারা বছরই পাওয়া যায়। এটি সালাদ, সবজি এবং জুস আকারে খাওয়া হয়। অনেকে আবার সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকেন।

তবে বিভিন্ন ফলের সাথে মিশিয়ে জুস হিসেবে বেশি খেয়ে থাকেন স্বাস্থ্য সচেতনরা।

image

উপকারিতা

১. গবেষণায় জানা গেছে বিটরুটে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

২. বিটরুটে থাকা নাইট্রেট এবং বেটালাইনস রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়। এই দুটো উপাদান মিলেই শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয়।

৩. বিটরুটে থাকা আয়রন নতুন লোহিত রক্ত কণিকা তৈরি করতে সক্ষম যা অনিয়মিত মাসিক সমস্যা সমাধানে খুবই উপকারী।

৪. হজমের সমস্যায় ভুগলে বিট খাওয়া উপকারী। কারণ বিট আঁশ জাতীয় খাবার। বিটে থাকা ফাইবার খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, ডাইভার্টিকুলাইটিস এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।

৫. বিটে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেইন নামে পরিচিত। লুটেইন বয়স সম্পর্কিত চোঁখে রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোঁখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায়।

৬. প্রতিদিন এক গ্লাস বিটের জুস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-এজিং উপাদান ব্রণ, বলিরেখা, মেছতা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে।

হাতিশুঁড় গাছের উপকারিতা১. বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এ উদ্ভিদের প...
18/05/2025

হাতিশুঁড় গাছের উপকারিতা

১. বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এ উদ্ভিদের পাতা বেটে রস লাগালে উপকার পাওয়া যায়।
২. আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়।
৩. ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগী ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যে কোনো দিক ফুলে গেলে এ গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়
৪. দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।
৫. চোখ টকটকে লাল হলে, কড় কড় করছে, মনে হচ্ছে বালি পড়েছে—এমনটা হলে হাতিশুঁড় গাছের পাতার রস অব্যর্থ ওষুধ।
৬. সর্দি লাগলে এর পাতা ছেঁচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হবে।
৭. অ্যাকজিমা থেকে মুক্তি পেতে হাতিশুঁড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে অ্যাকজিমা সেরে যাবে।
৮. টাইফয়েড রোগে এর পাতা হতে পারে কার্যকরী সমাধান। পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়।
৯. দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুঁড়ের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।
১০. ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাওয়ার ১ ঘণ্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।
১১. জ্বর ও কাশিতে এই গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে ব্যবহার করা হয়।

পঞ্চভূত: অশ্বগন্ধা, আলকুশি, শিমুলমূল, শতমুল, তেতুল বীজ, এই পাঁচটি ভেষজ পাউডারকে একত্রে পঞ্চভূত বলা হয়।*এগুলো আসলে সবার ...
18/05/2025

পঞ্চভূত: অশ্বগন্ধা, আলকুশি, শিমুলমূল, শতমুল, তেতুল বীজ, এই পাঁচটি ভেষজ পাউডারকে একত্রে পঞ্চভূত বলা হয়।

*এগুলো আসলে সবার সুস্থ থাকার জন্য। যারা বিবাহিত তাদের জন্য বেশি উপযোগী পাশাপাশি যাদের কিছু দূর্বলতা আছে উনারাও খেতে পারেন।

নিচে প্রত্যেকটি উপাদান সম্পর্কে আলাদাভাবে কিছু লিখলাম:
১.অশ্বগন্ধা: অশ্বগন্ধা সাধারন দূর্বলতা, যৌন দুর্বলতা, মানসিক দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, শিশু অপুষ্টি, স্মৃতিশক্তির দুর্বলতা, পীড়ন, কোষকলার ঘাটতি, স্নায়বিক অবসাদ, গ্রন্থিস্ফীতি, অনিদ্রা, দুগ্ধস্বল্পতা, শুক্রস্বল্পতা ইত্যাদিতে কার্যকর।
২.আলকুশি পাউডারের উপকারিতাঃ আলকুশীর প্রধান ব্যবহার বাজীকর ঔষধ হিসেবে । যা অতিমাত্রায় শুক্র সৃষ্টি করে অথবা অশ্বের মত রমণে প্রবৃত্ত করে। আলকুশির বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।
৩.শিমুলমূল: শিমুল মূলের পাউডার যা যৌনশক্তি বর্ধক, বীর্যসৃষ্টি কারক, দেহ মোটা ও তাজা করে, যৌবন ধরে রাখে । দ্রত বীর্যপাত রোধ করে, মহিলাদের শ্বেতপ্রদর, রক্তপ্রদর, অতিরিক্ত ঋতুস্রাব, পাতলা পায়খানা, শুক্রতারল্য, স্নায়বিক দূর্বলতা এবং দাঁতের মাড়ি শক্ত করতে অত্যান্ত উপকারী।
৪. শতমূল চূর্ণ: শতমূল এমন একটি ভেষজ যা সাধারন বলকারক, যৌন শক্তি বর্ধক, শুক্র গাঢ় কারক, শুক্র সৃষ্টি কারক, পুষ্টি কারক এবং দুগ্ধ বর্ধক। শুক্র মেহ, স্নায়বিক দূর্বলতা, মূত্র কৃচ্ছতা, মানসিক দুর্বলতা এবং যৌন দুর্বলতায় বিশেষ উপকারী।
৫.তেতুল বীজ: তেঁতুল বীজ বলকারক, শরীরের দূর্বলতা দূর করে, দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌনশক্তি বৃদ্ধি করে, বীর্যের উৎপাদন, শুক্রের উৎপাদন বৃদ্ধি করে এবং অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে। মহিলাদের জরায়ুর শক্তিবর্ধন করে।
এছাড়া অধিক ফলাফলের জন্য সমস্যাভেদে এর সাথে তালমুল, শংখমুল, জিংসেন, মনিরাজ ও বীর্যমনি সহ দুর্লভ কিছু ভেষজের সমন্বয়ে তৈরি করা হয় পঞ্চভুত প্লাস পাউডার। যা কিছুদিন সেবনের ফলে আশ্চর্য ফলাফল পাওয়া যায়।

যাদের হাত পা শরীর জ্বালা পোড়া করে। প্রস্রাব ইনফেকশন পেট ব্যথা প্রস্রাবের জ্বালা পোড়া। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস ...
18/05/2025

যাদের হাত পা শরীর জ্বালা পোড়া করে। প্রস্রাব ইনফেকশন পেট ব্যথা প্রস্রাবের জ্বালা পোড়া। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে ১০ বা ২০ ফোটা পেঁপের কস মিশিয়ে একটানা দুই সপ্তাহ খেলে ঐ সমস্যা গুলো দুর হয়। অতিরিক্ত গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া চোকা ঢেকুর পেট ফুলে ফেপে থাকে গ্যাস্ট্রিকের ব্যথা সম্পুর্ন নির্মুল করতে কাঁচা পেঁপে সকালে খালি পেটে খেয়ে বেশী পরিমাণে পানি খেতে হয়। একটানা ২১ দিন খেলে গ্যাস্ট্রিক সম্পুর্ন ভালো হবে। লিভারের যে কোন সমস্যা সারিয়ে তুলতে কাঁচা পেঁপে অত্যন্ত কার্যকরী। হেপাটাইটিস বি ভাইরাস সারিয়ে তুলতে পাকা পেঁপের বিচি নিতে হবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন পানি না লাগে বিচিতে। ঐ পাকা পেঁপের বিচি রোদে শুকিয়ে পাউডার তৈয়ার করে। প্রতিদিন সকালে খালি পেটে হাফ চা চামচ একটু কম পাউডার আধা কাপ পরিমাণ ভালো মানের টক দই এর সাথে মিক্স করে ২১ দিন খেতে হয়। যে কোন ক্রিমি জনিত সমস্যার জন্য প্রতিদিন রাতে ভরা পেটে একটি করে বিচি ১০ দিন খেতে হয়।

মরিঙ্গা পাউডার বা সজিনা পাতার গুড়া। সজিনা পাতা গুড়াকে *সুপার ফুড*বলা হয় কারণ এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। আবার পুষ্ট...
18/05/2025

মরিঙ্গা পাউডার বা সজিনা পাতার গুড়া।

সজিনা পাতা গুড়াকে *সুপার ফুড*বলা হয় কারণ এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার।
আবার পুষ্টি উপাদানে সমৃদ্ধ থাকায় সজিনা গাছকে #
মিরাকেল ট্রি # বলা হয়।
সজিনা পাতার উপকারীতা:
১/শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মত কঠিন রোগ প্রতিরোধ করে।
২/ওজন কমাতে সাহায্য করে
৩/নিয়মিত খেলে ক্ষুধামন্দা দূর হয়
৪/কিডনি সুস্থ রাখে
৫/চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে।
সজিনা পাতার গুড়া / মরিঙ্গা পাউডারে আছে পর্যাপ্ত পরিমাণে আয়রণ,জিংক, আয়োডিন, ভিটামিন-এ,ভিটামিন বি এবং খনিজ উপাদান।
সজিনা পাতা যে পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে :
১/কাঁচা, রস করে
২/পাতার গুড়া চায়ের সঙ্গে মিশিয়ে
৩/শাক,সস,স্যুপ কিংবা সালাদ হিসাবে।
#মরিঙ্গা পাউডার #সজিনা পাতার গুড়া।

এবার আসুন, জেনে নেওয়া যাক থানকুনির গুণাবলী: ১. বেগুন/পেঁপে/কাচাকলার সঙ্গে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে এক মাস খেলে হজ...
18/05/2025

এবার আসুন, জেনে নেওয়া যাক থানকুনির গুণাবলী:

১. বেগুন/পেঁপে/কাচাকলার সঙ্গে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে এক মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।

২. সকালে খালিপেটে এক চা-চামচ থানকুনি পাতার রসের সঙ্গে এক চা-চামচ শিউলি ফুলের পাতার রস মিশিয়ে চার-পাচঁদিন খেলে জ্বর নিরাময় হয় এবং দেহে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়।

৩. আম গাছের অল্প পরিমাণ ছাল, আনারসের একটি কচিপাতা, কাঁচাহলুদের রস ও ৪/৫টি থানকুনি গাছ শেকড়সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালিপেটে খেলে পুরোন পেটের পীড়া ভালো হয়। শিশুদের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকর।

৪. আধা কেজি গরুর দুধে ২৫০ গ্রাম মিশ্রি ও ১৭৫ গ্রাম থানকুনি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খেলে এক সপ্তাহে গ্যাস্ট্রিক ভালো হয়।

৫. সামান্য চিনিসহ দুই চা-চামচ থানকুনির রস খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশির উপশম হয় এবং এক সপ্তাহ খেলে কাশি পুরোপুরি নিরাময় হয়।

৬. প্রতিদিন সকালে খালিপেটে চার চা-চামচ থানকুনি পাতার রস ও এক চা-চামচ মধু মিশিয়ে সাতদিন খেলে রক্তদূষণ দূর হয়।

৭. জন্মের পর যেসব শিশু কথা বলতে দেরি করে অথবা যাদের কথা অস্পষ্ট, সে ক্ষেত্রে এককাপ ঠাণ্ডা দুধের সঙ্গে এক চা-চামচ থানকুনি পাতার গরম রস ঠাণ্ডা করে এর সঙ্গে ২০/২৫ ফোঁটা মধু মিশিয়ে কিছুদিন খাওয়ালে অত্যন্ত কার্যকর উপকার পাওয়া যায়।

৮. প্রতিদিন সকালে ৫/৭টি থানকুনি পাতা চিবিয়ে সাতদিন খেলে আমাশয় ভালো হয়। থানকুনি পাতা বেটে এর সঙ্গে চিনি মিশিয়ে দিনে দু’বার দুই চা-চামচ খেলে আমাশয় ভালো হয়।

৯. থানকুনি পাতা বেটে গরম ভাতের সঙ্গে খেলে পেটব্যথা ভালো হয়।

১০. প্রতিদিন সকালে এক চা-চামচ থানকুনির রস, ৫/৬ ফোঁটা হলুদের রস এবং সামান্য চিনি ও মধুসহ একমাস খেলে লিভারের সমস্যা ভালো হয়।

১১. যদি মুখ মলিন হয়, লাবণ্যতা কমে যায় তবে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত করলে উপকার পাওয়া যাবে।

১২. দেহের কোথাও থেঁতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন।

১৩. থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ক্ষতস্থানে লাগালে উপকার পাওয়া যায়।

১৪. অপুষ্টি ও ভিটামিনের অভাবে চুল পড়ে গেলে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে।

১৬. মলের সঙ্গে শ্লেষ্মা গেলে, মল পরিষ্কারভাবে না হলে, পেটে গ্য

চিনিগুড়া গাছএই গাছের পাতার রস খে'লে জ'ন্ডিস সহ লি'ভারের যে কোন স'মস্যা ভালো হয় এছাড়াও এই রস খে'লে আচি'লা ভালো হয়। অর্শ, ...
18/05/2025

চিনিগুড়া গাছ
এই গাছের পাতার রস খে'লে জ'ন্ডিস সহ লি'ভারের যে কোন স'মস্যা ভালো হয় এছাড়াও এই রস খে'লে আচি'লা ভালো হয়। অর্শ, পাইলস, মলদ্বারে রক্ত যাওয়া চুলকানি, মহিলাদের পুরাতন সাদা স্রাব বা লিকোরিয়া শ্বেতপ্রদর, গ্যাস্ট্রিক সম্পুর্ন ভালো হয়। সর্দি, কাশি, বাচ্চাদের বুকে কফ ঠান্ডা জনিত সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। প্রতিদিন সকালে খালি পেটে ২০ মিলি করে পাতার রস খেতে হয়।

লিভারের যে কোন সমস্যা সারিয়ে তুলুন। বা হেপাটাইটিস বি ভাইরাস সম্পুর্ন ভালো করতে। পাকা পেঁপের বীচি নিবেন। খেয়াল রাখতে হবে ...
25/04/2025

লিভারের যে কোন সমস্যা সারিয়ে তুলুন। বা হেপাটাইটিস বি ভাইরাস সম্পুর্ন ভালো করতে। পাকা পেঁপের বীচি নিবেন। খেয়াল রাখতে হবে ঐ বিচিতে যাতে কোন মতেই কোন পানি না লাগে। বিচি গুলো নিয়ে ভালো করে রোদে শুকিয়ে পাউডার তৈয়ার করবেন। তারপর ঐ পাউডার থেকে এক চা চামিচ পাউডার দুই চা চামিচ ভালো মানের টক দই ও এক চা চামিচ পানি ভালো করে মিক্স করে সকালে খালি পেটে খেতে হয়। এই নিয়মে ১৪ দিন বা ২১ দিন খেলে লিভারের যে কোন সমস্যা। সম্পুর্ন ভালো হবে ইনশাআল্লাহ বহু পরিক্ষিত।

মরন ছারা সকল ওষুধ আল্লাহ দিয়ে রেখেছেন।
23/04/2025

মরন ছারা সকল ওষুধ আল্লাহ দিয়ে রেখেছেন।

23/04/2025

স্ত্রী সহবাসে অক্ষমতা অল্প সময়ে বির্য পাত নিস্তেজ স্টং হয়না তারা প্রতিদিন রাতে এক গ্লাস কাচা দুধের সাথে কিছু কিসমিস ও কয়টা খেজুর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে দুধ কিসমিস ও খেজুর সহ খেয়ে নিবেন এভাবে ১ মাস খেলে প্রচুর যৌন শক্তি বৃদ্ধি পায়....

Address

Faridpur
<<BANGLAPAGE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when এইচ এম আয়ুর্বেদিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share