LBK Lùcķy

LBK Lùcķy I'm lučky

শহীদ ভাইদের তাজা রক্তের দাগ এখনো শুকায় নাই।
30/07/2024

শহীদ ভাইদের তাজা রক্তের দাগ এখনো শুকায় নাই।











কথা পরিষ্কার। কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।
17/07/2024

কথা পরিষ্কার।
কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।

তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশের এমন অমানবিক আচরনের।😡😡
17/07/2024

তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশের এমন অমানবিক আচরনের।😡😡

17/07/2024

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়😭😭
17/07/2024

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়😭😭

ভালোবাসা সুন্দর,কেননা ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজারগুন বেড়ে যায়। এই অনূভুতিটা এমনই!🖤
26/10/2023

ভালোবাসা সুন্দর,কেননা ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজারগুন বেড়ে যায়। এই অনূভুতিটা এমনই!🖤

15/08/2023
বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে চারিদিকে তুলকালাম কান্ড। এইদিকে আমার প্লেটে মাংস কম পরেছে চারিদিকে চেয়েও মা...
14/08/2023

বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে চারিদিকে তুলকালাম কান্ড। এইদিকে আমার প্লেটে মাংস কম পরেছে চারিদিকে চেয়েও মাংস দেয়ার মত কাউকে পেলাম না। অবশেষে অনেক উঁকিঝুঁকির পর দেখি কন্যারে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে প্লেট হাতে নিয়ে বাবুর্চি টাইপের এক লোকরে বললাম, ভাইসাব গরুর মাংসের হাড়ি কোথায়? সে আমার দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলে উঠলো, ছেলে উদাও হয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পরে আছেন।
বুঝলাম না ছেলে গেছে তো কি হইছে আমারে দাওয়াত দেয়া হইছে আমি খেতে এসেছি। এইদিকে কন্যা চিৎকার করে বলছে, আমি বিয়ে না করে উঠবোনা এক্ষুনি আমাকে বিয়ে দিতে হবে। আমিও প্লেট হাতে নিয়ে বললাম, হক কথা বারবার কন্যা সাজা ভালো লক্ষণ না আজই বিয়ে হওয়া উচিত। দেখলাম দুইতিনজন সহমত জানিয়ে মাথা নাড়া দিলো।
কন্যা আবার বলে উঠলো, এই মুহুর্তে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিবো। আমি মুরগির রানে কামর দিয়ে বললাম, দেয়াই উচিত এভাবে অপমান মেনে নেয়া যায়না। এবারও কয়েকজন পাব্লিক মাথা নেড়ে বললো, ঠিক ঠিক।
কন্যা কাঁদো কাঁদো স্বরে বললো, আব্বা আমি কিন্তু এক কথা দুইবার বলবো না। তাড়াতাড়ি ব্যবস্থা করেন নয়তো অঘটন ঘটে যাবে। মাংস শেষ হাড্ডিতে কামড় দিয়ে বললাম, দ্রুত ব্যবস্থা না হলে ভাংচুর হবে। এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো কন্যার বাপ আমার হাত ধরে বললো, করো কি? আমি বললাম, কিছু করিনা মাংসের হাড়িটা কোথায় বলতে পারেন? সে টাইট করে হাত চেপে বললো, টাকা দুই লাখ দিবো ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করবা। আশেপাশের সবাই বললো, ঠিক ঠিক বিয়ে করা উচিত।
আমি দুইলাখ কেন দশলাখ দিলেও বিয়ে করবোনা বলতে গেছিলাম কিন্তু সবার চোখের দিকে তাকিয়ে ভিতরের কথা ভিতরে রয়ে গেছে। হবু শ্বশুর আব্বা টেনে চেয়ারে বসিয়ে বললেন, এই জামাইরে মাংস দিয়া যাও। মাংস দূরে থাক পানিও এখন গলা দিয়ে নামছেনা। এ কি মুসিবতে পরলাম....😀😀
(Collected)

Address

Faridpur
7800

Telephone

+8801787996340

Website

Alerts

Be the first to know and let us send you an email when LBK Lùcķy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LBK Lùcķy:

Share