ND TV

ND TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ND TV, News & Media Website, Rokibuddin pouro Biponi Bitan, Alipur Bridge, Faridpur.

সত্য, সাহস ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ একটি স্বতন্ত্র ডিজিটাল প্ল্যাটফর্ম। জনগণের অধিকার, সামাজিক সমস্যা ও প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরাই আমাদের লক্ষ্য। সততা ও সত্যের নিত্য সঙ্গী — ND TV (নাগরিক দাবি)। The Daily Nagorik Dabi (নাগরিক দাবি) — একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা জনগণের অধিকার, সামাজিক সমস্যা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বিকল্প গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে।
আমরা সত্য, সাহস এ

বং জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ।
আমাদের লক্ষ্য— দায়িত্বশীল সাংবাদিকতা, প্রান্তিক কণ্ঠস্বরের উচ্চারণ এবং সবার জন্য তথ্যপ্রাপ্তির সমতা নিশ্চিত করা।

সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ...
05/08/2025

সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, ‘জুলাই ওয়ারিয়র্স’ স্নারক প্রদান, রচনা ও দেওয়ালিকা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কলেজের শতাব্দী ভবনের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. হালিম।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ ফজলুল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘হৃদয়ে জুলাই বিপ্লব’ শিরোনামে দেওয়ালিকা প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জনগণের জাগরণ। আজকের তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং ইতিহাসের সত্যিকারের পাঠ গ্রহণ করতে হবে।"

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনাস্টাফ রিপোর্টার, ফরিদপুর:জুলাই গণঅভ্যুত্থান দিব...
05/08/2025

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, ফরিদপুর:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা পরিষদ ভবনের কবি জসিমউদ্দীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, যিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন আহমেদ এবং গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এক নির্যাতনবিরোধী গণজাগরণ, যেখানে দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই করেছে। ৫ আগস্ট স্বৈরাচারী শাসকের পতনের এক বছর পূর্ণ হলো। আমরা যেন আর কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার বা তাদের দোসরদের দেশে স্থান না দিই।”

তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান।

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখ...
05/08/2025

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মডেল মসজিদের সামনে এ সমাবেশ এবং পরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম প্রধান শামসুল ইসলাম আলবরাটি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, সদর উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এম এ আবুল বাশার, পৌর আমির এহসানুল মাহবুব রুবেল, ইসলামী ছাত্রশিবিরের সহজ শাখা সভাপতি আকমল হোসেন, নায়েবে আমির ফরিদুল হুদা, পৌরসভার সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, পৌর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হোসেন শামীম প্রমুখ।

বক্তারা বলেন, "বিগত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দেশে দমন-পীড়ন, রাজনৈতিক মামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এই দুঃশাসনের প্রতিবাদে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।"

তারা আরও বলেন, "যদিও স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে তার দোসররা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো বিদেশি শক্তিকে যেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ না দেওয়া হয়—এ জন্য গণমানুষের সচেতনতা জরুরি।"

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধানিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:১৯৭২ সালের জুলাই গণঅভ্য...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
১৯৭২ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক জান শরীফ মিঠুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে অবস্থিত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করেন জেলার সর্বস্তরের প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ প্রমুখ।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি এবং এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের কর্মী সোহেল রানাও।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

পরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা শহীদ জান শরীফ মিঠুর পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফরিদপুর লায়ন্স ক্লাবের  মাসিক বোর্ড সভা  অনুষ্ঠিতমেহেরাব হোসেন নিশাদ : লায়ন্স ক্লাব অব ফরিদপুরের বোর্ড সভা ও মাসিক  সভা ...
05/08/2025

ফরিদপুর লায়ন্স ক্লাবের মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

মেহেরাব হোসেন নিশাদ : লায়ন্স ক্লাব অব ফরিদপুরের বোর্ড সভা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকাল ১১টায় ক্লাবের সভাপতি লায়ন সাহেদুর রহমান মানিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও লায়ন্স ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির পরিকল্পনাও গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য লায়ন মতিয়ার রহমান নান্নু, লায়ন আলী আকবর, লায়ন হাবিব সিদ্দিক, লায়ন সাজিদ আহমেদ মাসুদ, লায়ন সুজয় কুমার সাহা, লায়ন সাফিউল আলম, লায়ন হায়দার খান, লায়ন সাইদুর রহমান, লায়ন খবির উদ্দিন, লায়ন ফারুক হোসেন সহ অনান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন সঞ্জয় কুমার সাহা।

সভায় ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় ডাস্টবিন স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশেষ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নগরকান্দা টিটিসিতে অতিথি প্রশিক্ষকদের দৌরাত্ম্য, আতঙ্কে অভ্যন্তরীণ প্রশিক্ষকরাস্টাফ রিপোর্টার, ফরিদপুর:নগরকান্দা টেকনিক্...
05/08/2025

নগরকান্দা টিটিসিতে অতিথি প্রশিক্ষকদের দৌরাত্ম্য, আতঙ্কে অভ্যন্তরীণ প্রশিক্ষকরা
স্টাফ রিপোর্টার, ফরিদপুর:
নগরকান্দা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এ্যাসেট প্রকল্পের আওতায় নিয়োজিত কয়েকজন অতিথি প্রশিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে থাকা অভ্যন্তরীণ প্রশিক্ষকদের হয়রানি, প্রতিশ্রুতি ভঙ্গ, হুমকি ও প্রতিষ্ঠানবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অভ্যন্তরীণ প্রশিক্ষকরা।

খুলনার মহিলা টিটিসি থেকে সংযুক্ত হয়ে কর্মরত সিনিয়র ইন্সট্রাক্টর নিশীত কুমার রায় অভিযোগ করেন, প্রশিক্ষণ ভাতা ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অতিথি প্রশিক্ষকদের জোরপূর্বক যুক্ত করা হয়, পরে তা থেকে অভ্যন্তরীণ প্রশিক্ষকদের বঞ্চিত করা হয়। এতে আপত্তি জানালে হুমকি ও অপমানের শিকার হতে হয়।

অভিযোগে বলা হয়, অতিথি প্রশিক্ষক অমিত মল্লিক, জেসানুর রহমান আকাশ, রাশেদুল আলম ও সাইফুল ইসলাম প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষকদের দায়িত্ব বাতিল করানোর চেষ্টা করেন এবং প্রশিক্ষণার্থীদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এমনকি সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণাও চালানো হয়।

ফরিদপুর টিটিসি থেকে সংযুক্ত হয়ে দায়িত্ব পালনরত আরেক সিনিয়র ইনস্ট্রাক্টর প্রদীপ কুমার কর বলেন, "আমি যোগদানের অনেক পরে যারা অভিযোগ করেছে, তারা আমার প্রশিক্ষণার্থী ছিল না। অথচ আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।"

অভিযোগকারীরা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পূর্বের প্রশিক্ষণ ভাতা জোর করে আদায়েরও চেষ্টা চলছে। এ অবস্থায় তারা কর্মস্থলে স্বাভাবিক দায়িত্ব পালনে ভয় ও অনিরাপত্তা বোধ করছেন।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা বলেন, “ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। ইউএনও মহোদয়ের সভাপতিত্বে বৈঠক ডাকা হয়েছে, সেখানে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হবে।”

অভিযোগকারীরা টিটিসির অভ্যন্তরে শোভন কর্মপরিবেশ ও সুশাসন নিশ্চিতের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শেখ গ্রেফতারনিজস্ব প্রতিবেদকফরিদপুর:মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শে...
05/08/2025

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শেখ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর:
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু শেখ (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ফরিদপুর শহরের কোতোয়ালী থানা এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কালু শেখ ফরিদপুর কোতোয়ালী থানার মামলা নং-১৩, তারিখ ১২/০১/২০১৩ ইং, ধারা- ২২(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

সে ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা। পিতার নাম পান্না শেখ।

গ্রেফতারের পর কালু শেখকে যথাযথ আইনি প্রক্রিয়ায় কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

04/08/2025
নগরকান্দায় কাঁদায় বন্দি জীবন: শেখরকান্দিসহ চার গ্রামের ১০ হাজার মানুষের চরম দুর্ভোগবিশেষ প্রতিনিধি,ফরিদপুরের নগরকান্দা উ...
04/08/2025

নগরকান্দায় কাঁদায় বন্দি জীবন: শেখরকান্দিসহ চার গ্রামের ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ
বিশেষ প্রতিনিধি,

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শেখরকান্দি, পাইককান্দি, দেলবাড়িয়া ও বেলবাড়িয়া—এই চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বছরের পর বছর চলাচল করছেন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে। বর্ষা এলেই দেড় কিলোমিটারের রাস্তা পরিণত হয় কাদা আর জলাবদ্ধতার যন্ত্রণায় ভরা এক বিভীষিকাময় পথে। যান চলাচল বন্ধ হয়ে যায় তিন মাসেরও বেশি সময় ধরে। আর হেঁটে চলাও হয়ে পড়ে অসম্ভব।

উপজেলা সদরের পাশেই থাকা এ রাস্তাটি শহীদনগর ইউনিয়ন পরিষদ থেকে শেখরকান্দি হয়ে পাইককান্দির হালিম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার। এর মধ্যে দেড় কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে করুণ। রাস্তাটি এলজিইডির তালিকাভুক্ত হলেও (আইডি: ৩২৯৬২৫১০৩), ৪০ বছরেরও বেশি সময় ধরে এলাকাবাসীর আবেদন-নিবেদন সত্ত্বেও আজও পাকা হয়নি।

পদে পদে বাধা—শিক্ষা, চিকিৎসা ও জীবিকার পথে
এই রাস্তাটিই চার গ্রামের মানুষের উপজেলা সদর, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল-কলেজ-মাদ্রাসা ও জেলা শহরের সঙ্গে একমাত্র সংযোগ। রাস্তা ভালো না থাকায় গ্রামবাসীকে ধুলা ও কাদার সঙ্গে যুদ্ধ করে যাতায়াত করতে হয় বছরজুড়ে। বর্ষায় কাদা, গ্রীষ্মে ধুলা—এটাই নিত্যদিনের বাস্তবতা।

স্থানীয় আব্দুর রহিম, মোহাম্মদ জালাল, মামুন মিয়া, মমিন মিয়া ও জাকারিয়া জানান, জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি আশ্বাসের বাইরে কিছু। পাঁচ বছর আগে নিজেরা চাঁদা তুলে রাস্তা মাটি দিয়ে ভরাট করেছিলেন, কিন্তু বর্ষা ও বন্যায় সব ভেসে গেছে।

শিক্ষার্থীদের অবস্থা আরও করুণ। তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই কাঁদামাখা পথ পেরিয়ে যেতে হয় নগরকান্দা কলেজ, মহেন্দ্র নারায়ণ একাডেমি, কোদালিয়া ও মাদ্রাসাগুলিতে। বৃষ্টির দিনে বই হাতে হাঁটা তো দূরের কথা, পা তোলা দায়।

দুর্ভোগ মানেই অতিরিক্ত খরচ
দেলবাড়িয়া গ্রামের অটোচালক রুবেল মিয়া বলেন, “রাস্তা খারাপ থাকায় গাড়ি রাখতে পারি না, ভাঙ্গায় গ্যারেজে রাখতে হয়। প্রতিদিন গ্যারেজ ভাড়া ও যাতায়াতে খরচ হয় ২৫০ টাকা। এই টাকা আমার পরিবারের খাবার থেকে কেটে দিতে হয়।”

৮০ বছরের বউ রাহেলার দীর্ঘশ্বাস
শেখরকান্দির প্রবীণ রাহেলা বেগম বলেন, “৮০ বছর আগে এই গ্রামে বউ হয়ে এসেছি, তখন পালকিতে যেতাম। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু এই রাস্তাটা পাকা হতে দেখি নাই। রাস্তায় কাদা দেখে এখনো মেয়েরা এই গ্রামে বিয়ে করতে চায় না।”

জনপ্রতিনিধিদের দায়সারা আশ্বাসেই সীমাবদ্ধ সবকিছু
শহীদ নগর ইউপি সদস্য মোহাম্মদ শামসুল হক বলেন, “আমি বহুবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদে আবেদন দিয়েছি। শহীদ নগরের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নিলু একবার রাস্তা দেখে পাকা করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরই তিনি মারা যান। এরপর আর কেউ উদ্যোগ নেয়নি।”

প্রকৌশল বিভাগের প্রতিক্রিয়া
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক জানান, “আপনার মাধ্যমে জানলাম বিষয়টি, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

📌 জনগণের প্রশ্ন: স্বাধীনতার এত বছর পরেও কেন চারটি গ্রামের হাজারো মানুষ কাদা আর দুর্ভোগকে নিয়তি ভেবে বেঁচে থাকবে?
📢 দাবি: অবিলম্বে রাস্তাটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নিতে হবে, যাতে আর কোনো শিক্ষার্থী, রোগী বা নারী—কাদা মাড়িয়ে জীবনযুদ্ধে নামতে না হয়।

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের বিরুদ্ধে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জোরালো প্রতিবাদআজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা...
04/08/2025

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের বিরুদ্ধে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জোরালো প্রতিবাদ
আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

মানববন্ধনে বক্তারা বলেন, "শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রেখে বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়া একটি চরম বৈষম্য। এটি দেশের একটি বড় অংশের মেধা ও অগ্রগতিকে অবমূল্যায়ন করে।"

বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সালেহা একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক পলি খাতুন এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, যদি দ্রুত এই বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তবে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, “একই পাঠ্যক্রমে শিক্ষা নেওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাসের কারণে শিক্ষার্থীদের এমন বঞ্চনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়, যেখানে প্রধান উপদেষ্টা বরাবর বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীর সমঅধিকারের দাবি তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এক কণ্ঠে বলেন, “বৃত্তি হোক সকলের অধিকার, প্রতিষ্ঠানের নামে হোক না বিভেদ।”

৩৬ জুলাই উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিস্টাফ রিপোর্টার, ফরিদপুর রিপোর্ট৩৬ জুলাই উপলক্ষে ফরিদপুর মেডিকে...
04/08/2025

৩৬ জুলাই উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার, ফরিদপুর রিপোর্ট

৩৬ জুলাই উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মোঃ আরিফ, ইউরোলজি বিভাগের প্রধান মৃন্ময় বিশ্বাস, ইএনটি বিভাগের অধ্যাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

Address

Rokibuddin Pouro Biponi Bitan, Alipur Bridge
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ND TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ND TV:

Share