02/11/2024
গণ অধিকার পরিষদ (জিওপি) ভাংগা উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্ভোদন ও ভাংগা উপজেলা কমিটির সংবর্ধনা এবং গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং আনন্দ র্যালির করেন ভাংগা উপজেলা গণ অধিকার পরিষদ। আনন্দ র্যালী ভাংগা সরকারি পাইলট স্কুলের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর ঘুরে মাদানি নগর মডেল মসজিদের সামনে মোমেনা টাওয়ারের তাদের নিজ কার্যালয়ে প্রবেশ করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলার সভাপতি ফরহাদ হোসেন প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সভায় সভাপতি করেন ভাংগা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিসুল রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আতিকুল্লা হেলাল।
সভাপতি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের গতানুগতিক স্বৈরাচারী পতন হয়েছে। একই সাথে গণতন্ত্র ন্যায় বিচারক অধিকার জাতীয় স্বার্থ এই চারটি মূলনীতিকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনিমানে গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া বলেন বাংলাদেশে বিগত দিনের ন্যায় নির্বাচন হবে না। আগামীতে দলীয় প্রতীকে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থায় করা হবে যাতে বাংলাদেশের মানুষ ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে পারে।
সভাপতির বক্তব্যে ভাংগা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিসুল রহমান বলেন গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করতে ভাংগা উপজেলায় প্রতিটা ইউনিয়ন ওয়াডে ওয়াডে গণ অধিকার পরিষদের বার্তা আমরা পৌঁছে দিবো ইনশাআল্লাহ। এসময়ে দিক নিদের্শনা দিয়ে থাকেন
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য মনিরুজ্জামান মনির হাওলাদার
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলা সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ সহ সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস জুনায়েদ, উপ দপ্তর সম্পাদক মোঃ মনির মাতুব্বর আবির, ছাত্র অধিকার পরিষদের ভাংগা উপজেলায় নতুন কমিটি সভাপতি হিসেবে মোঃ রাহাত মাতুব্বর, সাধারণ সম্পাদক রাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাজু' র নাম ঘোষণা করা হয়েছে।
ভাংগা উপজেলায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন বিষয়ে সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ ভাই বললেন ভাংগা উপজেলায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা করেছি। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের সারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি বিদ্যমান রয়েছে। এবং আগামীর ছাত্র সমাজের সকল অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যৎতেও সাধারণ শিক্ষার্থীদের মাঝে থাকবো। আরও বক্তব্যে ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের উপ দপ্তর সম্পাদক মোঃ মনির মাতুব্বর আবির বলেন সারা বাংলাদেশে মধ্যে ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ
এবং আগামীতে বাংলাদেশ মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে ভাংগা উপজেলা ছাত্র অধিকার পরিষদকে। আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদের বাংলাদেশ গণ মানুষের বাংলাদেশ। জনি বিশ্বাস জুনায়েদ বলেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন এই রাজনৈতির সূচনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারই ধারাবাহিকতায় আজকে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ভাংগা উপজেলার যুগ্ম আহ্বায়ক আরিফিন শুভ ছাত্র অধিকার পরিষদের ঈব্রাহিম গণ ও ছাত্র অধিকার পরিষদের আরও অন্যান্য নেত্রীবৃন্দু উপস্থিত ছিলেন