মোঃ গিয়াস উদ্দিন

মোঃ গিয়াস উদ্দিন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সারা বাংলাদেশেের বিভিন্ন প্রোগ্রাম ও খবরাখবর পেতে আমাদের পেইজটি 🔔 ফলো করুন। ❤️

20/07/2025

শায়খে চরমোনাই হুজুরের তাৎক্ষণিক দোয়া

আজকের সেরা ফটোঃ দুরত্ব কমুক, সপ্ন বাস্তবায়িত হোক।
19/07/2025

আজকের সেরা ফটোঃ দুরত্ব কমুক, সপ্ন বাস্তবায়িত হোক।

দুটি দৃশ্য, লোক সমাগম কম্পেয়ার করছি না, আমি দেখছি ইসলামপন্থার উত্থান। ইনশাআল্লাহ! আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। প্রথ...
19/07/2025

দুটি দৃশ্য, লোক সমাগম কম্পেয়ার করছি না, আমি দেখছি ইসলামপন্থার উত্থান। ইনশাআল্লাহ! আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।

প্রথম ছবি :
২৮ জুন’২৫ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ।

দ্বিতীয় ছবি :
১৯ জুলাই’২৫ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

19/07/2025

আজকের জামায়াতের সমাবেশে ইসলামি আন্দোলনের বিশাল বড় গাড়িবহর।

হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে এই শ্লোগান হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল থেকে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ...
15/07/2025

হাসিনা গেছে যে পথে
তারেক যাবে সে পথে

এই শ্লোগান হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল থেকে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মিছিল থেকে দেওয়া হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মিছিল থেকে দেওয়া হয়েছে
হাসিনা গেছে যে পথে
চাঁদাবাজরা যাবে সে পথে

তাছাড়া টিনের চালে কাউয়া
তারেক জিয়া শাউআ

এই শ্লোগান বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা দিয়েছে সেটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া এটা একধরনের মিথ্যার আশ্রয় ও ধূর্তামিমূলক কাজ।

বিএনপি থেকে আরেকটা অভিযোগ করা হয়
যে তারেক রহমানকে নাকি শায়েখে চরমোনাই খাম্বা তারেক বলছে এটা সম্পূর্ণ ভুল তথ্য।
অথচ শায়েখে চরমোনাইর বক্তব্য ছিলো খাম্বার কথা মনে আছে ভুলে যাইনি। এখানে বিএনপির শাসনামলে খাম্বার দূর্নীতির কথা বলা হয়েছিলো এটাকে বিএনপির নেতাকর্মী একটিভিস্টরা নিয়ে গেলো তাদের নেতাকে খাম্বা তারেক বলছে বিষয়টা হাস্যকর সাথে তারাও স্বীকার করে স্বীকৃতি দিচ্ছে যে তাদের নেতা সেটাই।

শায়েখে চরমোনাই চাঁদাবাজ দূর্নীতিবাজদের বিরুদ্ধে বলেছে এখন যদি বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে হয় তাহলে তো তাদের কষ্ট লাগার কথা না বরং পক্ষে হলে কষ্ট লাগবে এটা স্বাভাবিক।

হত্যাকান্ডের বিষয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল সাহেবদের দায় নিতে হবে বলেছেন।
আদতে কিন্তু হত্যাকান্ডের সাথে জড়িতদের বহিষ্কার করে একপ্রকার দায় স্বীকার করেই নিয়েছে। তাছাড়া শুধু মিডফোর্ড হত্যাকান্ড নয় ৫ আগস্ট পরবর্তী বিএনপির নেতাকর্মীর এপর্যন্ত অনেক হত্যাকান্ড, চাঁদাবাজি, দখলদারি, ধর্ষণের চিত্র প্রতিদিন পত্রিকার পাতা খুললে পাওয়া যায় এবং বিএনপির নেতাদের চাঁদাবাজি করার কৌশল ও ভাগবাটোয়ারা করার ভিডিও ক্লিপও ভাইরাল হয়।
বিএনপির পরিচিত মুখ সিনিয়র নেতা জনাব এ্যানি সাহেবের চাঁদাবাজি করার উৎসাহমূলক স্বীকারোক্তির ভিডিও তো ভাইরাল হলো। কোন পদক্ষেপ কি বিএনপি নিয়েছে নেয়নি।

কিছু কিছু জায়গায় তারা বহিষ্কার করছে একটা দলের বহিষ্কারেই দায়িত্ব পালন শেষ নয় বরং বিএনপির জনশক্তিকে নৈতিক ভিত্তি মজবুতি শিক্ষা দেওয়াটা জরুরি সে কাজটা বিএনপির হাইকমান্ড করতে সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিচ্ছে। একটা দল শেষ হওয়ার জন্য এই নৈতিক চরিত্রের অধঃপতনেই একমাত্র দায়ী এবং এটাতে যারা ব্যর্থ তাদের দ্বারা এই দেশ জাতির খুববেশী উপকার হবে না।

ইসলামী আন্দোলনের তৃণমূলের দু'একটা মিছিল থেকে কিছু অশালীন শব্দ প্রয়োগ হয়েছে তার জন্য আইএবির একটিভিস্টরা নিন্দা জানিয়েছে মুহতারাম আমীর, মহাসচিব থেকেও এ বিষয়ের সতর্কতামূলক বার্তা এসেছে।
মুহতারাম আমীর সরাসরি এবিষয়ে জন্য ক্ষমার চেয়ে বক্তব্য দিয়ে সবাইকে শালীনতা বজায় রেখে বক্তব্য ও শ্লোগান দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করেছে।
মুহতারাম আমীরের এই নির্দেশনা আইএবির নেতাকর্মী জনশক্তিরা খুব দারুণভাবেই সতর্ক ও সংযত হয়ে যাবে ইনশাআল্লাহ।

তবে বিএনপির নেতাকর্মীরা গতকাল যে অশ্রাব্য ভাষায় শ্লোগান দিয়েছে তা অত্যান্ত নিন্দনীয় অশোভন আচরণ।
তাছাড়া কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে যেভাবে পীর সাহেব চরমোনাই ও শায়েখে চরমোনাইর উপরে হামলার কথা বলে ধৃষ্টতা দিয়েছে তা বিএনপির রাজনীতির জন্য অশনি সংকেত।

এগুলো পুরনো বন্দবস্তের চর্চা ও রাজনীতি।

রাজনৈতিক সমালোচনা হোক কথার মাধ্যমে যুক্তিতর্কের আলোকে। অশালীন অশ্রাব্য ভাষা পরিহার ও পেশীশক্তির অবসান হোক।

আন্তর্জাতিক ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই হুজুরের হাতে সংগঠনের সদস্য ফরম পূরণ ...
12/07/2025

আন্তর্জাতিক ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই হুজুরের হাতে সংগঠনের সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।

জোহরান মামদানি: নিউ ইয়র্কের মেয়র পদের সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক লড়াইয়ের গভীর সত্যনিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নি...
11/07/2025

জোহরান মামদানি: নিউ ইয়র্কের মেয়র পদের সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক লড়াইয়ের গভীর সত্য

নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে। কিন্তু এইবার পরিস্থিতি একটু ভিন্ন। ডেমোক্রেটিক সমাজতন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত জোহরান মামদানি যখন সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এলেন—তখনই নড়েচড়ে বসেছে শহরের আর্থিক অভিজাত শ্রেণি।

■ অর্থনৈতিক অভিজাতদের প্রতিক্রিয়া

The Wall Street Journal–এর প্রতিবেদন অনুযায়ী, ‘New Yorkers for a Better Future Mayor 25’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। তাদের একমাত্র লক্ষ্য—জোহরান মামদানির বিরুদ্ধে জনমত গঠন ও নির্বাচনে তাকে রুখে দেওয়া। এরইমধ্যে তারা দুই কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

■ কে এই জোহরান মামদানি?

জোহরান মামদানি একজন Democratic Socialist, বর্তমান নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য (Assembly District 36 – Astoria)। তিনি একজন মুসলিম, তবে চিন্তাধারায় সম্পূর্ণভাবে সেক্যুলার। তিনি LGBTQ অধিকার, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা, ও অভিবাসীদের ন্যায্যতার দাবিতে সরব ভূমিকা রাখছেন।

■ কেমন আক্বিদাহ তাদের, যারা নামে মুসলমানকেও সহ্য করে না?

ভাবুন, একজন মানুষ যিনি:

ইসলামি শাসন কায়েমের পক্ষে নন,

শরিয়াহ আইন বা খেলাফতের কোনো দাবিদার নন,

বরং জিহাদ শব্দটি শুনতেই অস্বস্তি অনুভব করেন,

ইসলামী চেতনার পরিবর্তে পশ্চিমা উদারপন্থী চিন্তাধারাকে ধারণ করেন—

তবুও শুধু নাম "মুসলমান" বলেই, আজ কাফির-মুশরিকরা একজোট হয়ে তার বিরুদ্ধে কোটি কোটি ডলার ব্যয় করছে।

■ আমাদের জন্য কী শিক্ষা?

আমরা মুসলমানরা কখনো নিজেদের ভেতরের মতপার্থক্য, মাযহাব, দল-মত, নেতৃত্ব নিয়ে এতটা বিভক্ত থাকি—যেখানে কাফিররা ঈমানদার না হওয়া সত্ত্বেও "নামে মুসলিম" কাউকেও ভয় পায়। তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়—একজন মুসলিম যদি জনগণের মন জয় করতে পারে, তবে সে একটি সিস্টেমের ভিত নাড়িয়ে দিতে পারে।

তাদের ভয়াবহ আতঙ্ক দেখে মনে হয়, মামদানি যেনো মেয়র হয়ে আমেরিকাকে খিলাফতের পথে হাঁটাবে!

অবশ্য, বাস্তবে সেটা আপাতদৃষ্টিতে অসম্ভব।
তবে ভবিষ্যত কে জানে?
আল্লাহ যদি চান, তাঁর কুদরত তো সীমাহীন।

---

🔎 সংক্ষিপ্ততথ্য: জোহরান মামদানি

জন্ম: উগান্ডা, বেড়ে ওঠা নিউ ইয়র্কে

বাবা: মীরা নায়ার (ভারতীয় বংশোদ্ভূত পরিচালক)

মা: উগান্ডান মুসলিম

শিক্ষা: Bowdoin College, মার্কিন যুক্তরাষ্ট্র

রাজনৈতিক পদ: অ্যাসেম্বলি সদস্য, District 36

রাজনৈতিক ধারা: Democratic Socialist

স্ট্যান্ড: প্রগ্রেসিভ, প্রো-প্যালেস্টাইন, প্রো-LGBTQ

🌿 ফেনী-১ আসনে আলোচনার শীর্ষে!ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে হাতপাখার প্রার্থী হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি আলোচন...
09/07/2025

🌿 ফেনী-১ আসনে আলোচনার শীর্ষে!

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে হাতপাখার প্রার্থী হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় ও সমর্থনে এগিয়ে আছেন ফার্সি কবি, প্রখ্যাত মুফাসসির ও আলেম মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক।

শুধু বক্তা নন—গভীর জ্ঞানের অধিকারী এই স্পষ্টবাদী আলেম রাজনীতিবিদ, যিনি নানুপুরের খ্যাতনামা শাহ্ জমির উদ্দিন (রহ.)-এর বিশিষ্ট খলীফা হিসেবেও সুপরিচিত।

আইএবি’র কেন্দ্রীয় পরিষদ থেকে বর্ষীয়ান এই আলেমকে প্রার্থী ঘোষণা করা হলে, তা নিঃসন্দেহে হবে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত।

আমি আশাবাদী মন নিয়েই অগ্রিম শুভকামনা জানাচ্ছি—আল্লাহ তায়ালা তাকে কামিয়াব করুন, আমীন! 🌿✨

বাংলাদেশের সবচেয়ে কট্টর *য়োনিস্ট ফ্যামিলিগুলার একটা হলো হাসিনার ফ্যামিলি। আমার সন্দেহ, আরও কিছু ফ্যামিলি আছে এমন যারা আস...
05/07/2025

বাংলাদেশের সবচেয়ে কট্টর *য়োনিস্ট ফ্যামিলিগুলার একটা হলো হাসিনার ফ্যামিলি। আমার সন্দেহ, আরও কিছু ফ্যামিলি আছে এমন যারা আসলে ক্রিপ্টো মুসলিম। এরা মুসলমানদের ছদ্মবেশে থেকে জা*নিজমকে সার্ভ করে।

এতকাল এইসব ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়ায় দেয়া সহজ ছিল, কিন্তু জুলাই ও তুফান আল আকসা-ইরান যুদ্ধের পর অনেক কিছু মানুষের চোখে পড়া শুরু হইসে।

সায়মা ওয়াজেদ পুতুল এবং রেদওয়ান মুজিব ববি খুবই ওয়েল কানেক্টেড এইসব লবির সাথে। দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং শোবিজ সেলেবদের মধ্যেও অনেককে এই লবিতে কানেক্টেড পাবেন।

শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের জীবন বাচানোর জন্য হলেও এদেরকে চেনার চেষ্টা আপনার করতে হবে। ১৯৭৫-২০২১ এমন একটা সময় গেসে যে উটপাখির মত বালিতে মুখ গুজে চামড়া বাচানো সম্ভব হইসে মধ্যপ্রাচ্যের বাইরে। এখন ঐ সময়টা ফুরিয়ে আসতেসে ক্রমেই।

আগামী ৫ আগস্ট দেশের প্রতিটি থানায় গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।  ৫ আগস্ট সকাল থেকে বায়...
05/07/2025

আগামী ৫ আগস্ট দেশের প্রতিটি থানায় গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল এগারোটা থেকে ডকুমেন্টারি প্রদর্শন ও জুলাই স্মৃতিচারণা অনুষ্ঠান হবে। বিকাল দুইটা থেকে সমাবেশ ও গণমিছিলের কার্যক্রম শুরু হবে।

এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধুমাত্র ছাত্র আন্দোলনেই পাবেন।টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ফ্রি Wi-Fi ইন্ট...
29/06/2025

এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধুমাত্র ছাত্র আন্দোলনেই পাবেন।
টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ফ্রি Wi-Fi ইন্টারনেট সংযোগ চালু

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান এবং একাডেমিক কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে, বিশেষ করে পায়রা চত্বর সংলগ্ন এলাকায়, একটি বৃহৎ পরিসরের Wi-Fi ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে

এই লন আরেকটাগতকালের সোহরাওয়ার্দী উদ্যান।
29/06/2025

এই লন আরেকটা
গতকালের সোহরাওয়ার্দী উদ্যান।

Address

Faridpur

Telephone

+8801648211024

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ গিয়াস উদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ গিয়াস উদ্দিন:

Share