Hafez Md Shihab Uddin

  • Home
  • Hafez Md Shihab Uddin

Hafez Md Shihab Uddin আসসালামুয়ালাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি । ইনশাআল্লাহ

15/07/2025

সূরা আর রহমান সুমধুর সুর কুরআন তেলাওয়াত। Sura Ar Rahman New Quran Twlawot | Hafez Shihab Uddin

আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখুন ।

আমাদের লক্ষ্য-উদ্দেশ্য একটাই দিন প্রচেষ্টার কাজ করতে হবে ইনশাআল্লাহ ।

#সূরা_ফাতিহা
#সূরা_ইয়াসীন
#সূরা_নাবা #সূরা_কাহাফ #সূরা_বাকারা #সূরা_আর_রহমান #সূরা_আল_ইমরান #সূরা_বাংলা_অনুবাদ #সূরা_আল_মূলক #সূরা_নিসা #সূরা_তাওবা #সূরা_মাউন #সূরা_মারিয়ম

আগামী ১৯ জুলাই - ২০২৫ইং। জাতীয় সমাবেশ সফল করুন । ইনশা আল্লাহ, ,! আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন তো ?????     #৩৬জুলাই  #রাজনীত...
15/07/2025

আগামী ১৯ জুলাই - ২০২৫ইং। জাতীয় সমাবেশ সফল করুন । ইনশা আল্লাহ, ,! আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন তো ?????

#৩৬জুলাই #রাজনীতিরখবর #রাজনীতি #জামাতশিবির #এখন

নেতাকর্মীদের উদ্দেশ্য জরুরী বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম  ডা.শফিকুর রহমান। জরুরী বার্তায় তিনি বলেন-১: ...
15/07/2025

নেতাকর্মীদের উদ্দেশ্য জরুরী বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা.শফিকুর রহমান।

জরুরী বার্তায় তিনি বলেন-
১: বি এন পি' বা অন্য কোন দলের সাথে কোন সংঘাতে যাওয়া যাবে না।
২:অনলাইনে উস্কানিমূলক কোন কথা লেখা। বা কারো লেখায় কোন কমেন্টস করা যাবে না।
৩:প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে।

৪:বিএনপি বা অন্য কোন দলের কর্মকান্ডের জন্য কোন প্রকার মিছিল মিটিং করা যাবে না।
৫: কোন ধরনের ভাঙচুর বা মানুষের
জান-মালের ক্ষতি হয়,এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না এবং আমাদের জনশক্তিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন ধরনের ফাঁদে পা দেয়া যাবে না।

না হক গালিগালাজ ও কুৎসার পরিবর্তে নিকৃষ্ট শব্দের ব্যবহার করা মুমিনের কাজ নয়।

#রাজাকার #রাজনীতিরখবর #রাজনীতি #৩৬জুলাই #জামাতশিবির

14/07/2025

ঠিক আছে
তুমি কে আমি কে রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে
নব্য স্বৈরাচার নব্য স্বৈরাচার

এই কুলাঙ্গার মৌলভী টাকা পয়সা খেয়ে গাঁজাখুরি কথা বলতেছে। এরা হইলো চাটুকারি ইহুদী মৌলভী। তিনি আল্লাহর বিধান নাজিল করতেছে...
14/07/2025

এই কুলাঙ্গার মৌলভী টাকা পয়সা খেয়ে গাঁজাখুরি কথা বলতেছে। এরা হইলো চাটুকারি ইহুদী মৌলভী।

তিনি আল্লাহর বিধান নাজিল করতেছে মনে হয়। নাউজুবিল্লাহ,,,,!

কারণ নতুন করে আবার জানতে হলো এই যে, বিএনপির কর্মকান্ডের বিপক্ষে কোন কথা বললে ওযু করে নাকি কথা বলতে হবে?????

এর বক্তব্যগুলো পরিপূর্ণ শুনেছি। শুনে মনে হল, মুতা দুদুর থেকেও বেশি বেফাস কথা বলা শুরু করেছে এই সকল চাটুকারি ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাসী দল করা মৌলভীগণ।
#এখন #আর #না #৩৬জুলাই #রাজনীতিরখবর #রাজনীতি

14/07/2025

চাঁদাকে এখন আর কেউ চাঁদা বলবেন না।
এটার নতুন ভার্সন হলো ব্যবসা।
কি বলেন আপনারা?😃

কয়েক সপ্তাহ ধরে এভাবেই চলছে। কয়েকদিন বা সপ্তাহের ব্যবধানে দেখুন কতটা জুলুম করেছে এরা।এরা যদি ক্ষমতায় আসার আগেই এমন অপ...
12/07/2025

কয়েক সপ্তাহ ধরে এভাবেই চলছে। কয়েকদিন বা সপ্তাহের ব্যবধানে দেখুন কতটা জুলুম করেছে এরা।এরা যদি ক্ষমতায় আসার আগেই এমন অপরাধ করে থাকে, তাহলে ক্ষমতায় আসলে কতটা ভয়ংকর হবে, একবারও ভেবে দেখেছেন কি????

এতো নৃশংসভাবে হত্যা করলো, অথচ হাসিনার মতো একটুও অনুশোচনা নেই এদের। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন, এসব নাকি বিচ্ছিন্ন ঘটনা...! এর দায় নাকি বিএনপি নিবে না...!
আপনারাই বলুন, তাহলে দায় কার???

এই বিএনপির আচরণ দেখতেই পাচ্ছেন আপনারা। এরা চাঁদা তুলে দেয় পুরস্কার, আর ধরা পরলে করে বহিষ্কার। ।।।।

যেই দলে ধর্মীয় আদর্শ নেই, তারাতো এমন করবেই। তাই, আসুন ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করি।

ভাইয়েরা, এখনো সময় আছে। এতো কিছুর পরেও যদি আপনি পরিশুদ্ধ না হন, এই নৃশংস আদর্শ হীন দল পরিত্যাগ না করেন, তাহলে আপনার থেকে কুকুর অনেক ভালো।।। কথাগুলো একটু তিতা লাগলেও, এটাই কুরআনের কথা।।

#৩৬জুলাই #রাজনীতিরখবর #রাজনীতি #

12/07/2025
২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজ...
11/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে।

এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।

মাথায় পাথর মেরে খুন করেছে।

বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।

তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন।

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!
ইনকিলাব জিন্দাবাদ!!

#৩৬জুলাই #রাজনীতিরখবর #রাজনীতি

যারা এদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন। তারা ঐ আন্দোলনের সময় কোথায় ছিলেন??? মৃত্যুর ঝুঁকি নিয়ে যখন আন্দোলনের ডাক দিয...
07/07/2025

যারা এদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন। তারা ঐ আন্দোলনের সময় কোথায় ছিলেন??? মৃত্যুর ঝুঁকি নিয়ে যখন আন্দোলনের ডাক দিয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন??? জুলাই বিপ্লব না হলে আপনাদের অস্তিত্ব সংকটে থাকতেন।
আজ আপনারা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতেই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তৈরী করতেছেন।

মনে রাখবেন এদের অবদান অনস্বীকার্য। তাই, এদেরকে অসম্মান না করে, ভুল করলে সম্মানের সাথে বুঝিয়ে দিন।

যারা নতুন নতুন মাস্টারমাইন্ড তৈরী করতেছেন। তাদের জন্য নিচের লিংকে ক্লিক করে দেখার অনুরোধ রইলো।।। সেদিন এরাই মৃত্যুর ঝুঁকি নিয়ে সরকার পতনের ডাক দিয়েছিল।

নিচের লিংক ক্লিক করে দেখার অনুরোধ রইলো।

লিংক: https://youtu.be/Lw7SVXYJV2Q?si=E2AYyBsfQEQ7oPUJ

#৩৬জুলাই #মহরমমাস #রাজনীতিরখবর #রাজনীতি

04/07/2025

🔴 সরাসরি লাইভ
মহরম মাস পালন করা কি জায়েজ কিনা ?
হাফেজ মোঃ শিহাব উদ্দিন (রাজবাড়ী)

#মহরমমাস #মহরম #মিডিয়া #৩৬জুলাই #রাজনীতিরখবর #রাজনীতি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hafez Md Shihab Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Md Shihab Uddin:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share