Kos ki bondhu

Kos ki bondhu আপনাদের বিনোদন দেওয়াটাই আমাদের মুল লক্ষ্যে

সামনে আমের সিজনে, আমার আম গাছের জন্য এমন একটা ব্যানার বানাতে চাই....কেমন হবে ঘাইস??😆😆😁😁
23/09/2025

সামনে আমের সিজনে, আমার আম গাছের
জন্য এমন একটা ব্যানার বানাতে চাই....

কেমন হবে ঘাইস??😆😆😁😁

বন্ধুর সংখ্যা পাঁচটা ভাবির সংখ্যা পনেরোটা..!😪
18/09/2025

বন্ধুর সংখ্যা পাঁচটা ভাবির সংখ্যা পনেরোটা..!😪

সতীত্ব ধরে রাখাও একটা নারীর যোগ্যতা।❤️🙏
17/09/2025

সতীত্ব ধরে রাখাও একটা নারীর যোগ্যতা।❤️🙏

🙈🙈🙈
16/09/2025

🙈🙈🙈

16/09/2025

আবেগ কন্ট্রোল না করলে যা হয় আর কি🤣😹

Follow ~ Kos ki bondhu

🌸শুভ সকাল বন্ধুরা🌸
08/09/2025

🌸শুভ সকাল বন্ধুরা🌸

এইটা বাংলাদেশ এ হইলে কি সম্ভব হতো?
07/09/2025

এইটা বাংলাদেশ এ হইলে কি সম্ভব হতো?

অল্প বয়সে বিয়ে হলে তো বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করা যাবে না!অল্প বয়সে বিয়ে হলে খালাতো ভাইকে নিজের সতীত্বের স্বাদ চাখাবে ক...
06/09/2025

অল্প বয়সে বিয়ে হলে তো বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করা যাবে না!

অল্প বয়সে বিয়ে হলে খালাতো ভাইকে নিজের সতীত্বের স্বাদ চাখাবে কীভাবে?

অল্প বয়সে বিয়ে হয়ে গেলে মামাতো ভাইয়ের রুম গরম করবে কে?

অল্প বয়সে বিয়ে হলে দুলাভাইয়ের মনোরঞ্জন করে বোনের সংসারে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কে নিবে?

অল্প বয়সে বিয়ে হলে তো নিজের রূপের আগুন চাচাতো ভাইদের দেখাতে পারবে না!

অতএব, অল্প বয়সে কোনোভাবেই বিয়ে নয়। মেয়ে চুটিয়ে প্রেম করুক। তার হাতে মোবাইল তুলে দিন। বিয়ের আগেই সে কারো ‘বউ’ ডাক শুনুক। মন্টুর নাতিকে ছবি পাঠাতে দিন। মেয়ে গায়রে মাহরামের বাইকে করে ডেটে চলে যাক। আপনি তো বাবা। আপনি কী করবেন? আপনি সতরের উপরে লুঙ্গি তুলে গরুর ঘাস কাটতে যান। আপনি তো মেয়েকে ধমক পর্যন্ত দেন না! মেয়ে খুব আদরের। মানুষ তার সতীত্ব ছিড়ে খাক, তবু তাকে ধমক দেওয়া যাবে না!

🇵🇸🙃পৃথিবী চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু গা*জা আজও আর্তনাদ করছে।প্রতিটি দৃশ্যমান হাড় আমাদের নীরবতার বিরুদ্ধে একেকটি অভিযোগ...
26/07/2025

🇵🇸🙃

পৃথিবী চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু গা*জা আজও আর্তনাদ করছে।
প্রতিটি দৃশ্যমান হাড় আমাদের নীরবতার বিরুদ্ধে একেকটি অভিযোগ।
আমরা যেন গা*জাকে ভুলে না যাই।

اللَّهُمَّ يا أرحم الراحمين، يا ناصر المستضعفين،
গাজার নির্যাতিত শিশুদের তুমি হেফাজত করো।
তাদের ক্ষুধা থেকে মুক্তি দাও,
তাদের শরীরের যন্ত্রণা তুমি লাঘব করো।
তুমি ظالمদের ধ্বংস করো, আর মজলুমদের তুমি জয় দাও।

হে আল্লাহ,
এই দুনিয়ার মানুষদের অন্তর তুমি নরম করো,
যেন তারা চুপ না থাকে, যেন তারা সত্যের পক্ষে দাঁড়ায়।
আমাদের সবাইকে তুমি দয়া ও হেদায়েত দাও।

آمِين يا رب العالمين।

゚viralシfypシ゚ ゚ ゚viralシ ゚

07/04/2025

ইসরাইলের বিপক্ষে বিক্ষোভ মিছিল ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে

06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'


১২ বছর বয়সে যদি আপনার পিরিয়ড শুরু হয়, তাহলে মনোপজ পর্যন্ত আপনার জীবনে প্রায় ৪৫৬- ৪৬৮ বার পিরিয়ড আসবে, এতোবার কোনো প্রেমি...
28/02/2025

১২ বছর বয়সে যদি আপনার পিরিয়ড শুরু হয়, তাহলে মনোপজ পর্যন্ত আপনার জীবনে প্রায় ৪৫৬- ৪৬৮ বার পিরিয়ড আসবে, এতোবার কোনো প্রেমিকও প্রেমিকার কাছে আসে না। যাই হোক, প্রতি মাসে পিরিয়ড প্রায় ৪-৭ দিন স্থায়ী হয়। গড়ে ৫ দিন করে হলেও সারাজীবনে পিরিয়ড নিয়ে কাটাতে হয় ২,২৮০ দিন! ৫৪,৭২০ ঘন্টা! এই সময়ের মধ্যে আপনি ২,৭৩৬ বার হ্যারী পটার সিরিজ দেখে ফেলতে পারেন।

পার সাইকেল যদি আপনি ১৫-২০ টার মতো স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন, পিস প্রতি প্যাডের দাম যদি গড়ে ৭-৮ টাকা হয়, তাহলে প্রতি মাসে প্যাডের পেছনে ব্যয় হয় প্রায় ১৫০ টাকা। সারাজীবনে ব্যয় হয় ৬৮,০০০-৭০,০০০ টাকা, যা দিয়ে ৫৫-৬০ বছরের জন্য নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনা যায়। কতোগুলো আইসক্রিম আর কতোগুলো বার্গার কেনা যায়, তার হিসাব করলে মাথা ঘুরবে।

পিরিয়ডকালীন সময়ে ন্যাপকিন বাদেও পেইন কিলার, হটব্যাগ, প্যান্টি, পছন্দের খাবার, চকোলেট অর্থাৎ কমফোর্ট প্রোডাক্টের পেছনে সারাজীবনে মোট ব্যয় হয় প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা! যা দিয়ে ২টা আইফোন ১২ প্রো ম্যাক্স কেনা যায়।

সুতরাং পিরিয়ড লজ্জার নয় বরং একটা খুব এক্সপেনসিভ জিনিস। চিল্লায়ে বলার মতো জিনিস।
©

Address

Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Kos ki bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kos ki bondhu:

Share