Jhorna's Dream

Jhorna's Dream পরিবর্তন
প্রতিশোধের চেয়েও
ভয়ংকর।
(8)

19/09/2024

যিনি অপ্রত্যাশিত ভাবে বিপদে ফেলতে পারেন, তিনি কল্পনাতীতভাবে সেখান থেকে উদ্ধারও করতে পারেন!

যিনি এমন কিছু নিয়ে যান যা হারানোর কথা কখনো কল্পনাও করিনি_তিনি এমন কিছু দিতে সক্ষম যা পাওয়ার কথা স্বপ্নেও কখনো ভাবিনি! শুধু একটু সবর

"নিশ্চয়ই তিনি কাঁদান, তিনিই হাসান "

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছিপ্রিয়...আমার পুরুষ তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ...
06/09/2024

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছি
প্রিয়...
আমার পুরুষ
তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে। দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সান স্পট স্পষ্ট দেখা যায়। চোখ যুগলে আকর্ষনীয় ঘনকালো ব্রু নেই। আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গীনি।
আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতুলে কিছু আপনার মুষ্ঠিতে, সঠিক যত্নের অভাবে আমার হাতের তালু শক্ত হয়ে গেছে, নখ হয়েছে হলদেভাব।
আমি গান গাইতে পারিনা কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্যে রাতে আপনার মাথার পাশে বিছানার কোণায় বসে আপনার চুলে হাত ভোলাতে ভোলাতে গুনগুনিয়ে দুই-এক লাইন গেয়ে ফেলবো।
আমি বড্ড অভিমানী,আমার মুড সুইং হয় ঘনঘন তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষনাৎই মুখ লুকাবো আপনার বুকে। আচ্ছা, আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নিবেন?

সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লীম ফিগারের, উজ্জ্বল বর্ণের, কনকালো চুলের রমনী কিন্তু সংসার সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা আর উষ্কখুষ্ক চুল দেখে আপনি কি ঘৃণায় কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই আমিটার পাশেই সারাজীবন থেকে যাবেন?

প্রিয় পুরুষ, আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে, আমার রোগা চোখ,কালো ঠোঁট, আমার এলোমেলো চুল, রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপচপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান তাহলে কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্ঘুম রাত্রি জেগে সেবা করার সঙ্গী হবো, আপনার পকেট খালির দিনে সংসারের খরচটা আমি ম্যানেজ করে নিবো, বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দিবো।
চিরন্তর ভালোবাসবো,আমার প্রিয় পুরুষ।🖤

ইতি
আপনার
অর্ধাঙ্গিনী

06/09/2024
তোমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হবে।
18/07/2024

তোমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হবে।

17/07/2024

Imran Khan ✅

















05/07/2024

আমি চলে গেলে– পৃথিবীর কোথাও
কোনো এক বিষণ্ণ গাঙচিল তার ওড়ার গতি
থামিয়ে নেমে আসবে জলে?
ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি
অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা?
কোথাও কি বেশ-কম হবে কিছু; আমি নেই বলে?

যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো;
সচল শ্রবণযন্ত্রে– মসজিদের এলান,
শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান
পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের?
তখনও রাত পোহায়নি সকালের বাকি আছে ঢের!

হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর,
তুমি কি দাঁড়াবে খানিক, স্মৃতি স্মরে ভেজাবে অধর?
জানি, মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন
যেন ঘন বসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন!
ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়ো সেদিন
আমাকে পৌঁছে দিও– সূরা ইয়া'সীন।

বই : আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে

04/07/2024

আমি ভাবি জীবন একদিন রুপকথার মতো বদলে যাবে। যা কিছু হারিয়েছি বা ছেড়ে এসেছি তার চেয়েও ভালো কিছু আমার সাথে হবে।ক্ষত, বিক্ষত, এক বিবর্ণ হৃদয় নিয়ে আমি আশায় থাকি একদিন কৃষ্ণচূড়ার দেখা মেলবে। ফুলের মতো যত্ন করে কেউ আমাকেও আগলে রাখবে।আমি বিষন্ন রাত পেরিয়ে একটা সোনালী ভোরের অপেক্ষায় থাকি! চোখ ভর্তি জল নিয়েও আমি হেসে উঠি লাল, নীল, গোলাপীর রুপকথার এই সংসারে।আকাশে সোনালী ডানার চিল দেখে আমিও ভাবি একদিন আমিও মুক্তির স্বাদ পেয়ে উড়ে বেড়াবো। যে জীবনকে অবহেলেয়া যাপন করেছি, একদিন ভীষণ যত্ন করে সেই জীবনটাকে ভালোবাসব।শত মানুষের ভীড়েও এক নিঃসঙ্গ দ্বীপের মতো আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি। এই পৃথিবী আমাকে পায়, আমি পাই নাকো পৃথিবী। তবুও আমি আছি পৃথিবীর কোন এক পারে, আমি আছি আমার না থাকার সেই সমস্ত জুড়ে।আমি আকাশের কাছে মনখারাপীর ডায়েরি খুলে বসে সুখ খুঁজি। অবেহেলায়, অবজ্ঞায় প্রস্ফুটিত পদ্মের মতো তবুও আমি বাঁচি। আশায়, অপেক্ষায়!

একদিন সুদিন আসুক ।।

25/02/2024

- মূল্যহীন "অভিযোগ" গুলো নিজের কাছে রাখাই শ্রেয়.!🙂

- সে আমাকে ভালোবাসেনি, তবে সে আমাকে অসম্ভব "মায়ায়" বেধেছিল।🥺🌸🥀

25/02/2024

𝗬𝗮 𝗮𝗹𝗹𝗮𝗵, I'm still waiting for your beautiful plan for me.🖤

তুমি সুন্দর কী না জানি না...! 🤗তবে এতটুকু জানি তোমাকে দেখলে মায়া লাগে, শান্তি লাগে এটা খুব ভিন্ন রকম অনুভূতি...! 🥰যে অনু...
18/02/2024

তুমি সুন্দর কী না জানি না...! 🤗
তবে এতটুকু জানি তোমাকে দেখলে মায়া লাগে, শান্তি লাগে এটা খুব ভিন্ন রকম অনুভূতি...! 🥰
যে অনুভূতি আমি কারো চেহারায় খুঁজে পাই না...! ❤️

🦋যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় , তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন🥀♥💗💔
14/02/2024

🦋যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় , তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন🥀♥💗💔

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Jhorna's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhorna's Dream:

Share