বাংলাদেশ হিন্দু নিউজ ফরিদপুর বিভাগ

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • বাংলাদেশ হিন্দু নিউজ ফরিদপুর বিভাগ

বাংলাদেশ হিন্দু নিউজ ফরিদপুর বিভাগ বাংলাদেশ হিন্দু নিউজ ফরিদপুর বিভাগ,
সত্যি নিউজ,সঠিক ধর্মের সত্যি তথ্য!!
সাথেই থাকুন,অনেক কিছু জানতে পারবেন ❤️
জয় গুরু🙏🙏🙏

27/04/2025

গোপালগঞ্জের হিন্দু মেয়ে আর চাঁদপুরের মুসলিম মেয়ে👈❤️
ছেলেদের ভালো লাগে না👈❤️
আমরা দু'জনে দু'জনকে বিয়ে করেছি👈❤️
#হিন্দু #সনাতন

বর্তমান সময়েও জাত-পাতের জালে জলাঞ্জলি মোটেও কাম্য নয়‼️মেয়েটি যদি ধর্মান্তরিত হতো তাহলে এভাবে নিয়ে যাওয়ার সাহস পেতো?...
26/04/2025

বর্তমান সময়েও জাত-পাতের জালে জলাঞ্জলি মোটেও কাম্য নয়‼️মেয়েটি যদি ধর্মান্তরিত হতো তাহলে এভাবে নিয়ে যাওয়ার সাহস পেতো???

উল্লেখ্য, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পঃ বাইনচুটকীর সুশীল চন্দ্র দাসের ছেলে অনুপ চন্দ্র দাস একই উপজেলার কাকচিরার উত্তম কর্মকারের মেয়ে স্বস্তিকা কর্মকারকে ধর্মীয় রীতি মেনে ছেলে ও মেয়ের দুজনের মতামতে বিয়ে করেছে।কিন্তু মেয়ের পরিবার ছেলেকে জামাই হিসেবে মেনে নেয়নি। ছেলে নিচু জাত বলে জোর করে ছেলের কাছ থেকে মেয়েকে নিয়ে গেছে!

মেয়ে জোর করে নিয়ে আত্মগোপনে রেখে দিয়েছে বলে অভিযোগ উঠেছে! অনুপ চন্দ্র দাস বলছে তাঁর বিবাহিত স্ত্রী স্বস্তিকা দাসকে না পেলে আত্মহত্যা করবে হুঁশিয়ারি দিয়েছে! অনুপ চন্দ্র দাস আত্মহত্যা করলে, এই অপমৃত্যুর দায়ভার কে নিবে?? অনুপ চন্দ্র দাসের বিবাহিত স্ত্রীকে জোর করে নিয়ে আত্মগোপনে রাখার পক্ষে যারা জড়িত তাঁরাই আসামি হবে, যদি অনুপ চন্দ্র দাস আত্মহত্যা করে!

মেয়ের পরিবারকে বলতে চাই আপনাদের মেয়ে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করলে আপনাদের মেয়েকে উঠিয়ে আনতে পারতেন?পারতেন না, তাই বলি কুসংস্কার/গোরামি এবং জাত-পাত ভুলে মেয়ে জামাইকে মেনে নেন।

পোস্টটি শেয়ার এবং সর্বোচ্চ প্রতিবার হোক! সকলের শুভ বুদ্ধির উদয় হোক! জাত-পাত বর্ণবাদ মুক্ত হিন্দু সমাজ চাই...... #হিন্দু #সনাতন

25/04/2025

ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করা আরাম আর কোকাকোলা হারাম🙄🙄🥴🫣😂😂👈👈

19/04/2025

যেমন কর্ম তেমন ফল!! ধ/র্ম পরি/বর্তন করে খুব বেশি ভালো থাকা যায়না বারেবারে প্রমাণিত!!

#সনাতন

17/04/2025

আমার বাবা জনাব কান্তি লাল আচার্য্য।
তিনি ৩৫ বছর ধরে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। গতকাল ১৬.০৪.২৫ তারিখে কোনো প্রমাণিত অভিযোগ ছাড়াই তাঁকে বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। বাবার অপরাধ কী, সমস্যাটাই বা কী, কিছুই বলা হয়নি।

জানেন, স্কুলে ঝামেলা শুরুর আগেই বাবাকে বারণ করা হয়েছিল স্কুলে যেতে। বলা হয়েছিল, “স্কুলে গেলে অপমানিত হতে হবে।”
বাবা জবাবে বলেছিলেন, “আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো অপরাধ নেই। যদি আমাকে পদ থেকে সরে যেতে বলা হয়, আমি নির্দ্বিধায় সরে যাব। তবুও আমি স্কুলে যাব। আমি কেন পালিয়ে বেড়াব। কেউ যদি আমার অপরাধের প্রমাণ দিতে পারে, দিক।”

পদত্যাগ করার আগেও স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবুও বাবা ছিলেন নির্ভীক। তাঁকে জোর করে একটি কাগজে সই করতে বলা হয়েছিল যেখানে লেখা ছিল, দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
বাবা স্পষ্ট বলেছিলেন, আমি কোনো দুর্নীতি করিনি। এই পৃষ্ঠায় আমি সই করব না। আমি স্বাভাবিকভাবে পদত্যাগ করছি।
সে সময় বাবাকে একদল মানুষ মারধরের চেষ্টা করেছিল।

পরে আরেকটি কাগজে লেখা হয়, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

কি চমৎকার, তাই না। আমার বাবা কত মানুষকে ঘরে বসিয়ে পড়িয়েছেন, কতজনকে বিনামূল্যে শিক্ষাদান করেছেন, কতজনের ফি মওকুফ করেছেন। আজ সেই শিক্ষকের এই পরিণতি।
বাবা এখন অসুস্থ। বিশ্বাস করুন, আমরা কেউই মেনে নিতে পারছি না যে ৩৫ বছর শিক্ষকতা করার পর একজন মানুষের এমন অপমানজনক পরিণতি হতে পারে।

আপনারা এমন আচরণ করেছেন যেন একজন জীবন্ত মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এতদিন অন্যদের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখেছি, আজ আমার বাবার সঙ্গে ঘটলো।

জানেন, আমরা মেয়েরা বাবার অপমানের সেই ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। ভাবুন, উনি শুধু একজন শিক্ষক নন, উনি আমাদের বাবা।
আপনার বাবার সঙ্গে যদি এমন হতো, আপনি কেমন অনুভব করতেন?

একজন শিক্ষকের এই অপমান। পৃথিবীতে একমাত্র আমরা, এই হীন মানসিকতার জাতিই, শিক্ষকদের এভাবে বারবার অপমান করি।
আজ আমাদের সঙ্গে হয়েছে, কাল হয়তো এই মবই এসে অন্যের ঘরে দাঁড়াবে।

ঈশ্বর কাউকে ছেড়ে দেন না ভাই।
বিশ্বাস করুন, বাবার দীর্ঘশ্বাস, চোখে থাকা আতঙ্কের ছায়া, এগুলোর ফল কখনোই ভালো হয় না।

ভাবনা আচার্য্য

#সনাতন

17/04/2025

দেশে যদি এই মহিলার মতো ৫০% মুসলিম মহিলারাও প্রতিবাদ করতো, তাহলে মোল্লারা গর্তে
ঢুকে যেতো।

কতবড় সাহস জিজ্ঞেস করে, আপনি টিপ পরেছেন কেন? আপনি কি হিন্দু?

If even 50% of Muslim women in the country protested like this woman, the Muslim clerics would have gone into hiding.

How dare they ask, ‘Why are you wearing a bindi? Are you Hindu?
#সনাতন

ইনি "রূপচাঁদ মন্ডল"। মুর্শিদাবাদের ধূলিয়ান ঘাট থেকে এই বৃদ্ধ মাঝি সেই রাতের অন্ধকারে অক্লান্তভাবে অন্তত ২০ বার খেয়া পা...
17/04/2025

ইনি "রূপচাঁদ মন্ডল"।
মুর্শিদাবাদের ধূলিয়ান ঘাট থেকে এই বৃদ্ধ মাঝি সেই রাতের অন্ধকারে অক্লান্তভাবে অন্তত ২০ বার খেয়া পারাপার করে নারী ও শিশু সহ কয়েকশো মানুষকে নদীর ওপারে মালদা জেলার বৈষ্ণবনগরে সুরক্ষিত নদীচরে পৌঁছে দিয়েছিলেন।
সে রাতে প্রাণভয়ে ভীতসন্ত্রস্ত ধূলিয়ানবাসীর কাছে ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন "রূপচাঁদ মাঝি"।
প্রণাম আপনাকে 🙏🏻
#সনাতন

ব্রেকিং নিউজ ‼️অবশেষে জামিনে মুক্তি পেলেন বরিশালের হি #ন্দু নি #র্যা #তনের বিরু #দ্ধে প্রতি #বাদী কন্ঠস্বর শ্রী বিধান চন...
17/04/2025

ব্রেকিং নিউজ ‼️
অবশেষে জামিনে মুক্তি পেলেন বরিশালের হি #ন্দু নি #র্যা #তনের বিরু #দ্ধে প্রতি #বাদী কন্ঠস্বর শ্রী বিধান চন্দ্র দাস।

17/04/2025

ব্রেকিং নিউজ ‼️
বগুড়ায় মন্দিরে প্রতিমা ভা*ঙ*চুরের চেষ্টা, ৪ লাখ টাকা লুট‼️
বিস্তারিত কমেন্টে👇

কেউ কি কখনো কল্পনা করবে এই মেয়ে ধর্মান্তরিত হবে। যে মেয়ে পূজায় ভক্তি মুলক ধর্মীয় গান পরিবেশন করে মানুষকে মুগ্ধ করেছে।  য...
13/04/2025

কেউ কি কখনো কল্পনা করবে এই মেয়ে ধর্মান্তরিত হবে। যে মেয়ে পূজায় ভক্তি মুলক ধর্মীয় গান পরিবেশন করে মানুষকে মুগ্ধ করেছে। যারা ভিতর ধর্মীয় জ্ঞান থাকার পরে ও কিভাবে এই মেয়ে রিলেশনে গিয়ে ধর্মান্তরিত হয়।😲😒

13/04/2025

শহর বনগাঁ🤔
কুসুমে কুসুমে মিলন ঘটাতে দুয়ারে ভাইজান✌️
কে কোন পাটি করো সেটা বড় কথা না সজাগ না হলে কোন হিন্দু এদের থেকে ছাড় পাবে না 😢

13/04/2025

মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রা*ণভ*য়ে নদী পার করে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন আক্রা*ন্ত সনা*তনীরা। 😢😢

স্থানীয় হিন্দুরা তাদের পাশে দাঁড়িয়েছেন 🙏

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ হিন্দু নিউজ ফরিদপুর বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share