30/11/2024
অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষ টা অভিমানের মূল্য দেয়। অভিমান আদুরে একটা শব্দ। যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি, আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা। মানুষ সবার উপর রাগ করতে পারে, তবে সবার উপর অভিমান করতে পারে না। অভিমান হয় একান্তই নিজের মানুষের উপর;যার উপর অধিকার আছে।অধিকার বোধ থেকেই অভিমানের জন্ম হয়। মানুষ তার সবচেয়ে কাছের কিংবা খুব শখের মানুষ টার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে। অভিমান ঠিক ঠাক বুঝতে হয়। যত্ন নিতে হয়, গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। সেখানেই সম্পর্ক টা সুন্দর 🖤