updatebd24.com

updatebd24.com সত্য প্রকাশে দৃঢ় প্রত্যয়।

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে আহতের অবস্থা ভয়াবহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং নিহতদের পরিবারকে শোক সইবার ধৈর...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে আহতের অবস্থা ভয়াবহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং নিহতদের পরিবারকে শোক সইবার ধৈর্য দান করুন। আমিন।

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

(দ্রুত ছড়িয়ে দিন)

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?পুড়ে মারা যাওয়া... পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল...
21/07/2025

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?

পুড়ে মারা যাওয়া...

পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল পাঠাতে শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ঝলসে গেছে বহু শিক্ষার্থী। এখন পর্যন্ত কতজন মারা গেছে, তা নিশ্চিত না।

আহতদের বাঁচাতে রক্ত লাগবে, সবাই দয়া করে এগিয়ে আসুন।

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্ত হয়েছে,  উক্ত বিমান বিধ্বস্তের ঘটনায় একটা মানুষের শরীরের কি অবস্থা হয়েছে !...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্ত হয়েছে,

উক্ত বিমান বিধ্বস্তের ঘটনায় একটা মানুষের শরীরের কি অবস্থা হয়েছে ! আহ্ কি পরিমাণ যন্ত্রণাদায়ক মৃ"ত্যু 🥲 হে আল্লাহ যারা আহত হয়েছে তাদের জীবনকে আপনি সহজ করে দিন , আর যারা মৃ"ত্যুবরণ করেছেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন আমিন।।

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
18/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, ⬇️⬇️⬇️⬇️

07/07/2025

ফিলিস্তিনিরা বলছে, ক্রমবর্ধমান দুর্ভিক্ষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া ছাড়া তাদের আর কোন বিকল্প নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যান অনুসারে, গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় খাবার পেতে গিয়ে ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নি*হ*ত হয়েছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত ত্রাণ তাদের পরিবারকে খাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠছে, তাই সাহায্যপ্রার্থীদের উপর হা*ম*লা চালানো হচ্ছে।
“মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ছে। মানুষ খাদ্যের রেশন দিচ্ছে। অনেক পরিবার খাচ্ছে না।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন! না ফেরার দেশে চলে গেলেন শেষ ঠিকানার কারিগর ‘মনু মিয়া’, অর্ধশত বছরে যিনি খুঁড়েছে...
28/06/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন! না ফেরার দেশে চলে গেলেন শেষ ঠিকানার কারিগর ‘মনু মিয়া’, অর্ধশত বছরে যিনি খুঁড়েছেন ৩ হাজারেরও বেশি কবর,তার কবর খুড়বে আজ অন্যকেউ!

প্রায় তিরিশ বছর আগে বানানো এই B-2 প্লেন গুলো পৃথিবীর সব চাইতে দামী ফাইটার জেট।মাত্র ২১ টা বানানো হয়েছে, একেকটা বানাতে ...
26/06/2025

প্রায় তিরিশ বছর আগে বানানো এই B-2 প্লেন গুলো পৃথিবীর সব চাইতে দামী ফাইটার জেট।

মাত্র ২১ টা বানানো হয়েছে, একেকটা বানাতে খরচ ২ বিলিয়ন ডলার। এগুলো আমেরিকার মাটি বা টেরিটোরি থেকে উড়ে সারা পৃথিবীর যেকোন খানে হামলা করে ফিরে আসতে পারে।

দুই জন পাইলট থাকে একেকটার ভেতর। একেকটা বোম্বিং ফ্লাইট ৪৭ ঘণ্টা লম্বাও হতে পারে এক টানা।

এই প্লেনে কোন বাথরুম নেই।

ছোট ছোট ব্যাগে পেশাপ করে জমিয়ে রাখে পাইলট দুজন। মেপে মেপে পানি খায়। ছোট ছোট প্যাকেটে খাবার থাকে। সেগুলো খায়।

হাগু করার সময় একজন সিট থেকে উঠে গিয়ে ছোট্ট একটা কেমিকেল পটিতে হাগু করে সিটে এসে বসে। কাজের সময় কোন ওয়াল বা প্রাইভেসি থাকে না।

দুই পাইলটের সিটের পেছনে ছোট্ট একটা বেড আছে, যেখানে একজন ঘুমায় অন্যজন প্লেন চালায়।

হাঁটার জায়গা নেই, জাস্ট দাঁড়ানো যায়।

এই প্লেনে পাইলটরা জাস্ট উঠে রওনা দেয়, জানেই না কোথায় যাচ্ছে বা কোথায় যেতে হবে অনেক সময়।

ওদেরকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় মিশনের কিছু দিন আগে থেকে, মিশনের দিন সকালে প্লেনে উঠিয়ে দিয়ে বলা হয় আকাশে উঠে কোন এক দিকে চলে যাও।

মিশনের ঠিক আগে দিয়ে জানানো হয় ঠিক কোথায়, কি কাজটা করতে হবে।এইবার ইরানের আক্রমণের সময় দুই দল প্লেন দুই দিকে উড়ানো হয়।

যেই দলটা ইরানে আক্রমণ করে সেখানে অন্তত একজন নারী পাইলট ছিল এই মিশনে। সে কিভাবে কি করলো উপরের বর্ণনার আলোকে এটা ভেবে কিছুটা অস্থির হয়ে যেতে পারে কোন কোন পাঠক অন্তত খানিক ক্ষণ।

✍️ updatebd24.com

ভাই রে ভাই…এই জাতটার শরীরে হাড়-গোড় নাই, বুকভরা শুধু আ’গুন আর কলিজা! পারস্যের র/ক্তে ভয়ের কোনো স্থান নেই। দ্বিতীয় বিশ্বযু...
23/06/2025

ভাই রে ভাই…

এই জাতটার শরীরে হাড়-গোড় নাই, বুকভরা শুধু আ’গুন আর কলিজা! পারস্যের র/ক্তে ভয়ের কোনো স্থান নেই। দ্বিতীয় বিশ্বযু’দ্ধের পর কেউ সাহস করেনি আ’মেরিকার দিকে এমন চোখ তুলে তাকাতে—ইরান তাকিয়েছে না শুধু, ঘুঁষি মেরে দিয়েছে।

"ম’রলে মরবো, কিন্তু সম্মানে একচুল ছাড় না!" — এই যেন ই’রানের শপথ।

যখন খা’মেনি মধ্যপ্রাচ্যের সব দেশে আমে’রিকান ঘাঁটির ওপর হামলার নির্দেশ দিলেন, তখন তিনি নিজের জীবনকে নয়, পুরো জাতির ইতিহাসকে একটা ক’ফিনে ভরে বললেন— "চলো, ম’রতে ম’রতে বেঁচে যাই!"

এইটা তো যু’দ্ধ না ভাই, এইটা আত্মমর্যাদার মিছিল।

আমরা মুসলমান, আমরা পারস্য—আমরা কারো গোলাম না। হাজার বছরের ইতিহাসের কোনো পাতায় হার লেখা নাই, এবারও লেখা হবে না।

কনসিকুয়েন্স? কে কতো ম’রে, কার কী উড়ে যায়, সেটা বড় কথা না। বড় কথা হলো—খা’মেনি অলরেডি জিতে গেছেন। তিনি ট্যা’বু ভেঙে দিয়েছেন, ভ’য়কে গলা টিপে মে’রেছেন।

এই সাহস, এই আত্ম/ত্যাগ, এই বুকের পাটা—এটাই তো জাতাভিমান! ❤️

সৌদির পররাষ্ট্রমন্ত্রী -ফয়সাল বিন ফরহাদ আল সৌদ।
23/06/2025

সৌদির পররাষ্ট্রমন্ত্রী -ফয়সাল বিন ফরহাদ আল সৌদ।

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি "আল উদেইদ" কয়েকদিন আগে খালি করা হয়েছে।অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ ১১ জুন থেক...
23/06/2025

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি "আল উদেইদ" কয়েকদিন আগে খালি করা হয়েছে।

অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ ১১ জুন থেকে শুরু হয়েছিল এবং ১৭ জুন পর্যন্ত, সমস্ত মার্কিন বিমান ঘাঁটি থেকে প্রত্যাহার করা হয়েছিল।

কাতারের আমির-  তামিম বিন হামাদ আলে সানি।
23/06/2025

কাতারের আমির- তামিম বিন হামাদ আলে সানি।

Address

Dhaka
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when updatebd24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to updatebd24.com:

Share