Tahcan Ahmed

Tahcan Ahmed "Dream it, work for it, achieve it. Your journey to success starts here."

12/12/2025

ইনসাফের পথে হাটাটাই কি, হাদীর অপরাধ?
#উসমানহাদি #হাদি #পোস্ট

“শহর যত ব্যস্ত, গ্রামের জীবন তত শান্ত। এই দৃশ্য মনকে থামিয়ে দেয়… 🍃✨❤️
07/12/2025

“শহর যত ব্যস্ত, গ্রামের জীবন তত শান্ত। এই দৃশ্য মনকে থামিয়ে দেয়… 🍃✨❤️

ফরিদপুর চর কমলাপুর ৬তলা মসজিদ 🕌 মাশাআল্লাহ
07/12/2025

ফরিদপুর চর কমলাপুর ৬তলা মসজিদ 🕌 মাশাআল্লাহ

মিরপুর চিড়িয়াখানা থেকে সিংহ পালানোর খবরে প্রথমে খুব মজা পাচ্ছিলাম।অনেকে ট্রল করছিল,ফান করছিল,পালানোর নানা রকম কারণ দেখাচ...
06/12/2025

মিরপুর চিড়িয়াখানা থেকে সিংহ পালানোর খবরে প্রথমে খুব মজা পাচ্ছিলাম।
অনেকে ট্রল করছিল,ফান করছিল,পালানোর নানা রকম কারণ দেখাচ্ছিল সেসব ও এনজয় করছিলাম।
এরপর সামনে আসলো সেই সিংহের খাচায় ফেরত যাওয়ার পরের ছবি।
এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে।
সারাদিন আমরা মানবতার কথা বলি আর এই হচ্ছে আমাদের মানবতা।
বিনোদনের জন্য খাচায় রাখছেন রাখেন,আমি বললেও চিড়িয়াখানা কখনো বন্ধ হবে না,বাট যাদের দেখায় সংসার চালাচ্ছেন,নিজের রুজি রুটির ব্যবস্থা করছেন,অন্তত তাদের হকটা তাদের দিয়েন।
একটু ভালো অবস্থায় যেনো থাকতে পারে এইটুক মানবতা এটলিস্ট দেখাইয়েন।
ওদের ভাগটাও নিজেরা মেরে খাইয়েন না 🙏

রাগ হলে চুপ থাকুন। কারণ, আপনার রা'গ তো কিছু সময় পর কমে যাবে; কিন্তু রা*গ্নিত অবস্থায় বলা কিছু শব্দ কারো অন্তরে সারাজীবনে...
02/12/2025

রাগ হলে চুপ থাকুন। কারণ, আপনার রা'গ তো কিছু সময় পর কমে যাবে; কিন্তু রা*গ্নিত অবস্থায় বলা কিছু শব্দ কারো অন্তরে সারাজীবনের জন্য রয়ে যাবে। 🖤

01/12/2025

বড় হয় এখন বুঝতে পারতেছি ছোটবেলাটাই সবচেয়ে বেশি সুন্দর ..!!💔💛

মৃত মায়ের দুধ পান করছে ঘোড়ার বাচ্চাটি, এই ছবিটি কতটা মর্মাহত করেছে বুঝাতে পারবো না! ঘোড়াগুলোকে নিয়মিত দেখি, রাজেন্দ্...
30/11/2025

মৃত মায়ের দুধ পান করছে ঘোড়ার বাচ্চাটি, এই ছবিটি কতটা মর্মাহত করেছে বুঝাতে পারবো না!

ঘোড়াগুলোকে নিয়মিত দেখি, রাজেন্দ্র কলেজ সংলগ্ন শিশু একাডেমির রাস্তায় নিয়মিত দেখা যায়। ঘোড়ার বাচ্চাটির মা ঘোড়া আজ কোন কারণে মারা যায়, এরপর থেকেই বাবা ঘোড়াটি এখানেই দাড়িয়ে আছে না খেয়ে। বাচ্চাটি ক্ষুধায় মৃত মায়ের দুধ পান করছে। ঘোড়াগুলোর যিনি মালিক ছিলেন তিনিও নাকি মারা গেছেন।

আমি জানিনা এমন অবস্থায় আমরা কি করতে পারি। তবে কেউ কোন ভাবে সহযোগিতা নিয়ে এগিয়ে আসা সম্ভব হলে এগিয়ে আসুন, নয়ত বাচ্চটাও মারা যেতে পারে ক্ষুধায়!

আমাদের চোখের সামনে এই বাচ্চাটি ক্ষুধায় মারা যাবে এটা আমরা ফরিদপুরবাসী হতে দিতে পারি না!

✍️mahmudul Hasan Walid

30/11/2025

মানুষকে খুশি রাখার মত কঠিন কাজ, পৃথিবীতে আর নেই 💔

30/11/2025

মারা যাওয়ার পরও, টাকার প্রতিই শুধু মানুষের টান থেকে যায়।

"হাসির আড়ালেও অনেক গল্প থাকে।"
29/11/2025

"হাসির আড়ালেও অনেক গল্প থাকে।"

Address

Faridpur
7830

Telephone

+8801619172590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahcan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share