World news

World news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World news, Faridpur.

20/10/2025

ভিডিওতে যে মানুষটির আর্তচিৎকার দেখা যাচ্ছে, তাঁর নাম মোঃ জেহাদ হোসেন। পেশায় তিনি একজন ভ্যানচালক। বেশ কয়েক বছর আগে ভাইরাসজনিত সংক্রমণে তাঁর একটি পা নষ্ট হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘদিন চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এক পা দিয়ে গত কয়েক বছর ধরে কোনোরকমে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

সম্প্রতি তাঁর অসুস্থতা আবারও বেড়ে গেছে। পেটে বড় ধরনের গ্যাংগ্রিন দেখা দিয়েছে, যার কারণে চিকিৎসকরা জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে অর্থাভাবে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে আছে। চিকিৎসা না করাতে পারলে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।

মানবিক আবেদন—
জেহাদ মিয়ার চিকিৎসার জন্য সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। আপনার ছোট্ট একটি সাহায্য তাঁর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

📍নাম: মোঃ জেহাদ হোসেন
🏠 গ্রাম: বাকশীমূল (মধ্যপাড়া, মীর বাড়ি)
উপজেলা: বুড়িচং
জেলা: কুমিল্লা

💳 নগদ নম্বর: 01985-875105 (জেহাদ মিয়া)

আপনাদের সামান্য সহযোগিতাই তাঁর জীবন বাঁচাতে পারে। 🙏
দয়া করে এই পোস্টটি বেশি করে শেয়ার করুন, যেন সাহায্যের হাত তাঁর কাছে পৌঁছায়।

20/10/2025

এ দেশে কি আমাদের কারও জীবনের নিরাপত্তা নেই?
কয়েকদিন আগে তাবি ছাত্রদলের এক সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যার এখনো বিচার হয়নি।
তারপর কয়েক মাস না যেতেই আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আরেক কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ছাত্রদলের কর্মীরা একের পর এক নিহত হচ্ছে, অথচ ছাত্রদলের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিক্রিয়া বা আন্দোলন দেখা যাচ্ছে না কেন?

সৌদি আরবে দুই তালার উপর থেকে পড়ে এখানে মারা যায় বাড়ি রংপুর শেয়ার করে অন্যজনকে দোয়া করার সুযোগ করে দিন
20/10/2025

সৌদি আরবে দুই তালার উপর থেকে পড়ে এখানে মারা যায় বাড়ি রংপুর শেয়ার করে অন্যজনকে দোয়া করার সুযোগ করে দিন

13/10/2025

মেরে পানিতে ফেলে দিছে।
এখন কার ছেলে যানা যায় নি। শেয়ার দিন।

12/10/2025

কাজ টা কি ঠিক করছে আপনারা কি বলেন কমেন্টে বলেন?

ধারালো ছু/রি দিয়ে দাদীর গলা কেটে হ/ত্যা করেছে দাদা, দেখে ফেলেছে ১১ বছর বয়সী নাতনী সিনথিয়া।সিনথিয়া বলেন, আমার চোখের সামনে...
09/10/2025

ধারালো ছু/রি দিয়ে দাদীর গলা কেটে হ/ত্যা করেছে দাদা, দেখে ফেলেছে ১১ বছর বয়সী নাতনী সিনথিয়া।

সিনথিয়া বলেন, আমার চোখের সামনে দাদুরে ছু/রি দিয়ে গলা কে/টেছে দাদা।


আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায় সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর বাসার দোতলায় এ ঘটনা ঘটে। তাঁরা ওই বাসায় ভাড়া থাকতেন এবং দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নি/হতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নি/হ/তের এক নিকটাত্মীয়ের সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ শুরু করেন স্বামী শফিকুল ইসলাম। এ নিয়ে গত দুইমাস যাবৎ পারিবারিক কলোহ দেখা দেয়। এর সুত্র ধরে বেলা ১১ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীর গলায় ধারালো ছু/রি দিয়ে আঘাত করেন। তখন ঘটনাটির প্রত্যক্ষদর্শী এগার বছর বয়সি ছিনতিয়া নামে তাঁদের এক নাতনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।

09/10/2025

একটুর জন্য 💔

05/10/2025

“এর পরও কি নিজের প্রতি কোনো অভিযোগ রয়ে গেছে?”

একই পরিবারের দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছেসবাই বাচ্চাদের খেয়াল রাখেন 🖤🥹
03/10/2025

একই পরিবারের দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে
সবাই বাচ্চাদের খেয়াল রাখেন 🖤🥹

বাংলাদেশের বিপক্ষে চাপে পাকিস্তান...
02/10/2025

বাংলাদেশের বিপক্ষে চাপে পাকিস্তান...

জয়ের জন্য বাঘিনীদের দরকার ১৩০ রান।
02/10/2025

জয়ের জন্য বাঘিনীদের দরকার ১৩০ রান।

Address

Faridpur

Telephone

+8801985875105

Website

Alerts

Be the first to know and let us send you an email when World news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World news:

Share