01/08/2025
নগরকান্দায় ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ‘বিজয় মিছিল’ সফল করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল।
সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, ফুলসুতি ইউনিয়নের মনিরুজ্জামান মিয়া, রামনগরের আব্দুস সালাম ব্যাপারী, কাইচাইল ইউনিয়নের গোলজার শরীফ, ডাঙ্গী ইউনিয়নের ফারুক হোসেন, পুরাপাড়ার মশিউর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের মিরান মোল্লা, খালিদ হোসেন, জামাল মাতুব্বর, শ্রমিক দলের মাসুদুর রহমান এবং ওলামা দলের মজিবর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ৫ আগস্ট বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নেতৃত্বে নগরকান্দা উপজেলা সদরে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সব নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।