রূপকথার রাজ্য

রূপকথার রাজ্য আমি যা দেখি, তুমি কী তা দেখো ⁉️
(8)

10/10/2025

চলো গল্প করি, বন্ধু তৈরি করি

একটু পরেই গল্প হবে লাইভে ।  সময় থাকলে চলে আসবেন ।  শুভরাত্রি।
10/10/2025

একটু পরেই গল্প হবে লাইভে । সময় থাকলে চলে আসবেন । শুভরাত্রি।

যতই পছন্দের খাবার খাই না কেন কাঁচা মরিচ ছাড়া খাওয়াটা ঠিক জমে না ।  মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো সালাদ খাবারের থালায় থাকলে...
10/10/2025

যতই পছন্দের খাবার খাই না কেন কাঁচা মরিচ ছাড়া খাওয়াটা ঠিক জমে না ।
মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো সালাদ খাবারের থালায় থাকলেও আমার খাবারের সাথে আলাদা কাঁচামরিচ কচ কচ করে কামড়ে খেতে ভালো লাগে।

শুভ দুপুর

10/10/2025

জটিল একটা প্রশ্ন রেখে গেলাম 🤣

#রূপকথাররাজ্য

মজার একটা কথা বলি  --  কেউ যদি লুকিয়ে আমাদের মা-মেয়ের কান্ড কারখানা দেখে তাহলে হাসবে ।  বাইরে বের হওয়ার সময় রূপকথা কত দ্...
10/10/2025

মজার একটা কথা বলি -- কেউ যদি লুকিয়ে আমাদের মা-মেয়ের কান্ড কারখানা দেখে তাহলে হাসবে ।

বাইরে বের হওয়ার সময় রূপকথা কত দ্রুত আমাকে রেডি করে দেয় এটা দেখার মতো !!

মা এই তোমার জামা-এটা পর ... চুল বাঁধলে কেন ছেড়ে দাও... ঠোঁটে একটু লিপস্টিক দাও.... রাজ্য আমার ব্যাগে পানির একটা বোতল দাও তো-মা বাইরে বের হলেই গলা শুকিয়ে যায়..... এবং
খুব দ্রুত একটা ছাতা ব্যাগে ভরে নেয় যাতে বাইরে রোদ থাকলে আমার মুখে রোদ না লাগে কারন রোদে তার মায়ের মুখ পুড়ে কালো হয়ে যাবে আর মাথা ব্যাথা হবে ..... অথচ

নিজে চুলটাও ঠিকমতো আঁচড়াবে না । জামাকাপড়ে ছবি আঁকার রঙ লেগে থাকে ।

ওর সাথে তোলা বেশিরভাগ ছবিগুলোতেই আমাকে মনে হয় সেজে আছি আর আমার মেয়ে....

আল্লাহ মানুষ কে সবকিছু দেন না।
আমাকে একটা প্রচণ্ড টেনশনের জীবন দিয়েছেন কিন্তু ভালোবাসায় মোড়ানো একটা পরিবার দিয়েছেন - আলহামদুলিল্লাহ ।

আপনাদের দিনটি শুভ হোক - শুভ সকাল।

09/10/2025

প্রতিবেশীর কাছ থেকে কি উপহার পেলাম

#রূপকথাররাজ্য

নায়িকা শাবানার সংসার আবার শুরু করলাম 🥰 বহু বছর পর সেলাই মেশিনে আবার কাজ করছি ।  রূপকথাকে নিজের হাতে ফতুয়া বানিয়ে দিচ্ছ...
09/10/2025

নায়িকা শাবানার সংসার আবার শুরু করলাম 🥰 বহু বছর পর সেলাই মেশিনে আবার কাজ করছি ।

রূপকথাকে নিজের হাতে ফতুয়া বানিয়ে দিচ্ছি সেই ছোটবেলার মতন 🥰

আমার পা ফোলা রোগের কারণে মেশিনে বহু বছর কাজ করিনি ।

আমার দুহাত কত রকমের কাজ যে করেছে এই জীবনে !!
বিকেল শেষ হওয়ার আগেই ফতুয়াটা শেষ করে আমার রূপকথা কে পরিয়ে দিব ইনশাআল্লাহ।

শুভ বিকেল।

09/10/2025

'প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে'

#রূপকথাররাজ্য

শেষ না হওয়া কোন অনুভূতি বা স্মৃতি আমাদের অবচেতন মনে বারবার হয়তো কাজ করে তাই বয়স বেড়ে গেলেও কিছু কিছু মানুষ খুব কিশোর ক...
09/10/2025

শেষ না হওয়া কোন অনুভূতি বা স্মৃতি আমাদের অবচেতন মনে বারবার হয়তো কাজ করে তাই বয়স বেড়ে গেলেও কিছু কিছু মানুষ খুব কিশোর কিশোরীদের মতো আচরন করে ।
এটা মানুষ করতেই পারে।

কিন্তু মধ্যবয়সে এসেও কিছু কিছু মহিলা অমুকের স্বামীকে এমনভাবে ব্রেইন ওয়াশের তা-না বানা করে বা এমন টাইপের কথা বলে যেন ঐ পুরুষটি বোঝেন যে তার স্ত্রী আসলে মানুষটির যোগ্যই না 🧐

অথবা....

কিছু মহিলাকে কেউ কেউ এমনভাবে প্রশংসা করে মনে হয় নিজের বৌ কে না পেয়ে যদি বিয়ের আগে এই মহিলাকে পেত তাহলে তার জীবন হোতো অন্যরকম 😎

অথচ......

বাস্তবতা হলো এইসব মানুষ যতই সঙ্গী পাল্টানোর ধান্ধাবাজি করুক আসলে তারা (.....) এদের কোনো বিশেষনে বিশেষিত করা যায় না ।

মাইনষের লুচ্চামি দেখলে আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না ।

আমার কাছের এক বন্ধুর জীবনে যে ঝড় চলছে কাছ থেকে দেখছি । একটা বাচ্চা নিয়ে বন্ধু বাধ্য হয়েছে একা থাকতে । জানিনা এসব নোংরা মানসিকতার প্রকাশে ওর সংসারটা টিকবে কিনা।

আপনাদের দিনটি শুভ হোক - শুভসকাল। 🌿

এখনকার বাচ্চারা জিন-ভূত চেনে না -- আফসোস !! ছোটবেলায় রাত হলেই আমরা ভূতের ভয়ে কেমন লক্ষী হয়ে যেতাম !!  খাটের নিচের ভূত...
08/10/2025

এখনকার বাচ্চারা জিন-ভূত চেনে না -- আফসোস !!

ছোটবেলায় রাত হলেই আমরা ভূতের ভয়ে কেমন লক্ষী হয়ে যেতাম !! খাটের নিচের ভূত , বাথরুমের ভূত, আয়নার ভূত , তেঁতুল গাছের ভুত......

জিন-ভূতে বিশ্বাস করেন ?

এমন কোনো অস্বাভাবিক কিছু দেখেছেন যার ব্যাখ্যা কখনও পাননি ⁉️⁉️⁉️

08/10/2025

আমার মেয়ে কী করে শাড়ি আঁকে - কিছু টেকনিক শিখিয়ে দিলাম 🥰 #রূপকথাররাজ্য

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when রূপকথার রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপকথার রাজ্য:

Share

Category