Mitu's World

Mitu's World Digital video creator
(1)

দুনিয়াতে তুমিই একমাত্র চাঁদ,যার উপর মাম্মির সকল রাগ খাঁটে। তুমি শুধুই আমার। আমার ৩য় নাম কারিফের মা। হ্যাপি বার্থডে আমার ...
06/11/2025

দুনিয়াতে তুমিই একমাত্র চাঁদ,যার উপর মাম্মির সকল রাগ খাঁটে। তুমি শুধুই আমার। আমার ৩য় নাম কারিফের মা। হ্যাপি বার্থডে আমার একমাত্র চাঁদ❤️❤️

রীতিমতো ম্যাডাম কে জোর করেই😐😐
03/11/2025

রীতিমতো ম্যাডাম কে জোর করেই😐😐

তুমি আমার অনেক শখের। আমার জীবন্ত খেলনা পুতুল। শুভ জন্মদিন আমার শখের পুতুল। মাশাল্লাহ❤️❤️
02/11/2025

তুমি আমার অনেক শখের। আমার জীবন্ত খেলনা পুতুল। শুভ জন্মদিন আমার শখের পুতুল। মাশাল্লাহ❤️❤️

সময়ের সাথে সাথে কতো শখই হারিয়ে যায়🙂🙂
29/10/2025

সময়ের সাথে সাথে কতো শখই হারিয়ে যায়🙂🙂

মায়ের বুঁকে এখন আর তার এভাবে ঘুমানো হয় না। অনেক দিন পরেই সুযোগ টা হয়েছিলো। মাঝে মাঝে ভাবি এই যে আমার বাচ্চাটা আমার বুঁক ...
29/10/2025

মায়ের বুঁকে এখন আর তার এভাবে ঘুমানো হয় না। অনেক দিন পরেই সুযোগ টা হয়েছিলো। মাঝে মাঝে ভাবি এই যে আমার বাচ্চাটা আমার বুঁক ছাড়া হয়ে গেলো,আর তো বুঁকে আসার সুযোগ নাই। এরপরে আস্তে আস্তে শুধু দূরেই চলে যাবে। ওর নিজের আলাদা একটা জগৎ তৈরি হবে। তখন আর চাইলেও ওকে এভাবে বুঁকে জরিয়ে রাখতে পারবো না। এইতো সেদিন ওটি তে তার সাথে ১ম সাক্ষাৎ ,তার নরম গালে ১ম চুমু খেলাম। আর হুট করেই বড় হয়ে গেলো🥺🥺।

গতোবছর এই দিনে ছবিগুলো তোলা। খুব বেশি মিস করি সময়টা। যদিও এখন পাখির ছানা আমার বুঁকে আলহামদুলিল্লাহ। তবে পেটের মধ্যে তার ...
27/10/2025

গতোবছর এই দিনে ছবিগুলো তোলা। খুব বেশি মিস করি সময়টা। যদিও এখন পাখির ছানা আমার বুঁকে আলহামদুলিল্লাহ। তবে পেটের মধ্যে তার নরাচরা,লাথি দেয়া এই ফিলিংসি গুলো অনেক বেশি মিস করি🥺।

বেঁচে থাকতে যেই মানুষ টা তোমায় মূল্য দেয়নি,কিভাবে আশা করো মারা যাওয়ার পর সে তোমায় মনে করে আফসোস করবে।
22/10/2025

বেঁচে থাকতে যেই মানুষ টা তোমায় মূল্য দেয়নি,কিভাবে আশা করো মারা যাওয়ার পর সে তোমায় মনে করে আফসোস করবে।

হলুদ যদি হিমুর প্রিয় রং হয় তবে কি রূপার  প্রিয় নীল..... কিন্তু রূপার তো প্রিয় ইচ্ছা ছিল পূর্ণিমা রাতে হিমুর হাত ধরে হাঁট...
19/10/2025

হলুদ যদি হিমুর প্রিয় রং হয় তবে কি রূপার প্রিয় নীল..... কিন্তু রূপার তো প্রিয় ইচ্ছা ছিল পূর্ণিমা রাতে হিমুর হাত ধরে হাঁটার❤️

আমি নাই কোথাও🥺
19/10/2025

আমি নাই কোথাও🥺

ফুসকা তে এক কামড় দিয়েই ২টা আইসক্রিম শেষ🥵🥵
18/10/2025

ফুসকা তে এক কামড় দিয়েই ২টা আইসক্রিম শেষ🥵🥵

18/10/2025

আমারো ঘুষি মেরে,
আয়না
ভাঙতে মনে চাচ্ছে😐😐

কদবেল,বরই আমার খুবই পছন্দ। আর আমার বাবার পরে আমার এই পছন্দ গুলোর খেয়াল যেই মানুষ টা রাখেন,সে হচ্ছে আমার শ্বশুর। আলহামদুল...
17/10/2025

কদবেল,বরই আমার খুবই পছন্দ। আর আমার বাবার পরে আমার এই পছন্দ গুলোর খেয়াল যেই মানুষ টা রাখেন,সে হচ্ছে আমার শ্বশুর। আলহামদুলিল্লাহ ফরিদপুর গেলে তাকে আমার বলতে হয় না,আব্বু আমার জন্য এটা এনো ওটা এনো। সে জানে আমার কোনটা পছন্দ। নিজে থেকেই এনে হাজির করে। আবার বাইরে বের হওয়ার সময় আমাকে যখন জিজ্ঞেস করে তোমার কিছু লাগবে। কি যে শান্তি পাই আমি এন্ড আমি নির্দ্বিধায় তাকে বলতেও পারি। আমার আবদার করার সবথেকে বড় যেই জায়গাটা ছিলো,সেটা আমি হারিয়েছি। তবে আমার শ্বশুর যতোদিন বেঁচে আছে ,ততোদিন আমার আবদার করার মানুষ ,আমার পছন্দের খেয়াল রাখার মানুষ ও আছে আলহামদুলিল্লাহ😇😇।
আজকে তার নাতি নাতনির জন্য ব্যাগ ভর্তি করে খেলনা নিয়ে আসছে বাসায়। সাথে আমার পছন্দের জিনিস ও কিন্তু নিয়ে আসছে😇।

Address

Jiltuli
Faridpur
7804

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitu's World:

Share