নগদ খবর

নগদ খবর নিউজ মিডিয়া

31/07/2025
25/07/2025

নগরকান্দায় ইউপি সদস্যের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: এলাকাবাসীর তীব্র প্রতিবাদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে স্থানীয়রা দাবি করেন, নরসিংহপুর গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিজেকে “পুরুষ শাসিত সমাজের সমাজপতি” আখ্যা দিয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছেন।

প্রতিবাদ সভায় ইউপি সদস্য গিয়াস উদ্দিন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন— “কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি এলাকার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে অপমানিত করার ষড়যন্ত্র চলছে।”

এ সময় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল গিয়াস উদ্দিনের পক্ষে সাক্ষ্য দিয়ে বলেন— “গিয়াস মেম্বার একজন সৎ, ভদ্র ও নিষ্ঠাবান ব্যক্তি। তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এলাকাবাসীর পক্ষ থেকেও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

19/07/2025

জুলাই অভ্যুথানের শহীদদের স্মরনে নগরকান্দায় বিএনপির মৌন মিছিল

জুলাই অভ্যুথানের শহীদদের স্মরনে নগরকান্দায় বিএনপির মৌন মিছিল নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:জুলাই- আগষ্টের ছাত্র জনতার গন...
18/07/2025

জুলাই অভ্যুথানের শহীদদের স্মরনে
নগরকান্দায় বিএনপির মৌন মিছিল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

জুলাই- আগষ্টের ছাত্র জনতার গন অভ্যুথানের সকল শহীদদের স্মরনে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নগরকান্দা পেট্রোল পাম্প চত্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মডেল মসজিদ চত্বরে এসে শেষ হয়।

মৌন মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সদ্য সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সদ্য সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু,সদ্য সাবেক সহ সভাপতি মাহাবুব আলী মিয়া,সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম জাজরিস, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফকির, দাউদ আলী মাষ্টার, গোলজার শরীফ,রেজাউল আলম রিজু,মনিরুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল,ফরিদপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ,যুবদল নেতা বাবু, রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা মিরান,খালিদ,জামাল মাতুব্বর,ওলামা দল নেতা মাওলানা সাইফুর রহমান, মজিবর রহমান, শ্রমিক দল নেতা মাসুদ, লাকু, ছাত্রদল নেতা সুজন,আলী আকবর শরীফ আরমান প্রমুখ।

জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।

14/07/2025

নগরকান্দা পৌরসভার ৭ নং ওয়াডে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে ওয়াডবাসী।

সুব্রতের পাশে প্রভাতের হাসি ফাউন্ডেশন — দারিদ্র্যকে হারিয়ে এগিয়ে চলা এক স্বপ্নযাত্রাসালথা প্রতিনিধিঃদারিদ্র্য যেন হার মা...
13/07/2025

সুব্রতের পাশে প্রভাতের হাসি ফাউন্ডেশন — দারিদ্র্যকে হারিয়ে এগিয়ে চলা এক স্বপ্নযাত্রা

সালথা প্রতিনিধিঃ
দারিদ্র্য যেন হার মানতে বাধ্য হলো অদম্য ইচ্ছাশক্তির কাছে। ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামের মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার কুণ্ডু এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগালেও, কলেজে ভর্তি অনিশ্চয়তায় আটকে ছিল তার ভবিষ্যৎ। তবে গণমাধ্যমে খবর প্রকাশের পর সুব্রতের পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতের হাসি ফাউন্ডেশন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সালাহউদ্দিন আহমেদ পিনু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বল্লভদী ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংকটে পাশে থাকার চেষ্টা করছেন তারা। সুব্রতের অসাধারণ সাফল্য এবং পরিবারের অভাব-অনটন তাদের নাড়া দিয়েছে। তাই কলেজে ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।

এই মানবিক উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রভাতের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা, ওয়ান গ্রুপের পরিচালক ও বিজিবিএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমান মিয়া। তিনি জানিয়েছেন, সুব্রতের মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব।

সুব্রতের স্কুল ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় এ বছর এসএসসি পরীক্ষায় যেখানে পাশের হার মাত্র ৩৩.৩৩ শতাংশ, সেখানে মানবিক বিভাগ থেকে সে একা জিপিএ-৫ অর্জন করে সবার নজর কাড়ে। তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় সুব্রতের বাবা সুধীর কুণ্ডু একজন ক্ষুদ্র মুদি দোকানদার, আর মা গৃহিণী। অভাব-অনটনের মাঝেও হার মানেনি এই তরুণ।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলে। তারপরই এগিয়ে আসে প্রভাতের হাসি ফাউন্ডেশন, সুব্রতের স্বপ্ন পূরণের সাথী হয়ে।

নগরকান্দায় জামায়াতের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিতনগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী...
13/07/2025

নগরকান্দায় জামায়াতের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে মহাসমাবেশ সফল করতে ফরিদপুরের নগরকান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৩ জুলাই) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে দক্ষিণ বিলনালিয়া ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সোহরাব হোসেন।

তিনি বলেন, “দেশের সংকটময় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর ৭ দফা শুধু দলের নয়, এ দেশের আপামর জনতার প্রাণের দাবি। ঢাকার মহাসমাবেশে জনতার ঢল নামিয়ে তা প্রমাণ করতে হবে।”

সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা দেশের বর্তমান অবস্থা, জনগণের মৌলিক অধিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের ধারাকে বেগবান করার উপর গুরুত্বারোপ করেন।

প্রস্তুতি সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধনফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করার ...
13/07/2025

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনতা।
রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘ফরিদপুরের সর্বস্তরের জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যানবাহনের চাপ অনেকগুণ বেড়েছে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি এখনো দুই লেনের। এতে প্রতিনিয়ত যানজটে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।”

তাঁরা আরও বলেন, “ফরিদপুর বিভাগের দাবি বাস্তবায়ন করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। এই সড়ক চার লেনে উন্নীত হলে ফরিদপুরের অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতি আরও গতিশীল হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে সড়কটিকে চার লেনে উন্নীত করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

সড়ক নয় যেন মরণ ফাঁদ! নগরকান্দার ফুলসুতি-ভবুকদিয়া সড়কের বেহাল দশানিজস্ব প্রতিবেদক ॥ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউন...
12/07/2025

সড়ক নয় যেন মরণ ফাঁদ! নগরকান্দার ফুলসুতি-ভবুকদিয়া সড়কের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক ॥

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ফুলসুতি বাজার থেকে ভবুকদিয়া পর্যন্ত সংযোগ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এক সময়ের চলাচলযোগ্য সড়কটি আজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।

উক্ত সড়কটি ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম হলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল, যার ফলে কিছু দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে সড়কটি প্রায় পুকুরে রূপ নেয়, যা যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কটির এমন অবস্থায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজন পথচারী ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ বাড়ছেই। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “এই সড়কে প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী চলাচল করে। রাস্তায় বড় বড় গর্ত আর কাদার কারণে অনেক সময় পড়ে গিয়ে আহত হয়। কিন্তু দেখার যেন কেউ নেই!”

তাদের একটাই দাবি—অতি দ্রুত যেন এই সড়কের পুনঃসংস্কার ও দৃঢ় মানসম্পন্ন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তা না হলে জনদুর্ভোগ ও দুর্ঘটনা আরও বাড়বে, এমন শঙ্কা করছেন সচেতন মহল।

অবিলম্বে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ।

12/07/2025

মাদক ব্যবসায়ী রবিউল মেম্বারের বাড়িতে ডিবি পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার।

সোহাগ হত্যার প্রতিবাদে ফরিদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরে সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উ...
12/07/2025

সোহাগ হত্যার প্রতিবাদে ফরিদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও সচেতন জনতা। শনিবার (১২ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজেন্দ্র কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা হাতে পোস্টার, ব্যানার ও কালো পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, "সোহাগ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, এটি পরিকল্পিত এবং বর্বরোচিত। আমরা আর কোনো সোহাগকে হারাতে চাই না।"

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা সোহেল রানা, কাজী রিয়াজ, জনি বিশ্বাসসহ আরো অনেকে। তাঁরা বলেন, "এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়ের প্রশ্নে আমরা এক চুলও পিছু হটবো না।"

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আন্দোলন আরও তীব্র হতে পারে।"

উল্লেখ্য, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি ফরিদপুর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

দারিদ্র্যকে জয় করে আলোর পথে—ভবিষ্যতের স্বপ্নে বুক বাঁধে সুব্রতনগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:কখনো কখনো মানুষ শুধু স্বপ্ন ...
11/07/2025

দারিদ্র্যকে জয় করে আলোর পথে—ভবিষ্যতের স্বপ্নে বুক বাঁধে সুব্রত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

কখনো কখনো মানুষ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে ছুঁয়ে ফেলে। আর সেই স্পর্শ করা স্বপ্নের পেছনে থাকে না আলোঝলমলে শহর, থাকে না অভিজাত কোচিং বা ডিজিটাল সুবিধা। থাকে কেবল মাটির গন্ধে বেড়ে ওঠা এক কোমল হৃদয়ের সাহস, মায়ের চোখের জল, বাবার শেষ রোজগারের টাকায় কেনা কলমের নিব।

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামের এক নিভৃত কোণে বেড়ে ওঠা এমনই এক কিশোর—সুব্রত কুমার কুন্ডু। ক্ষুদ্র মুদি দোকানি সুধির কুন্ডু আর গৃহিণী মায়ের সংসারে বেড়ে ওঠা সুব্রত কখনো জানেনি স্মার্টফোন কী, ইন্টারনেট কীভাবে চলে, কিংবা কোচিং সেন্টার কেমন জিনিস। তবু তার হৃদয়ে ছিল অদম্য এক আগ্রহ—ভবিষ্যতের মুখোমুখি দাঁড়ানোর সাহস।

তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সুব্রত ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নেন এসএসসি পরীক্ষায়। পরীক্ষার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। দুর্বল শরীর, শীর্ণ গলা—তবু মা’র আঁচল ধরে, বাবার ভরসার বাক্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন।

মাঝে মাঝে কেঁদে উঠে বলতেন—“আমি পারবো না মা, আমি ফেল করবো!” কিন্তু মা শুধু মাথায় হাত বুলিয়ে বলতেন, “ভরসা রাখ, তুই পারবি!”

আজ সেই কথার সত্যতা প্রমাণ করে সুব্রত এসএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। স্কুলটির যেখানে পাশের হার মাত্র ৩৩.৩৩ শতাংশ, সেখানে তিনি একাই যেন হয়ে উঠেছেন আলো ছড়ানো এক প্রদীপ।

তবে এই প্রদীপের আলো ছুঁতে পারছে না ভবিষ্যতের অন্ধকার।
কলেজে ভর্তি হওয়া, বই কেনা, পাঠ চালিয়ে যাওয়া—সবই এখন একেকটি স্বপ্নের মতো দূরে। দরিদ্রতার বেড়াজালে বন্দি সুব্রতর পরিবার জানে না, আগামী দিনগুলো কিভাবে চলবে।

তাদের এখন একটিই প্রার্থনা—
“আমার ছেলেটা মেধাবী, পরিশ্রমী—কেউ যদি তার পাশে দাঁড়াতো! সমাজের কেউ যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিত!”

সুব্রতের এই সংগ্রামের কথা পৌঁছে গেছে প্রশাসনের কানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালি জানান,
“সুব্রতের কৃতিত্বকে আমরা সম্মান জানাই। তার উচ্চশিক্ষায় প্রয়োজনীয় সহায়তা পেতে সে উপজেলা প্রশাসনের পাশে পাবে।”

এমন মেধাবীদের পাশে দাঁড়ানো মানে কেবল একজন মানুষকে এগিয়ে দেওয়া নয়—সমাজকে আলোকিত করার দায়িত্বও বয়ে নেওয়া। সুব্রতের মতো প্রতিভারা যেন অভাবে থেমে না যায়—এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

Address

শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক নগরকান্দা প্রেসক্লাব, নগরকান্দা
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when নগদ খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share