
21/09/2023
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক তিন হাজার ৩২৫টি ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারি আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে জেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তিন হাজার ৩২৫টি ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ক) সরলা বেগম (৪৮),
স্বামী - মৃত সেকেন্দার মাতুব্বর,
খ) পলি ওরফে লাকি (২৬), স্বামী- সালেহ আহম্মেদ, উভয় ঠিকানা-গ্রাম-পুখুরিয়া-পুখুরিয়া চৌধুরীকান্দা, উপজেলা- ভাঙ্গা, জেলা-ফরিদপূর,
গ) সেলিম মিয়া (৪৩),পিতা-মৃত ইউসুফ শেখ, ঠিকানা- -গ্রাম-কোদালিয়া, উপজেলা- নগরকান্দা,, জেলা-ফরিদপূর ঘ) শামসুল আলম (৩৬), পিতা- নূর মোহাম্মদ, ঠিকানা- গ্রাম- গোদারবিল, উপজেলা- টেকনাফ, জেলা কক্সবাজার। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। যার নং ৩৩,৩৫ ও ৩৬ তারিখ:২১-০৯-২০২৩