Roam Rudder

Roam Rudder স্বাগতম! "আপনার যা কিছু দেখার দেখে নিন, কারণ ভবিষ্যতে আপনি কেবলই ধ্বংসস্তূপ দেখতে পারবেন।"
(8)

শরতের কাশফুল 🌸
11/09/2025

শরতের কাশফুল 🌸

08/09/2025

ফরিদপুরের গর্ব – ভাইরাল আকোট কাশবন এখন ট্যুরিস্টদের হটস্পট #কাশফুল #সদরপুর #ফরিদপুর

শুভ সকাল,বাংলার পথে প্রান্তরে 🙌
29/08/2025

শুভ সকাল,বাংলার পথে প্রান্তরে 🙌

ভ্রমণ শুধু পথচলা নয়, ভ্রমণ হলো স্রষ্টার সৃষ্টি দেখা।যদি ভ্রমণ না করেন, তবে কিভাবে দেখবেন প্রকৃতির এমন অপূর্ব নিখুঁত সৌন্...
28/08/2025

ভ্রমণ শুধু পথচলা নয়, ভ্রমণ হলো স্রষ্টার সৃষ্টি দেখা।
যদি ভ্রমণ না করেন, তবে কিভাবে দেখবেন প্রকৃতির এমন অপূর্ব নিখুঁত সৌন্দর্য?
লোকেশন: ফরিদপুরের সালথা উপজেলা, খোয়ার গ্রাম – যেখানে প্রতিটি দৃশ্য যেন একেকটি জীবন্ত ছবি

শুভ সকাল ❤🙌আপনার এলাকায় এটা কি নামে কি পরিচিত❓
27/08/2025

শুভ সকাল ❤🙌
আপনার এলাকায় এটা কি নামে কি পরিচিত❓

ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন। 🌿ভোরের স্নিগ্ধ আলোয় কখনও কি দেখেছেন হাজারো শাপলার একসাথে ফুটে থাকা দৃশ্য? মনে হবে, প্...
25/08/2025

ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন। 🌿
ভোরের স্নিগ্ধ আলোয় কখনও কি দেখেছেন হাজারো শাপলার একসাথে ফুটে থাকা দৃশ্য? মনে হবে, প্রকৃতি যেন লাল আর সাদা রঙে সাজিয়ে রেখেছে তার গোপন বাগান। কেউ শাপলা তুলছে, কেউ মাছ ধরছে, আর সকালের মিষ্টি রোদ আপনার গায়ে এসে মাখামাখি করছে।
আজ আমরা গিয়েছিলাম আষাঢ়ের বিল— ফরিদপুর জেলার ভেতর বর্তমানে সবচেয়ে বেশি শাপলা ফুটতে দেখা যায় এখানে। বিশ্বাস করুন, যদি মন খারাপ থাকে তবে একবার ঘুরে আসুন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনার মন ভালো করে দেবে। 🌸✨
{ আশেপাশে খোঁজ নিলেই নৌকা পাবেন,তবে বানিজ্যিক ভাবে নৌকা পাওয়া যায়না,ছোটো মাছ ধরার নৌকাগুলো ২ জন চড়তে পারবেন,শাপলা খুব ভোরে ফুটে এবং সন্ধ্যার আগে।ভোরে গেলে ৬ টা থেকে সাড়ে ৬ টার ভিতর থাকবেন }
📍 লোকেশন: আষাঢ়ে বিল, খোয়ার গ্রাম, সালথা উপজেলা, ফরিদপুর।
#শাপলা #খোয়ারগ্রাম #ফরিদপুর

24/08/2025

পাটের দাম কেমন?জেনে নিন।
#হাট #বাজার

মাছে-ভাতে বাঙালি" প্রবাদটি বাঙালির খাদ্য সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যা মাছ ও ভাতের সহজলভ্যতা ও স্বাদ বোঝায়। ...
23/08/2025

মাছে-ভাতে বাঙালি" প্রবাদটি বাঙালির খাদ্য সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যা মাছ ও ভাতের সহজলভ্যতা ও স্বাদ বোঝায়। বর্ষার শুরুতে বাংলার খাল-বিল-ডোবায় বিভিন্ন ছোট, রঙিন মাছ পাওয়া যায়, যা বাঙালি রসনার বৈচিত্র্য ও স্বাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় ও চাষ করা মাছ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। #ছোটোমাছ #মাছ

21/08/2025

কৃষ্ণপুরের কলার হাট ! রবিবার এবং বুধবার বেশ জমজমাট হাট বসে। #হাট #কলা #বেচাবিক্রি

19/08/2025

মজুমদার বাজার,যেখানে শহরের থেকে তিনগুন সস্তায় সবজি বিক্রি হয় ! #বাজার #কেনাবেচা #সবজি

🌊 আড়িয়াল খাঁ নদী আজ উচ্ছ্বসিত — পাড় ছুঁয়ে সমান সমান বয়ে চলেছে উত্তাল পানি 🌊🚤 চন্দ্রপাড়া ট্রলার ঘাট এখন যেন নদীর বুকের অং...
15/08/2025

🌊 আড়িয়াল খাঁ নদী আজ উচ্ছ্বসিত — পাড় ছুঁয়ে সমান সমান বয়ে চলেছে উত্তাল পানি 🌊
🚤 চন্দ্রপাড়া ট্রলার ঘাট এখন যেন নদীর বুকের অংশ! 🌅
#আড়িয়ালখা #নদী

বাংলার পথে প্রান্তরে 👣আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থল ✅খুব ভোরে, Raihan Sheikh  সঙ্গে বেরিয়ে পড়লাম আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্...
04/02/2025

বাংলার পথে প্রান্তরে 👣
আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থল ✅

খুব ভোরে, Raihan Sheikh সঙ্গে বেরিয়ে পড়লাম আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থল দেখার উদ্দেশ্যে। চন্দ্রপাড়া ঘাট থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে রওনা দিলাম কাজিকান্দির দিকে। এলোমেলো পথঘাট আর ফসলের মাঠের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির রূপ মন ভরিয়ে দিচ্ছিল। পথে চোখে পড়ল গৃহস্থালির বাড়িগুলোর উঠোনে গোয়ালে বাঁধা গরু, আর ফাঁকা মাঠগুলো যেন প্রকৃতির খোলা চিত্রকর্ম।

হাঁটতে হাঁটতে দেখা পেলাম অতিথি পাখিদের ঝাঁক। কোথাও বিকাশ খই গাছের সারি, আর কোথাও গ্রামের শান্ত পরিবেশ। প্রায় ৫ কিলোমিটার হাঁটার পর অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত স্থানে—আড়িয়াল খাঁ নদীর উৎপত্তিস্থল। পদ্মা নদীর শীতকালের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো—পরিষ্কার নীল পানি যেন আকাশের টুকরো নদীর বুকে ভাসমান।

ফেরার পথে নতুন এক পথ ধরে ফিরে এলাম। এ পথ ছিল আরও নিরিবিলি আর মোহনীয়। চারপাশের দৃশ্যপট আরও রঙিন—মাঠের মধ্যে ছড়িয়ে থাকা সরিষা ফুলের হলুদ আভা আর বটগাছের ছায়া যেন ফিরে যাওয়ার পথটিকেও রাঙিয়ে তুলল। নদীর হাওয়া, মাঠের সজীবতা আর প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে ফিরলাম বাড়ি, হৃদয়ে রয়ে গেল এক অনন্য অভিজ্ঞতার মায়া।

আপনার সুযোগ থাকলে আপনিও বেরিয়ে পড়ুন এই অপরূপ বাংলা দেখতে। হয়ত আপনিও অনুভব করবেন প্রকৃতির এক অনন্য মায়াবি টান।

#বাংলার_প্রকৃতি #নদীর_অবগাহন #গ্রামের_পথে #অতিথি_পাখি #অজানাRudder
#ফরিদপুর

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roam Rudder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share