25/03/2025
ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত একমাত্র সত্য ধর্ম, যা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে অবতীর্ণ হয়েছে। এই ধর্মের মূল ভিত্তি হলো **আল্লাহর একত্ববাদ (তাওহিদ)** এবং **রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত**।
# # # **আল্লাহর পথে চলার মূল নীতিসমূহ:**
১. **ঈমান (বিশ্বাস):**
- আল্লাহ তাআলার একত্বে বিশ্বাস করা।
- ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা।
- আল্লাহর কিতাবসমূহে (তাওরাত, যাবুর, ইঞ্জিল, কুরআন) বিশ্বাস করা।
- নবী-রাসুলগণের প্রতি বিশ্বাস রাখা।
- আখিরাত (পরকাল) ও কিয়ামত দিবসে বিশ্বাস করা।
- তাকদির (ভাগ্য) এর ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে বলে বিশ্বাস করা।
২. **ইবাদত (আল্লাহর উপাসনা):**
- নামাজ, রোজা, জাকাত, হজ্জ ইত্যাদি ফরজ ইবাদতসমূহ নিষ্ঠার সাথে পালন করা।
- কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও সুন্নত আমল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা।
৩. **আখলাক (নৈতিকতা):**
- সত্য কথা বলা, আমানতদারি, ধৈর্য ধারণ করা, ক্ষমা প্রদর্শন করা।
- অহংকার, হিংসা, ঘৃণা, মিথ্যা ও গিবত থেকে দূরে থাকা।
৪. **দাওয়াত ও জিহাদ:**
- সত্যের দিকে মানুষকে ডাকা (আল্লাহর পথে দাওয়াত দেওয়া)।
- অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা (জিহাদ ফি সাবিলিল্লাহ)।
# # # **আল্লাহর পথে চলার উপকারিতা:**
- দুনিয়ায় শান্তি ও পরকালে জান্নাত লাভ।
- আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জন।
- সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা।
> **কুরআনে ইরশাদ হয়েছে:**
> **"নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।"** (সুরা আল-ইমরান, ৩:১৯)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন। আমিন।
আপনার যদি ইসলাম বা আল্লাহর পথ সম্পর্কে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, তাহলে জানাতে পারেন।