রূপকথার রাজ্য

রূপকথার রাজ্য আমি যা দেখি, তুমি কী তা দেখো ⁉️
(7)

01/12/2025

ফরিদপুরের বিখ্যাত খাঁটি খেজুরের গুড়ের সন্ধান পেয়ে যাবেন আজকের ভিডিওতে 🥰🥰 #রূপকথাররাজ্য #ফরিদপুরেরবিখ্যাতখাঁটিখেজুরেরগুড়

আমাদের আমলে নববর্ষের আগের রাতেই এলাকার  ছেলেপুলেরা সবার নামে একটা করে খেতাবি নাম দিয়ে লিস্ট লাগিয়ে দিত । ভোরে এলাকার মোড়...
01/12/2025

আমাদের আমলে নববর্ষের আগের রাতেই এলাকার ছেলেপুলেরা সবার নামে একটা করে খেতাবি নাম দিয়ে লিস্ট লাগিয়ে দিত ।

ভোরে এলাকার মোড়ে মোড়ে টানানো থাকতো সেই লিস্ট ।
যেমন : রিনা - ( নায়িকা মৌসুমি) তুমি একটা মডেল
রনি ( হিরো) নায়ক নায়ক ভাব নায়িকার অভাব।

লিস্টে সেই সব মেয়েদের সুন্দর নাম দেওয়া হতো যাদের সাথে এলাকার কোনো না কোনো ছেলেদের ভাব-ভালোবাসা, বন্ধুত্ব বা ভাই আছে ।

আর....... আমার মতো মেয়ে -- যারা এলাকার কোনো ছেলের সাথে প্রেম তো দূরের কথা, কোনো ছেলেকে পাত্তা দিতাম না বা যাদের ভাই নাই-তাদের নাম যে কী হতো সেই সরমের কথা আজও বলতে সরম লাগে !! 🤭🤭🥰🥰

পৃথিবীর যত পঁচা খেতাব আমার ভাগ্যে পরতো ।

কত সুন্দর সুন্দর নাম এলাকার প্রেম-ট্রেম করা মেয়েরা পেত !! ...... আহারে 🤭🤭🥰🥰

আচ্ছা, ফিরে যাওয়ার সুযোগ থাকলে আপনি আপনার জীবনের কোন বয়সে ফিরে যেতে চাইতেন ⁉️

30/11/2025

মাত্র ২০ টাকার চপ ও ছোলা মাখা

#রূপকথাররাজ্য

বটবৃক্ষ, যার নাই সেই শুধু জানে বা বোঝে ফল না দিলেও এই বৃক্ষের ছায়া কতটা মূল্যবান ।                     🍂 শুভ সকাল 🍂
30/11/2025

বটবৃক্ষ, যার নাই সেই শুধু জানে বা বোঝে ফল না দিলেও এই বৃক্ষের ছায়া কতটা মূল্যবান ।

🍂 শুভ সকাল 🍂

29/11/2025

মন ভালো হয়ে যাবে 🥰

#রূপকথাররাজ্য

29/11/2025

মাটির ডোয়ার ঘর কতদিন পর দেখলাম❗

#রূপকথাররাজ্য

আমি হয়তো আমি নই , যদি আমিই হতাম তবে আমার দুঃখ থাকতো, কষ্ট থাকতোএকটা বড় দীর্ঘশ্বাস থাকতো দু-চোখ জুড়ে ক্লান্তি থাকতো । আমি...
29/11/2025

আমি হয়তো আমি নই , যদি আমিই হতাম
তবে আমার দুঃখ থাকতো, কষ্ট থাকতো
একটা বড় দীর্ঘশ্বাস থাকতো
দু-চোখ জুড়ে ক্লান্তি থাকতো ।

আমি হয়তো আমি নই
এই আমি এমন নই ।

সুস্থ ও সুন্দর থাকুন শরীর ও মনে । শুভ সকাল।

29/11/2025

খেজুরের গুড় বানাই লাইভে

29/11/2025

লাইভে খেজুরের গুড় বানানো হচ্ছে

সবাই কে সবিনয় নিবেদন এই যে , আমি গুড়ের দাম আপনাদের জানিয়ে দিচ্ছি ।  সবচাইতে ভালো মানের খেজুরের গুড় ৬০০ টাকা কেজি ।  এখন ...
28/11/2025

সবাই কে সবিনয় নিবেদন এই যে , আমি গুড়ের দাম আপনাদের জানিয়ে দিচ্ছি । সবচাইতে ভালো মানের খেজুরের গুড় ৬০০ টাকা কেজি ।

এখন আপনাদের যাঁদের মনে হয় আপনি বাজার থেকে একটু কম দামে কিনেছেন তাহলে শুনুন ---
বাজারে প্রায় চার পাঁচ রকমের দামে গুড় পাওয়া যায়।
সাধারণ মানের গুড়েরও রকমফের আছে ।

অন্যান্য পেইজের ভালো গুড়ের দাম একটু যাচাই করলেই ক্লিয়ার হয়ে যাবেন ।

আর...
গুড - বেটার - বেস্ট বলে একটা ব্যাপার থাকে ।

ডেলিভারি চার্জও কেজি প্রতি বেড়ে যায় এটা আমার হাতে নেই কারণ পাঠাওতে পাঠানো হয়।

তারপরও কথা থাকে -- আমি নিজে গাছি নই বা নিজ হাতে গুড় বানাই না । তবে নিজ জ্ঞানে ভালো গুড় পাঠিয়ে দিবো গতবারের মতো ঠিক যতটুকু পারবো ততটুকু ।

এতকিছু জেনেও প্রথম দিন অর্ডার এসেছে প্রায় আধ মন -- আলহামদুলিল্লাহ ।

দোয়ায় রাখবেন । শুভরাত্রি ।

28/11/2025

ফরিদপুরের বিখ্যাত খেজুরের গুড় নিতে চাইলে ইনবক্স করুন

#রূপকথাররাজ্য #খেজুরেরগুড়

প্রথম যিনি অর্ডার করবেন তিনি আগে পাবেন।  যাঁরা এই গুড় একবার খেয়েছেন তাঁরা যানেন খাঁটি  খেজুরের গুড় চকলেটের মতো খাওয়া যায়...
28/11/2025

প্রথম যিনি অর্ডার করবেন তিনি আগে পাবেন।

যাঁরা এই গুড় একবার খেয়েছেন তাঁরা যানেন খাঁটি খেজুরের গুড় চকলেটের মতো খাওয়া যায় 🥰 😋

এত্ত মজা 😋😋

রস জ্বাল দেওয়ার পর এমনিতেই খাঁটি গুড় অল্প হয়। তার উপর গাছ থেকে রস এখনো সেভাবে পরতে শুরু করেনি ।

গতবছর যাঁদের গুড় দিতে পারিনি এবার সিরিয়াল ধরে গুড় পাঠাবো ইনশাআল্লাহ 🥰

আমি ফরিদপুর আছি আর...

আমার ভাইবোনরা
খাঁটি গুড়ের স্বাদ পাবেনা
তা হবে না, তা হবে না 🥰🥰

শুভ সকাল।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when রূপকথার রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপকথার রাজ্য:

Share

Category