17/06/2025
আজকে কি হতে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানেনা!!!
প্রায় ১০ মিলিয়ন ই/রানিকে ইমিডিয়েটলি তেহরান ছাড়তে বলছেন ট্রাম্প। সম্ভাব্য কারণ তিনটা!
১. আ/মেরিকা এই যু/দ্ধে অংশ নিতে যাচ্ছে।
২. তে/হরানে বড় কোন হামলার পরিকল্পনা করছে।
৩.পা**গলা ট্রাম্পের পাগলামি!
তবে প্রথম দুইটার একটাও না হোক যদি হয় তাহলে দুপক্ষের ম্যাসিভ ডেসট্রাকশন হবে।
ই/রানের সময় রাত ২টায় এরকম অ্যানাউন্সমেন্ট অবশ্যই অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে।
*ট্রাম্পের তেহরান ছাড়ার ঘোষণার পর পর তেহরানের রাস্তায় জ্যাম লেগে গেছে মানে ভয়ে মানুষ ছোটাছুটি করছে।
*এদিকে চীন,রাশিয়া, জার্মানি,আর্জেন্টিয়া তাদের নাগরিক সরিয়ে ফেলতেছে।
*ঐদিকে ট্রাম্প জি-৭ সম্মেলন থেকে সম্মেলন না করে আমেরি/কাতে ফিরে গেছে।
*মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আমে/রিকার একটি বিমানবাহী রণতরী যাচ্ছে।
*ইরান তাদের যাদুঘরগুলো থেকে প্রত্নতাত্ত্বিক আর্টিফ্যাক্টস নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে।
*আয়াতোল্লাহ খামেনি দেশবাসীর উদ্দেশ্যে কইলো , উনি যদি নিহতও হন, দেশবাসীর যেন লক্ষ্যে অবিচল থাকে।
*দেশবাসীর উদ্দেশ্যে একটি আবেগঘন ভাষণ দিছে, “আমার শরীরের কোনো মূল্য নেই, আমার জীবনের কোনো গুরুত্ব নেই।
*এমনকি তারা আমাকে হত্যা করলেও, এটাকে আমাদের ক্ষতি মনে করো না, যতক্ষণ তোমরা নীতির প্রতি অটল থাকবে।”
*তারপর কিছুক্ষন আগে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হিব্রু ভাষায় একটি বিবৃতিতে বলছে ইসরায়েলের সম্পূর্ণ অঞ্চল খালি করে।
*বিবৃতিতে বলেছে, “দখলকৃত অঞ্চলে অবস্থিত যেকোনো শহর, স্থাপনা বা কেন্দ্র বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।”
*তারপর নেতানিয়াহু বললো ,ইরানের আকাশ আমাদের দখলে।
মানে গতরাত দিন ইরানে ইস*রায়েলি সন্ত্রাসীরা বার বার হামলা করছে পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলে হামলা করছে।
কিন্তু ইতিহাস ভয়ঙ্কর শিক্ষা দেয়,
তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ মানে করতো ইরাকে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র (ওয়েপন অফ ম্যাস ডেস্ট্রাকশন) মজুদ আছে।
*ফলাফল: ২০০৩ সাথে ইরাকরে আক্রমণ করে ধ্বংস করে দিলো।
কিন্তু যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে- এটা ছিল আমে*রিকার মিথ্যাচার।
এবারও বাইডেন - ট্রাম্পনেতানিয়াহু মনে করতেছে ইরানের কাছে পার*মাণবিক বো*মা আছে কিংবা তৈরির সক্ষমতা অর্জন করছে।
*ফলাফল: ২০২৫ সালে ইরান আক্রমণ
কিন্তু ইরান দাবি করছে, তারা পার*মাণবিক বো*মা তৈরির দিকে যাচ্ছে না এবং এমন শক্তি অর্জন করে নাই। কিন্তু ট্রা*ম্পনিয়াহু ইতোমধ্যে ইরান আক্রমণ করেছে এবং আরও গুরুতর শয়তানির দিকে এগিয়ে যাচ্ছে।
তবে আমার বিশ্বাস ইরান হারবেনা!
ইরান গা*জা না, এটা খোরাসান ও সামের মিলন স্থান।
দুই বছর ধরে পশ্চিম ও আমেরিকার সাহায্য নিয়েও গাজাই দখল করতে পারেনি, আর ইরান তো বহুত দূরের কথা৷
৮০ লাখ ইহুদি সব সময় একটা কাজই করছে ভয় তৈরি করে রেখেছে, মনোবল ভেঙ্গে জানিয়েছে আমরা দূর্বল অথচ সেল্টারে বার বার তারাই ঢুকছে।
তারা মাইন্ড গেম খেলছে, তাদের জায়োনিস্ট রয়েল ফ্যামিলিগুলো সবসময় মিডিয়া নিয়ন্ত্রণ করে।
এটাই তারা চাচ্ছে। বলা আছে শেষ জামানায় - মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে অন্যায়ের প্রতিবাদটুকু করবেনা, এটাই হচ্ছে।
Iran, don’t stop now!
Our Palestinian children are crying for freedom.
Only you stand beside the oppressed.
The world is silent — but you are not.
Our demand justice for the 56,000 lives lost.
Their blood speaks.
Will you answer the call?
- আনিসুর রহমান