
18/09/2023
সাবধান,আতঙ্কে নয়,সতর্কতার সাথে থাকুন।
নতুন বিপদ ধেয়ে আসছে সম্ভবত ! সাপটিকে দেখে অজগর মনে করে ভুল ভাবতেই পারেন। আবার সাধারন সাপও ভাবতে পারেন অনেকে। আর এইটুকু ভুলেই চলে যেতে পারে আপনার জীবন। এই সাপটি আগে রাজশাহীতে দেখা যেত। দ্রুত বংশবিস্তার করা এই সাপটি এখন শিবচর,মাদারীপুর ব্যাপক হারে দেখা মিলতেছে, সাথে ভোলা, শরীয়তপুর,সদরপুর, ফরিদপুর ,এই সাপের দেখা পাওয়া গেছে।আর এখন সাপটি সদরপুর মনিকুটা #আকোটেরচর দেখা যায়তেছে জানানো যায়তেছে এইসব অঞ্চল যেহেতু বরিশালের সাথেই বরিশাল ও এই বিপদের মধ্যে আছে। আর এটাও অমুলক নয় যে ভারতে প্রচুর পরিমাণে এই সাপ রয়েছে হঠাৎ বন্যার কারনে বন্যার পানিতে স্রোতের সাথে ভেসে ভারত নেপাল থেকেও এই সাপ গুলো আসতে পারে !
এবার সাপটি সম্পর্কে জানা যাক.....সাপটির নাম রাসেল ভাইপার যেটা বাংলায় বলা হয় চন্দ্রবোড়া। সাপটি দেশের বিষধর সাপগুলোর মধ্যে সবার উপরে থাকবে বলা যেতেই পারে। এটি কামরানোর ৩০-১০০ মিনিটে মধ্যে এভিএস দিতে না পারলে নিশ্চিত মৃত্যু। আবার সুস্থ হওয়ার পরেও শরীরে পচন ধরে মৃত্যুর ও সম্ভাবনা থেকে যায়। বুঝতেই পারছেন কতটা বিষধর।
আরো খারাপ খবর হল এর এন্টিভেনম সম্ভবত ঢাকা মেডিকেল ছাড়া কোথাও পাওয়া যায়না।।তার মানে ফলাফল কি হল,সেই নিশ্চিত মৃত্যু। আফসোসের ব্যাপার হল দেশের সকল সরকারী হাসপাতালে এন্টিভেনম থাকার কথা থাকলেও বেশিরভাগ হাসপাতালে এন্টিভেনম সাপ্লাই থাকে না। সর্বশেষে বলা যায়,সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপের বিষ কোন ওঝা নামাতে পারেনা, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। নিকটস্থ হাসপাতালে নিন দ্রুত।
দেশে ৪/৫ টি সাপ বিষাক্ত যেগুলো মানুষ মারতে পারে বাকিগুলোর বিষে কিছুই হয়না। ওঝারা সেসব সাপের বিষ নামানোর ভুয়া অভিনয় করে শুধুমাত্র।
সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
বিঃদ্রঃ বর্তমানে পদ্মানদীর বিভিন্ন চরে এই সাপের দেখা পাওয়া যাচ্ছে তাই আতঙ্কে নয়, সতর্কতার সাথে থাকুন।