রূপকথার রাজ্য

রূপকথার রাজ্য আমি যা দেখি, তুমি কী তা দেখো ⁉️
(6)

20/07/2025

রাতের লাইভে আছি বন্ধু, এসো গল্প করি 🌹

অসময়েও শিউলি ফুল ফোটে তোমরা কী জানো ?  শিউলি ফুল কোনো পাত্রে ভিজিয়ে রাখলে অনেকদিন তাজা ভাব থাকে - এটা কি জানো? রাতে তোমা...
20/07/2025

অসময়েও শিউলি ফুল ফোটে তোমরা কী জানো ? শিউলি ফুল কোনো পাত্রে ভিজিয়ে রাখলে অনেকদিন তাজা ভাব থাকে - এটা কি জানো?

রাতে তোমাদের পানিতে ভেজানো শিউলি ফুল দিলাম । আসা রাখছি তোমাদের ঘুম খুব ভালো হবে । শুভরাত্রি।

খিচুড়ি, পোলাও, গরম ভাত---সবকিছুর সাথেই ইলিশভাজা ভালো লাগে, কিন্তু...... ইলিশ মাছ খাওয়া নিয়ে যে যাই বলুক, আমার  ডাল-ভাতে...
20/07/2025

খিচুড়ি, পোলাও, গরম ভাত---সবকিছুর সাথেই ইলিশভাজা ভালো লাগে, কিন্তু......
ইলিশ মাছ খাওয়া নিয়ে যে যাই বলুক, আমার ডাল-ভাতের সাথেই ইলিশভাজা বেস্ট লাগে !! একটা খাদলা থালায় বেশি করে ডাল নিয়ে, তাতে এক পিচ ইলিশভাজা---আহ্ !!
মাছভাজা পাঠালাম ; যাঁর যা দিয়ে খেতে ভালো লাগে খেয়ে নাও দিকিনি 🥰🥰🥰

আমার মতো ফুল দেখলে হুস হারান কে কে বলুন তো ?   তবে ফুল ছেঁড়া ভালো নয় ।  এ কথা শুনে আমাকে বলতেই পারেন -- '  তবে তুমি কেন ...
20/07/2025

আমার মতো ফুল দেখলে হুস হারান কে কে বলুন তো ? তবে ফুল ছেঁড়া ভালো নয় । এ কথা শুনে আমাকে বলতেই পারেন -- ' তবে তুমি কেন ফুল চুলে দাও ? '
আমি সেই ফুল তুলে নেই যে ফুল পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য ফোটে ।
সকালের শুভেচ্ছা গ্রহণ করুন 🌹

19/07/2025

বন্ধু এসো লাইভে আছি 🌹

রূপকথার জন্মের পরপরই আমার কী যে হয়েছিল ; শুধু ক্ষুধা লাগত !!   মনে হতো, এক গামলা ভাত খেলেও বোধহয় পেট ভরবে না !!  সেই সময়...
19/07/2025

রূপকথার জন্মের পরপরই আমার কী যে হয়েছিল ; শুধু ক্ষুধা লাগত !! মনে হতো, এক গামলা ভাত খেলেও বোধহয় পেট ভরবে না !! সেই সময় আমার খুব লজ্জা হতো নিজের খাওয়া দেখে ।

আমি জানলাম, বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর সব মায়েদেরই এমন হয় । কয়েক মাসের মধ্যেই ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছিল কিন্তু ......

রূপকথার বয়স তখনও এক বছর হয়নি, আমি তখন ঢাকায় ; চরম এক ক্ষুধার সন্ধান পেলাম !!

তখন সারাদিন বেশ কতগুলো টিউশনি করতাম ।

দুপুরের একটু পরপরই তিনটার দিকে একটা বাসায় পড়াতাম ।

দুপুরের খাবার খাওয়ার সময় পেতাম না ।
ক্ষুধাপেটে ছাত্রের বাসায় ঢুকতেই ওদের খাবারের ঘ্রাণে আমার পেট এমনভাবে মুচড়ে উঠত, মনে হতো এক গামলা গরম ভাত, সাথে মাংসের ঝোল যদি পেতাম !!
মজার ব্যাপার হলো, তখন আমার মাংসের টুকরো নয় , মাংসের আলু ভাতের সাথে কামড়ে খাওয়ার জন্য পা*গ*ল পা*গ*ল লাগত !!!

আমার সেই অভাবের সময় মাত্র তিম মাসের মাথায় হঠাৎ একদিন খেয়াল করেছিলাম, আমি মাংসের স্বাদ ভুলে গিয়েছি !!!

শুভ দুপুর ।

জীবনের প্রথম প্রেমের অনুভূতি একজন মানুষের সারা জীবনের হাজার কাজের ভেতর বেঁচে যাওয়া সময়টাতে জড়িয়ে থাকে ।   গভীর রাতে দম ব...
19/07/2025

জীবনের প্রথম প্রেমের অনুভূতি একজন মানুষের সারা জীবনের হাজার কাজের ভেতর বেঁচে যাওয়া সময়টাতে জড়িয়ে থাকে ।
গভীর রাতে দম বন্ধ ভাবটা কাটাতে বারান্দায় এসে দাঁড়ালে ---
কী এক অজানা কষ্ট এসে চেপে ধরে
বিষন্ন মন তখন আরও বিষন্ন হয়।
হাসনাহেনা গাছ কখনও রাতকে ঠকায় না,
সারারাত হাসনাহেনার মাতাল করা গন্ধ
বিষন্ন মনকে আরও একাকীত্বের ভরিয়ে দেয়।
বর্ষার এই সময়টা বড্ড বেহিসাবি।
এই বৃষ্টি হলো একটু ঠান্ডা ভাব আবার এই গরমের লুকোচুরি ।
চল্লিশোর্ধ্ব এক কিশোরী তখন বারান্দায়
কল্পনায় তার প্রথম প্রেমের প্রথম চিঠিটা পড়তে থাকে ---
কত ছোট ছিল সেই চিঠি !! কত ছোট!!
শুধু একটি বাক্য কেড়ে নিতে পারে কোন মানুষের একটি জীবন!

এক কিশোরী চল্লিশে এসেও সেই চিঠিটিই বারবার পড়ে ---- 'ঘুম হয়নি একদম'।

🌹 শুভ সকাল 🌹

কিছু একটা মনের মধ্যে আসে । পরমুহূর্তেই ভুলে যাই ।  বোকার মতো মস্তিষ্ক ও মনের আনাচে কানাচে হারিয়ে যাওয়া কথা খুঁজতে খুঁজতে...
18/07/2025

কিছু একটা মনের মধ্যে আসে । পরমুহূর্তেই ভুলে যাই ।
বোকার মতো মস্তিষ্ক ও মনের আনাচে কানাচে হারিয়ে যাওয়া কথা খুঁজতে খুঁজতে ক্লান্ত বোধ করি!!
আপনাদেরও কি এমন হয় !! ??

বিকেলের শুভেচ্ছা নিন ।

চা আর চালভাজা খেতে চাইলে চলে আসুন।

ছোটোবেলায় আমি পুতুল দিয়ে খুব একটা খেলিনি।আমি ছিলাম একটু গেছো টাইপের । দেখতে কুচকুচে কালো ও প্রচন্ড চিকন তাই মা, খালা বা ...
18/07/2025

ছোটোবেলায় আমি পুতুল দিয়ে খুব একটা খেলিনি।
আমি ছিলাম একটু গেছো টাইপের । দেখতে কুচকুচে কালো ও প্রচন্ড চিকন তাই মা, খালা বা মুরুব্বীদের আড্ডায় আমাকে নিয়ে প্রথম যে কথা বলা হত -- " আইরিশ তো একেবারে কালো হয়েছেরে ওর চৌদ্দগুষ্টির মতন! '
আমার মা বা নানুবাড়ির লোকেরা বোধহয় এইসব কারণেই আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পছন্দ করতেন না।।
আর আমিও কেমন যেন মানুষের কাছাকাছি না থেকে গাছের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করতাম ।

সেবার আব্বু বিদেশ থেকে কথা বলা পুতুল ও ব্যাটারীতে চলা উড়োজাহাজ ও গাড়ি নিয়ে এসেছিল ।
আমার বোনের ভাগে পরলো পুতুল কারন আমার বোন পুতুলের মতো সুন্দর তাছাড়া শান্ত ও তাই পুতুলটা তারই । নানুবাড়ির সবার সিদ্ধান্তই আমার মায়ের কাছে গ্রহনযোগ্যতা পেত ।

বিদেশি কথা বলা পুতুল সন্তানের সাথে থাকলে দেখতে বেশ ভালো লাগে তাছাড়া সমাজেও একটু আলাদা ভাব আসে। বোনকে নিয়ে নানুবাড়ির লোকেরা কোথাও ঘুরতে নিয়ে গেলে পুতুলটাকেও সাথে নিয়ে যেত 🥰

এদিকে আমার বিদেশি প্লেইন, গাড়ি.. চলে গেল মায়ের সো কেসে কারন আমি ঐ দামী খেলনা নষ্ট করে ফেলবো । তাছাড়া সোকেজে দামী খেলনা সাজানো থাকলে সোকেজের মান বাড়ে ।

বছরে হঠাৎ যখন সোকেজ পরিষ্কার করা হতো আমি গাড়িগুলো ছুঁয়ে দেখতাম ।

আলমারিতে থাকতে থাকতে কবে যে ঐসব খেলনায় জং ধরেছে আমার মনে নেই.... লাল খেলনা গাড়িটা ছিল ফায়ার ব্রিগেডের গাড়ি -- গাড়ির উপর একটা মই ছিল ।

মানুষের অতীত মানুষের পিছু ছাড়ে না । আমার মনে কত শত গল্প শুধু হেঁটে বেড়ায় নিঃশব্দে ।

নাতি-নাতনীদের সাথে পুতুল খেলবো ভবিষ্যতে । আমি বাচ্চাদের সাথে খুব মিশতে পারি একেবারে বাচ্চাদের মতো । আপনার ছোটোবেলার খেলনার কথা মনে আছে?
শুভ সকাল ।

17/07/2025

কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আনন্দে আজকের লাইভ 🥰

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ Thank you Facebook .  ধন্যবাদ আপনাদের  জানাচ্ছি কারন আপনারা আমাকে সীমাহীন ভ...
17/07/2025

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Thank you Facebook . ধন্যবাদ আপনাদের জানাচ্ছি কারন আপনারা আমাকে সীমাহীন ভালোবাসা দিয়েছেন । অশেষ কৃতজ্ঞতা আমার ভাই ও বোনেরা তোমাদের সকলকে ।

16/07/2025

রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when রূপকথার রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপকথার রাজ্য:

Share

Category