20/10/2025
ভিডিওতে যে মানুষটির আর্তচিৎকার দেখা যাচ্ছে, তাঁর নাম মোঃ জেহাদ হোসেন। পেশায় তিনি একজন ভ্যানচালক। বেশ কয়েক বছর আগে ভাইরাসজনিত সংক্রমণে তাঁর একটি পা নষ্ট হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘদিন চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এক পা দিয়ে গত কয়েক বছর ধরে কোনোরকমে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
সম্প্রতি তাঁর অসুস্থতা আবারও বেড়ে গেছে। পেটে বড় ধরনের গ্যাংগ্রিন দেখা দিয়েছে, যার কারণে চিকিৎসকরা জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে অর্থাভাবে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে আছে। চিকিৎসা না করাতে পারলে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।
মানবিক আবেদন—
জেহাদ মিয়ার চিকিৎসার জন্য সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। আপনার ছোট্ট একটি সাহায্য তাঁর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
📍নাম: মোঃ জেহাদ হোসেন
🏠 গ্রাম: বাকশীমূল (মধ্যপাড়া, মীর বাড়ি)
উপজেলা: বুড়িচং
জেলা: কুমিল্লা
💳 নগদ নম্বর: 01985-875105 (জেহাদ মিয়া)
আপনাদের সামান্য সহযোগিতাই তাঁর জীবন বাঁচাতে পারে। 🙏
দয়া করে এই পোস্টটি বেশি করে শেয়ার করুন, যেন সাহায্যের হাত তাঁর কাছে পৌঁছায়।