B&W Hakim

B&W Hakim Nature is the best gift from Allah. We try to capture some of the natural beauty�

সামান্য অর্থ, আর স্বার্থের জন্য–মানুষ পূর্বের সব কথা ভুলে যায়।💔
12/11/2025

সামান্য অর্থ, আর স্বার্থের জন্য–মানুষ পূর্বের সব কথা ভুলে যায়।💔

11/11/2025

পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়।

কিছু মানুষ থাকে-যারা "ভালোবাসা” শব্দটার আড়ালে অভিনয় করে, হাসে, গল্প করে, মায়া দেখায়... তারপর একদিন এমনভাবে ধোঁকা দেয়-যেন...
11/11/2025

কিছু মানুষ থাকে-যারা "ভালোবাসা” শব্দটার আড়ালে অভিনয় করে, হাসে, গল্প করে, মায়া দেখায়... তারপর একদিন এমনভাবে ধোঁকা দেয়-যেন কখনো কিছুই ছিল না। তাদের চোখে মায়া, মুখে মিথ্যা, আর হৃদয়ে ফাঁকা এক কূপচি অন্ধকার।

ভালোবাসার অভিনয়টা তারা করে এমন নিখুঁতভাবে, যে সত্যিকারের ভালোবাসা করা মানুষটাই শেষে অপরাধী হয়ে যায়। একসময় বিশ্বাস ভাঙে, স্বপ্ন ভাঙে-আর নিজের ভেতরটা শুধু একটাই প্রশ্নে জ্বলে, "আমি কি সত্যিই ভালোবেসে ভুল করেছিলাম?"

পুরুষ মানুষ বড্ড বেহায়া!একটু ভালোবাসা পাওয়ার আশায় কত অবহেলা, কত অপমান, কত উপেক্ষা—সব কিছু সহ্য করে যায় নিঃশব্দে।কারণ...
10/10/2025

পুরুষ মানুষ বড্ড বেহায়া!

একটু ভালোবাসা পাওয়ার আশায় কত অবহেলা, কত অপমান, কত উপেক্ষা—সব কিছু সহ্য করে যায় নিঃশব্দে।
কারণ ওরা চিৎকার করতে শেখেনি, কষ্টকে ভাষায় বলতে জানে না।
ওরা শুধু চায়, কেউ একজন একটু বলুক — “তুমি ভালো আছো তো?”
এই সামান্য কথাটুকুই ওদের বেঁচে থাকার শক্তি হয়ে যায়।

বাইরের জগৎ ভাবে, পুরুষ মানেই কঠিন, শক্ত, নির্দয়!
কিন্তু ওদের বুকের ভেতরেও আছে সমুদ্রসম ভালোবাসা, আছে ভয়, আছে কান্না।
ফারাক শুধু একটাই— ওরা কান্না লুকিয়ে হাসতে শেখে।

ভালোবাসার মানুষটা যখন দূরে সরে যায়,
ওরা রাগ দেখায় না, ঝগড়া করে না,
চুপচাপ নিজের ভেতরেই ভাঙতে থাকে,
যেন কিছুই হয়নি এমন ভান করে!

হ্যাঁ, পুরুষ মানুষ সত্যিই বেহায়া —
ভালোবাসার আশায় সবকিছু হারিয়েও
ভালোবাসায় বিশ্বাস রাখতে জানে।

সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর চলে যাচ্ছে।
10/10/2025

সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর চলে যাচ্ছে।

29/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

দরকার হলে একা থাকুন...কিন্তূ মিথ্যা হাসি, মিথ্যা আশা,মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্ট...
29/08/2025

দরকার হলে একা থাকুন...
কিন্তূ মিথ্যা হাসি, মিথ্যা আশা,
মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব
এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন..!!😔

সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি. ভুল না করেও ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমি'ই হেরেছি..! 🥺❤️‍🩹
05/07/2025

সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি. ভুল না করেও ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমি'ই হেরেছি..! 🥺❤️‍🩹

সুন্দর একটি মুহূর্ত
01/07/2025

সুন্দর একটি মুহূর্ত

সবার কাছে খুব বড় মুুখ করে বলেছিলাম, ও আমার সাথে এমন করবে না কখনোই, আমি গ্যারান্টি।কিন্তু ও শুধু আমাকে ঠকায় নাই, সবার ক...
01/07/2025

সবার কাছে খুব বড় মুুখ করে বলেছিলাম, ও আমার সাথে এমন করবে না কখনোই, আমি গ্যারান্টি।
কিন্তু ও শুধু আমাকে ঠকায় নাই, সবার কাছে ছোট করেও দিয়ে গেছে। 😊💔

টাকা আর সন্মান দুটো এক নয়, টাকা তো ভিক্ষা করলে ও পাওয়া যায় কিন্তু সন্মান শব্দটা, কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্...
28/06/2025

টাকা আর সন্মান দুটো এক নয়, টাকা তো ভিক্ষা করলে ও পাওয়া যায় কিন্তু সন্মান শব্দটা, কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়!

26/06/2025

এমন বন্ধু পরিত্যাগ করো,
যে তোমার শত্রুর সাথে চলাফেরা করে। 💞🦋

-হযরত আলী (রাঃ)

Address

Saltha Faridpur

8140

Alerts

Be the first to know and let us send you an email when B&W Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B&W Hakim:

  • Want your business to be the top-listed Media Company?

Share