Travel with Sadi

Travel with Sadi ইতিহাসের পথে একসাথে — হারিয়ে যাওয়া কাহিনি থেকে অনন্য স্থাপত্যের গল্প, সবই পাবেন এখানে। জানুন, শিখুন, আর ভালোবাসুন আমাদের অতীত।
(273)

গ্রামে বৃষ্টি আসার আগ মুহূর্তে 🌧️Location 🗺️ 🟥 মধুখালী, ফরিদপুর।
23/08/2025

গ্রামে বৃষ্টি আসার আগ মুহূর্তে 🌧️
Location 🗺️ 🟥 মধুখালী, ফরিদপুর।

শুভ সকাল ফরিদপুর ❣️
22/08/2025

শুভ সকাল ফরিদপুর ❣️

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার ১৪ হাজারের পরিবার ❤️‍🩹 Travel with Sadi
21/08/2025

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার ১৪ হাজারের পরিবার ❤️‍🩹 Travel with Sadi

21/08/2025

আমার তৈরি করা প্রতিটি ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য আর গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঠিক তথ্য সবার কাছে তুলে ধরা। ধরুন মধুখালীর ঐতিহাসিক দেউল — সরকারি চাকরি বা বিসিএসের মতো পরীক্ষায় এরকম প্রশ্ন অনেক সময় আসতে পারে: “দেউল সম্পর্কে তুমি কী জানো?”
✅ যারা আগে থেকেই এসব তথ্য জানে, তারাই তখন সঠিক উত্তর দিতে পারে।
আর সেই জন্যই আমি এসব বিষয় নিয়ে ভিডিও বানাই — যাতে সবাই সহজে জানতে পারে, শিখতে পারে এবং প্রয়োজনে কাজে লাগাতে পারে।

🟢 আমার ভিডিওগুলো মূলত:

আমাদের এলাকার ইতিহাস ও ঐতিহ্য

গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য

পরীক্ষায় কাজে লাগবে এমন ফ্যাক্টual ইনফরমেশন

👉 লক্ষ্য একটাই – সবাই যেন নিজের এলাকা সম্পর্কে সচেতন হয় এবং যেকোনো প্রশ্নের সামনে গর্ব করে বলতে পারে: “হ্যাঁ, আমি জানি!”

এইরকম কন্টেন্ট পেতে আমার পেজের সাথে থাকো ❤️

মৃত্যু আমাদের অতি নিকটে ❤️‍🩹 কিন্তু মৃত্যুর কথা আমরা স্মরণ করি কই?
20/08/2025

মৃত্যু আমাদের অতি নিকটে ❤️‍🩹 কিন্তু মৃত্যুর কথা আমরা স্মরণ করি কই?

🕌 আতিয়া মসজিদ, Tangail 🕌১৬১০–১১ খ্রিষ্টাব্দে সৈয়দ খান পান্নি নির্মিত, শাহ বাবা কাশ্মিরির সম্মানে এই মসজিদটি সুলতানি ও ম...
20/08/2025

🕌 আতিয়া মসজিদ, Tangail 🕌

১৬১০–১১ খ্রিষ্টাব্দে সৈয়দ খান পান্নি নির্মিত, শাহ বাবা কাশ্মিরির সম্মানে এই মসজিদটি সুলতানি ও মুঘল স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ।
চারটি গম্বুজ, টেরাকোটার কারুকাজ, curved cornice—এমনকি ৳১০ টাকার নোটেও এর ছবি ছিল! এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন।

🟥 গম্বুজ ও মিনার:
মসজিদটির ছাদে রয়েছে মোট ৪টি গম্বুজ—১টি প্রধান ও ৩টি সামনের বারান্দায় ছোট গম্বুজ।

প্রতিটি কোণে আছে অষ্টভুজাকার মিনার, যেগুলো সজ্জিত এবং শীর্ষে ছোট গম্বুজ ও ল্যুটাস-কালশ নকশা রয়েছে।

✅ রক্ষণাবেক্ষণ ও সংস্কার
১৮০০ সালের ভূমিকম্পে মসজিদ ক্ষতিগ্রস্ত হলে, ১৮৩৭ সালে দিল্লির এক ব্যবসায়ী রওশন খাতুন চৌধুরানি সংস্কার করেন এবং পরবর্তীতে ১৯০৯ সালে জমিদার আবু আহমদ গজনবি খান সহযোগিতায় এটিকে পুনরায় মেরামত করা হয়।

✅ রক্ষণাবেক্ষণ অধিদপ্তরদ্বারা সংরক্ষিত
এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক “সুরক্ষিত ঐতিহাসিক স্মারক” হিসেবে রাখা হয়েছে।

📍 অবস্থান:
আতিয়া শাহী মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়, আতিয়া গ্রামে অবস্থিত। এটি টাঙ্গাইল শহর থেকে প্রায় ৬–৭ কিলোমিটার দক্ষিণে!

#আতিয়া_মসজিদ #টাঙ্গাইল_ইতিহাস #বাংলার_ঐতিহ্য #ইসলামী_স্থাপত্য
#ঐতিহাসিক_স্থান

পড়াশোনা হচ্ছে ভবিষ্যতের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজকের একটু পরিশ্রম, একটু যত্ন, একটু ধৈর্য – এগুলিই আগামী দিনের ব...
19/08/2025

পড়াশোনা হচ্ছে ভবিষ্যতের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজকের একটু পরিশ্রম, একটু যত্ন, একটু ধৈর্য – এগুলিই আগামী দিনের বড় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। সবসময় মনে রাখবে, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় প্রত্যয়ী থাকে, কষ্টকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় – সফলতা তাকে ঠিক খুঁজে নেয়। 🫠

🕌 বাঘা শাহী মসজিদ, রাজশাহী 🕌রাজশাহীর বাঘা শাহী মসজিদ ১৫২৩-২৪ সালে হুসেইন শাহী বংশের সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের নির্...
19/08/2025

🕌 বাঘা শাহী মসজিদ, রাজশাহী 🕌

রাজশাহীর বাঘা শাহী মসজিদ ১৫২৩-২৪ সালে হুসেইন শাহী বংশের সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের নির্দেশে নির্মিত। এটি বাংলাদেশের প্রাচীনতম ও বিশিষ্ট মসজিদগুলোর একটি।

🕌 বিশেষত্ব:

✅ মসজিদে আছে ১০টি গম্বুজ ও ৪টি মিনার।
✅ দেয়ালের পুরুত্ব প্রায় ৮ ফুট!
✅ ভেতরে সূক্ষ্ম নকশা ও ৬টি স্তম্ভ, ৪টি মেহরাব।
✅ বাইরে ও ভেতরে ফার্সি খোদাই ও বাঙালি নকশার সমন্বয়—শাপলা, লতা-পাতা, আমফুলের কারুকাজ।

💧 প্রাকৃতিক সৌন্দর্য:
মসজিদের সামনে বিস্তীর্ণ দিঘী এবং চারপাশে নারিকেলগাছ, যা দর্শনীয় পরিবেশ সৃষ্টি করে। শীতকালে অতিথি পাখির উপস্থিতি মসজিদকে আরও মনোমুগ্ধকর করে।

🌿 সাংস্কৃতিক গুরুত্ব:

🔵 হজরত শাহ দৌলা (রহ.) ও পাঁচ সঙ্গীর মাজার রয়েছে।
🔵 ৫০০ বছরের ঐতিহ্যবাহী “বাঘার মেলা” প্রতি বছর ঈদের সময় অনুষ্ঠিত হয়।
🔵বাংলাদেশের ৫০ টাকার নোটে এই মসজিদের ছবি আছে।

এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির অনন্য নিদর্শন। ✨

📍 ঠিকানা:

বাঘা শাহী মসজিদ, বাঘা উপজেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ। বাঘা শাহী মসজিদ রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। মসজিদটি বাঘা উপজেলা সদরে অবস্থিত।

22/02/2025
Different 💔
21/02/2025

Different 💔

১৫ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জন। আমারে বাদ দেন এখান থেকে। প্লিজ।
13/02/2025

১৫ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জন। আমারে বাদ দেন এখান থেকে। প্লিজ।

কি মনুরা কি খবর
07/02/2025

কি মনুরা কি খবর

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Sadi:

Share