Priyo Faridpur

Priyo Faridpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyo Faridpur, News & Media Website, Faridpur Dhaka, Faridpur.

“ভালোবাসায় বাঁচুক সবুজ, সবুজে বাঁচুক প্রাণ”
📚 ফরিদপুরের ইতিহাস, মুখের কথা আর গ্রামবাংলার গন্ধ—সব মিলিয়ে প্রিয় ফরিদপুর।

নাম ঠিকানা সহ আপনিও পাঠাতে পারেন, আপনার দেখা ফরিদপুর এর সেরা ছবি ভিডিও।
📧[email protected]

21/09/2025

ফরিদপুর নিউ মার্কেট এশিয়া ব্যাংক এর সামনে দুইটা মহিলা চোর ধরা পড়ছে।

21/09/2025

আবারো গোল্ডেন লাইন পরিবহন ১ জন এর খাবার বাঁচিয়ে দিলো।
বিস্তারিত কমেন্টে...

20/09/2025

এভাবে গ্রামে-গঞ্জে খোলা মাঠে নর্তকী নাচের আয়োজন করে পরিবেশ নষ্ট করা হচ্ছে, আর কিছু ব্যক্তিত্বহীন পুরুষ শুধু হা করে তাকিয়ে আছে। — গেরদা, ফরিদপুর।

Priyo Faridpur-প্রিয় ফরিদপুর

রাতের আলোয় ঝলমলে ফরিদপুর ✨দিনের কোলাহল শেষে শহরের নতুন রূপ 💙Priyo Faridpur-প্রিয় ফরিদপুর
20/09/2025

রাতের আলোয় ঝলমলে ফরিদপুর ✨
দিনের কোলাহল শেষে শহরের নতুন রূপ 💙

Priyo Faridpur-প্রিয় ফরিদপুর

✨ ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীরা পুজার কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন 🛍️🎉
20/09/2025

✨ ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীরা পুজার কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন 🛍️🎉

এই মাত্র জয় বাংলা বিশ্বরোড এ এই মুরব্বিকে গোল্ডেন লাইন পরিবহন চাপা দিয়ে চলে গেছে। রোগীর অবস্থা বেশি ভালো না রোগীকে নগরকা...
20/09/2025

এই মাত্র জয় বাংলা বিশ্বরোড এ এই মুরব্বিকে গোল্ডেন লাইন পরিবহন চাপা দিয়ে চলে গেছে। রোগীর অবস্থা বেশি ভালো না রোগীকে নগরকান্দা হাসপাতালে পাঠানো হয়েছে, যদি কারো পরিচিত হয়ে থাকে নগরকান্দা হাসপাতালে যোগাযোগ করুন। পরিচয় পেতে সবাই বেশি বেশি শেয়ার করে দেই।

20/09/2025

এই মুহূর্তে ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।

16/09/2025

✨ আব্দুল আলিমের পাশে দাঁড়ান ✨

💔 আমার স্বামী আব্দুল আলিম ভয়াবহ ক্যান্সারে ভুগছেন। তাঁকে বাঁচাতে জরুরি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, যার খরচ প্রায় ৪০ লক্ষ টাকা। এতদিনে ধারদেনা করে চিকিৎসা চালিয়েছি, কিন্তু আর একা সম্ভব হচ্ছে না।

🙏 আমার দুই সন্তানের বাবাকে বাঁচাতে আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি—
👉 যার যতটুকু সামর্থ্য আছে দয়া করে সাহায্যের হাত বাড়ান।
👉 সাহায্য করতে না পারলেও অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন।

📌 সহযোগিতার জন্য:
বিকাশ: 01647210430 (Shetu)
নগদ: 01736040567 (Abdul Alim)

ব্যাংক: Abdul Alim Molla
20507770252256515
Islami Agent Bank, Gopaldi, Modhukali, Faridpur

অবশেষে ভাঙ্গাবাসীর জন্য সুখবর! 🎉জেলা প্রশাসকের সুপারিশে আলগী ও হামিরদী ইউনিয়ন আবারও ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার প...
16/09/2025

অবশেষে ভাঙ্গাবাসীর জন্য সুখবর! 🎉
জেলা প্রশাসকের সুপারিশে আলগী ও হামিরদী ইউনিয়ন আবারও ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পথে।

15/09/2025

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙচুর দেয়াল টোপকে পলালো উপজেলা কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন

ভাঙ্গা উপজেলা কৃষি অফিস।
15/09/2025

ভাঙ্গা উপজেলা কৃষি অফিস।

15/09/2025

আমরা কি মানুষ নই? পুলিশ ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়ার পরও তাদের মসজিদের ভেতরেই আক্রমণ করা হচ্ছে। পুলিশ আমাদের শত্রু নয় — তারা আমাদের বন্ধু। আক্রমণ বন্ধ করুন, সহযোগিতা করুন।

Address

Faridpur Dhaka
Faridpur
8703

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Faridpur:

Share