
26/07/2025
🇵🇸🙃
পৃথিবী চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু গা*জা আজও আর্তনাদ করছে।
প্রতিটি দৃশ্যমান হাড় আমাদের নীরবতার বিরুদ্ধে একেকটি অভিযোগ।
আমরা যেন গা*জাকে ভুলে না যাই।
اللَّهُمَّ يا أرحم الراحمين، يا ناصر المستضعفين،
গাজার নির্যাতিত শিশুদের তুমি হেফাজত করো।
তাদের ক্ষুধা থেকে মুক্তি দাও,
তাদের শরীরের যন্ত্রণা তুমি লাঘব করো।
তুমি ظالمদের ধ্বংস করো, আর মজলুমদের তুমি জয় দাও।
হে আল্লাহ,
এই দুনিয়ার মানুষদের অন্তর তুমি নরম করো,
যেন তারা চুপ না থাকে, যেন তারা সত্যের পক্ষে দাঁড়ায়।
আমাদের সবাইকে তুমি দয়া ও হেদায়েত দাও।
آمِين يا رب العالمين।
゚viralシfypシ゚ ゚ ゚viralシ ゚