
07/08/2025
পানির দামের গল্প।
বর্তমানে খুচরা দোকানে পানির দাম হলো ৩৩০ গ্রাম- ১৫ টাকা, হাফ লিটার-২০ টাকা, ১ লিটার-৩০ টাকা, ২ লিটার-৪০ টাকা। এছাড়া ৫ লিটার-৮৫ টাকা।
একটি ৫০০এমএল মানে হাফ লিটার পানির ফুল কস্টিংঃ
১। খালি পেট বোতল-১.৮ টাকা
২। ক্যাপ-০.৩০ টাকা
৩। লেভেল ও স্টিকার- ০.৪০ টাকা
৪। পানি ফিল্টারিং ও RO-০.৫০ টাকা
(বিদ্যুৎ ও রক্ষনাবেক্ষনসহ)
৫। উৎপাদন লাইন (মজুরি ও মেশিন)- ০.৭০ টাকা
৬। প্যাকেজিং (কার্টুন ও প্যাক)- ০.৫০ টাকা
৭। পরিবহন ও লজিস্টিক- ০.৪০ টাকা
৮। অন্যান্য (বিদ্যুৎ, পানি নষ্ট ইত্যাদি)- ০.৫০ টাকা
মোট আনুমানিক ৫.১০ টাকা। এর থেকে ভেরিয়েশন হওয়া টাফ।
২ লিটার পানির আনুমানিক কস্টিংঃ
১। খালি পেট বোতল-৩.৮ টাকা
২। ক্যাপ-০.৫০ টাকা
৩। লেভেল ও স্টিকার- ০.৬০ টাকা
৪। পানি ফিল্টারিং ও RO-০.৮০ টাকা
(বিদ্যুৎ ও রক্ষনাবেক্ষনসহ)
৫। উৎপাদন লাইন (মজুরি ও মেশিন)- ১ টাকা
৬। প্যাকেজিং (কার্টুন ও প্যাক)- ০.৮০ টাকা
৭। পরিবহন ও লজিস্টিক- ০.৬০
৮। অন্যান্য (বিদ্যুৎ, পানি নষ্ট ইত্যাদি)- ০.৬০ টাকা
মোট আনুমানিক কস্ট ৮.৭০ টাকা, যেটার খুচরা মূল্য ৪০ টাকা। এভাবে ১ লিটার পানি উৎপাদনের আনুমানিক কস্ট পড়ে ৬.৪০ টাকা।
আপনি যদি ধরেও নেন যে হাফ লিটার কস্টিং ৬ টাকা, ১ লিটার ৮ টাকা এবং ২ লিটার ১০ টাকা, তারপরেও ভোক্তা পর্যায়ে প্রতিটি পন্যের দাম পড়ে উৎপাদনের ৩.৫ থেকে ৪ গুন।
মজার ব্যাপার হলো পানিতে খুচরা দোকানদারের প্রফিট থাকে প্রায় ৯০-১০০%। আর কোম্পানিগুলো যত বড় বোতল বিক্রি করবে তত তাদের লাভের পরিমান বেশি। এই জন্য দেখবেন হাফ লিটারের পরে পাওয়া যায় ২ লিটারের বোতল। ১ লিটার খুব কম পাবেন।
আমরা পেয়াজ, চিনি, মরিচের দামের ক্ষেত্রে যতটা ভোকাল, এসব নিত্য পন্যের ক্ষেত্রে ততটা ভোকাল না। পানির দাম এত হওয়াটা কোনভাবেই কাম্য না।
সংগ্রহীত কোন এক পেজ থেকে নাম মনে নাই।