ND TV

ND TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ND TV, News & Media Website, Rokibuddin pouro Biponi Bitan, Alipur Bridge, Faridpur.

সত্য, সাহস ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ একটি স্বতন্ত্র ডিজিটাল প্ল্যাটফর্ম। জনগণের অধিকার, সামাজিক সমস্যা ও প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরাই আমাদের লক্ষ্য। সততা ও সত্যের নিত্য সঙ্গী — ND TV (নাগরিক দাবি)। The Daily Nagorik Dabi (নাগরিক দাবি) — একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা জনগণের অধিকার, সামাজিক সমস্যা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বিকল্প গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে।
আমরা সত্য, সাহস এ

বং জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ।
আমাদের লক্ষ্য— দায়িত্বশীল সাংবাদিকতা, প্রান্তিক কণ্ঠস্বরের উচ্চারণ এবং সবার জন্য তথ্যপ্রাপ্তির সমতা নিশ্চিত করা।

ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব পোলিও দিবস পালিতএখন খবর রিপোর্ট  ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভ...
25/10/2025

ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব পোলিও দিবস পালিত
এখন খবর রিপোর্ট
ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। এ উপলক্ষে ২৪ অক্টোবর শুক্রবার সকালে রোটারি ক্লাব অব ফরিদপুর এবং রোটারি ক্লাব ফরিদপুর নিউ টাউন এর যৌথ উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে পুলিশ সুপারের কার্যালয় হয়ে জেলা আইনজীবী সমিতির সামনে এসে স্বাধীনতা চত্বর, কোর্ট কম্পাউন্ড থেকে অনাথের মোড় বেলপিয়াটো চাইনিজ রেস্টুরেন্ট এর সামনে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল হালদার। এ সময় সারা বিশ্বে পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে মন্তব্য করে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ডাঃ এম এ জলিন, রোটারিয়ান পিপি এ্যাড. তুষার কুমার দত্ত, রোটারিয়ান এ্যাড. এ আর খোকন, রোটারিয়ান দীপঙ্কর রায়, ফরিদপুর সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান প্রমুখ। উল্লেখ্য ভাইরাসজনিত সংক্রামক রোগ পোলিও একসময় বিশ্বজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পোলিওমা-ইলাইটিসের বিরুদ্ধে টিকা আবিষ্কার করেন জোনাস সালক। এ টিকা আবিষ্কারের পর থেকে জোনাস সালক এর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর এ দিনে সারা বিশ্বে পোলিও দিবসটি পালিত হয়। তবে এখনো কোথাও কোথাও এই রোগটি রয়ে গেছে। বিশ্বের ১২২টি দেশে প্রায় ২৫০ কোটি শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে বিশ্ব থেকে পোলিও নির্মূলের নেতৃত্ব দিয়ে আসছে রোটারি ইন্টারন্যাশনাল।পোলিও টিকা এবং রেলির
শুভ উদ্বোধন করেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল হালদার।

🚔 ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার — অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানস্টাফ রিপোর্টার -সাম্প্রতিক স...
25/10/2025

🚔 ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার — অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টার -
সাম্প্রতিক সময়ে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের শনিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো—
কানাইপুরের মালাঙ্গা এলাকার সাগর বসু (২৫), লালন নগর বস্তির তাকবির বেপারী (২০), সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), লক্ষীপুর এলাকার মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার মো. রফিক (১৯)।
এছাড়া অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

“শুক্রবার রাতের বিভিন্ন সময়ে শহরের নানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লে জেলা পুলিশ তা দমনে বিশেষ পরিকল্পনা নেয়।

স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এ অভিযান শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফরিদপুর জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সহায়ক পরিবেশ নিশ্চিতে সেবাগ্রহীতাদের সাথে মুখোমুখি ...
25/10/2025

ফরিদপুর জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সহায়ক পরিবেশ নিশ্চিতে সেবাগ্রহীতাদের সাথে মুখোমুখি অনুষ্ঠানে (গনশুনানি)

স্টাফ রিপোর্টারঃ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ফরিদপুর জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সহায়ক পরিবেশ নিশ্চিতে সেবাগ্রহীতাদের সাথে মুখোমুখি অনুষ্ঠান বা গনশুনানি সিভিল সার্জন অফিস এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে (গনশুনানি) সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়্যুথ এনগেজ এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)—এর সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার পেশা ও শ্রেনীর প্রায় ২০০ জন মানুষ অংশগ্রহণ করেন। শুরুতেই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক)—এর সহ—সভাপপতি পান্না বালা, তিনি তার বক্তব্যে আজকের এই গনশুনানি আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সকলকে সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ইউনিয়ন, উপজেলা এবং জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ফরিদপুর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, হাসপাতালের ভিতর ও বাহিরে পরিস্কার—পরিচ্ছন্নতার ঘাটতি, আয়া—পরিচ্ছন্নতা কর্মী কর্তৃক অনিচ্ছাকৃত বকশিশ আদায়, জেনারেল হাসপাতালে ডাক্তারের রাউন্ড বৃদ্ধি করা, খুচরা টাকা নেই এই অজুহাতে টিকিটের দাম দ্বিগুন গ্রহণ, ঔষুধের অপ্রতুলতা বা ঔষুধ থাকলেও বাহির থেকে কিনতে বলা, বিভিন্ন ধরনের পরীক্ষা—নিরীক্ষা বাইরে থেকে করাতে উৎসাহিত করা, কার কোন দায়িত্ব এই বিষয়ে সাধারণ জনগনের না জানা থাকার কারণে রোগী ও রোগীর স্বজনদের হরয়ানীর, প্রত্যেক তলায় দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রাখা, ফরিদপুর সৌদিবাংলা বেসরকারি ক্লিনিকের অব্যবস্থাপনা, অসৎ উপায়ে ডোপ টেস্টের ফলাফল প্রদান, কিছু কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে যারা বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষা করেন তাদের অনেকের সে বিষয়ে সার্টিফিকেট নেই, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সময়মতো না খোলা এবং তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, রোগী বসার স্থান সংকুলান নেই, ওয়াসরুমের অপ্রতুলতা ইত্যাদি উল্লেখযোগ্য। প্রশ্নগুলোর সরাসরি উত্তর প্রদান করেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহ্মুদুল হাসান ও পরিবার পরিকল্পনা বিভাগের আঞ্চলিক কনসালটেন্ট ডা. শরীফুল ইসলাম । সিভিল সার্জন বলেন তিনি সবগুলো বিষয় সমাধানের চেষ্টা করবেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমাধানের জন্য অবগত করবেন, তবে চতুর্থ শ্রেনীর যেসকল কর্মী আছে তাদেরকে বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেয়া হয়, তিনি পর্যাপ্ত কর্মী নিয়োগ করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি ভাঙা উপজেলা সদর হাসপাতালের অনুকরনীয় স্বাস্থ্য সেবার উদাহরণ তুলে ধরেন। তিনি টিআইবি—সনাকের এই আয়োজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন যে, ফরিদপুরের স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির আহবায়ক আওলাদ হোসেন বাবর বলেন যদি কেউ বেসরকারি কোন হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মাধ্যমে হয়রানির স্বীকার হন, তাহলে তাদেরকে জানানোর জন্য তিনি অনুরোধ জানান। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায় বলেন এই ধরণের গনশুনানির মাধ্যমে যেসকল বিষয় উঠে এসেছে সে বিষয়গুলো রাতারাতি সমাধানযোগ্য নয়, তবে তিনি সিভিল সার্জন এর আন্তরিকতার প্রশসংসা করেন। আজকে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো যতদ্রুত সম্ভব সমাধানের জন্য জেলা সিভিল সার্জনকে অনুরোধ করেন। তিনি বলেন এই ধরনের আয়োজন মানুষের মাঝে সচেতনতা তৈরী করবে, মানুষকে সেবাপ্রদানকারীদের কাছাকাছি নিয়ে আসবে, ফলে সেবার মানও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক সদস্য মো: রেজাউল করিম।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনআজিজুর রহমান দুলালঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলার ...
25/10/2025

আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন

আজিজুর রহমান দুলালঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা এবং আলফাডাঙ্গা পৌর শাখার ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) এই দুই ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে আব্দুল মান্নান আব্বাস সভাপতি এবং মোঃ নুরুজ্জামান খসরু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে রবিউল হক রিপন সভাপতি এবং হাসিবুল হাসান হাসিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি অনুমোদনের পর আলফাডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসরুল ইসলাম নাসির এবং ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়।
দীর্ঘদিন পর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপিতে নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে।

ফরিদপুরে এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণজেলা প্রতিনিধিফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট...
25/10/2025

ফরিদপুরে এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের অম্বিকা ময়দান থেকে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সরকার বাবু, কৃষিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, বিএনপি নেতা তারেকুজ্জামান মোঃ সুমন, তাঁতীদলের সদস্য সচিব শাহেদা বেগম, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ চুন্নু, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল জব্বার জমাদার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরফিন হোসেন এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ প্রমুখ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলার কান্ডারী এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছাকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে শহরের অম্বিকা ময়দান থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাকালী পাঠশালা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ফরিদপুরের মধুখালীতে ৪ লক্ষ টাকার গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারনিজস্ব প্রতিবেদকফরিদপুরের মধুখালীতে ৪ লক্ষ ২০ হাজার টাক...
25/10/2025

ফরিদপুরের মধুখালীতে ৪ লক্ষ টাকার গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালীতে ৪ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর-টু-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মো. ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা মৃত নুরুল আলম মজুমদার, সাং-রামগড়, জেলা-খাগড়াছড়ি।
২️⃣ মো. শিহাব (৩১), পিতা মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং-ফুরসন্দী লক্ষীপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ।

তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ ১৬,১৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিননিজস্ব প্রতিবেদকফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন ন...
25/10/2025

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে কাদীরদি-সাতৈর সড়কের বোয়ালমারী অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী কাঠবোঝাই একটি মালবাহী ট্রাকের সঙ্গে কাদীরদি থেকে সাতৈরগামী ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানের দুই যাত্রী—
১। নারায়ণ চন্দ্র সাহা (৫৪), পিতা মৃত অখিল চন্দ্র সাহা, সাং বড়নগর।
২। বিপ্লব কুমার সাহা (৫৫), পিতা মৃত যুগল কিশোর সাহা, সাং শেলাহাটি।

এছাড়া আহত হন ভ্যানচালক সুমন (৩০), পিতা হায়দার, সাং কাদীরদী; সঞ্জয় (৪৫), পিতা দুলাল চন্দ্র বণিক, সাং পাইকহাটি; এবং টুকটুকি (৬)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে মন্দিরের গাছ কেটে বিক্রি করলেন কথিত যুবদল নেতাফরিদপুর প্রতিবেদকফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারসংলগ্...
25/10/2025

ফরিদপুরে মন্দিরের গাছ কেটে বিক্রি করলেন কথিত যুবদল নেতা

ফরিদপুর প্রতিবেদক
ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারসংলগ্ন বারোনীখোলা কালী মন্দিরের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে কথিত যুবদল নেতা সাইফুল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় মন্দির কমিটি ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমল থেকে বারোনীখোলা কালী মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনা করে আসছে। প্রতি বছর চৈত্র তিথিতে এ মন্দির প্রাঙ্গণে বারোনী মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরের ছায়াতলেই ছিল ভক্তদের বিশ্রামের স্থান সেই পুরনো মেহগনি গাছটি। গত বুধবার মাত্র ২৩ হাজার টাকায় জোর করে গাছটি কেটে বিক্রি করেন সাইফুল মোল্লা।

মন্দির কমিটি জানায়, সাইফুল মোল্লার দাদা মৃত ফাজিল মোল্লা বহু বছর আগে ধর্মীয় উদ্দেশ্যে ২ শতাংশ জমি দান করেছিলেন। পরবর্তীতে মন্দির সেই জমিতে স্থাপিত হয় এবং সরকারি নথিতেও এটি মন্দির হিসেবে উল্লেখ আছে। এ নিয়ে চলমান মামলা আদালত খারিজ করে দেওয়ার পরই সাইফুল গাছটি কেটে নেন বলে অভিযোগ।

মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন মালো বলেন, “এ গাছটি আমাদের পূর্বপুরুষের হাতে লাগানো। সাইফুল মোল্লা কোনো কথাই শোনেননি, জোর করেই কেটে নিয়ে গেছেন। এখন উল্টো হুমকি দিচ্ছেন।”

স্থানীয়রা জানান, সাইফুল মোল্লা বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।

তবে মাচ্চর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এ. মামুনুর রশিদ বলেন, “সাইফুল মোল্লা যুবদলের কোনো দায়িত্বে নেই। সে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মন্দিরের গাছ কাটা ন্যাক্কারজনক কাজ, আমরা এর বিচার চাই।”

অভিযুক্ত সাইফুল মোল্লা অভিযোগ অস্বীকার না করে বলেন, “গাছটি মন্দিরের না, আমাদের পারিবারিক জমিতে ছিল। মন্দিরের মামলা পরিচালনার খরচ মেটানোর জন্যই গাছ কাটা হয়েছে।”

কোতোয়ালি থানার এএসআই জিয়াউর রহমান জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে ‌১২ ও ১৬ নং ‌ওয়ার্ড ‌মহানগর বিএনপির, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার:ফর...
24/10/2025

ফরিদপুরে ‌১২ ও ১৬ নং ‌ওয়ার্ড ‌মহানগর বিএনপির, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ‌১২ ও ১৬ নং ‌ওয়ার্ড ‌মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ‌ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ‌একে আজাদের গ্রেপ্তারের দাবিতে ‌‌এই কর্মসূচির আয়োজন করা হয়।

১২ নং ‌ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ‌মহানগর বিএনপির আহ্বায়ক ‌এ এফ এম ‌কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য ‌মুস্তাক হোসেন মান্নু, ‌১২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লিপু শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‌১৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ‌সাইদুর রহমান সাঈদ।

বক্তারা ‌একে আজাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক ‌নায়াব ইউসুফকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ‌ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং ‌একে আজাদসহ ‌তার সহযোগীদের ‌গ্রেপ্তারের দাবি করেন।

এছাড়া আগামী ১ নভেম্বর ‌শহরের জনতা ব্যাংকের মোড়ে ফ্যাসিবাদবিরোধী সমাবেশে ‌সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
পরে একটি মশাল মিছিল ‌শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🤝 সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:সুশাসনের জন্য নাগরিক ...
24/10/2025

🤝 সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটির পুনর্গঠন ও ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর শহরের ক্যাফে নিমন্ত্রণে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল এবং সঞ্চালনা করেন বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।
স্বাগত বক্তব্য দেন সুজন যশোর ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী গিয়াসউদ্দিন।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদি নতুন জেলা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মো. লিয়াকত হোসেন কামাল
সহ-সভাপতি: এ্যাড. মো. তৌহিদুল ইসলাম স্ট্যালিন, কামরুজ্জামান সোহেল, অধ্যাপক মো. জাকারিয়া, কাজী সিরাজুল ইসলাম, রেহেনা পিয়া
সাধারণ সম্পাদক: মনিরুজ্জামান মনির
সহ-সম্পাদক: মনোয়ারা রহমান, মো. ইউসুফ আলী
কোষাধ্যক্ষ: মো. বাতেন
শিক্ষা বিষয়ক সম্পাদক: অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন
প্রচার সম্পাদক: রবিউল হাসান রাজিব
প্রকাশনা সম্পাদক: ইয়াকুব আলী তুহিন
সাংগঠনিক সম্পাদক: নিলুফা ইয়াসমিন রুবি
মহিলা বিষয়ক সম্পাদক: এ্যাড. মেহেরুন নেছা স্বপ্না
নির্বাহী সদস্য: আফসার হোসেন, মো. হালিম মোল্লা, কবিরুল আলম, আজিজুন নাহার, বাকি বিল্লাহ পলাশ, এইচ. এম. শওকত আলী, জাহিদুল ইসলাম ও রহুল আমিন।

সভা শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ফরিদপুরে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সভায় নতুন কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—
১️⃣ সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা,
২️⃣ সকল সদস্যের তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরি ও হালনাগাদ করা,
৩️⃣ জনগণের অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে কর্মশালা ও সভা আয়োজন,
৪️⃣ শিক্ষা, সচেতনতা, দুর্নীতি প্রতিরোধ ও ভোটার সচেতনতা বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ,
৫️⃣ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুজন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ।

💔 সালথায় বাসররাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুনিজস্ব প্রতিবেদক:ফরিদপুরের সালথা উপজেলায় বাসররাতে এক নববিবাহিত যুবকের ...
24/10/2025

💔 সালথায় বাসররাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথা উপজেলায় বাসররাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি ফাঁকা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম জামাল ফকির (২৮)। তিনি পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে এবং চার ভাই-বোনের মধ্যে সেজো।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে জামাল ফকিরের বিয়ে হয়। রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার শেষে দম্পতি ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে গ্রামের লোকজন চিৎকার করলে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তিনি জানান, “সকালে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।”

স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ির আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে জামালের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি অত্যন্ত রহস্যজনক। সে কারও সঙ্গে কোনো শত্রুতা করত না। কেন এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে বাসর ঘরে স্ত্রীসহ ঘুমান। সকালে বাড়ির পাশে বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে বাসররাতের এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

💥 ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত একাধিকনিজস্ব প্রতিবেদক:ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন...
24/10/2025

💥 ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তাড়াইল স্ট্যান্ড এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরা গামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস (নম্বর–ঢাকা মেট্রো-ব ১৫-৯১৪৯) প্রথমে একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কিছু যাত্রী বাস থেকে নেমে সামনের দিকে দাঁড়ান। এর কিছুক্ষণ পর ঝিনাইদহ নিবন্ধিত একটি মালবাহী ট্রাক (নম্বর–ঝিনাইদহ-ট-১১-১৬৬১) বাসটিকে পিছন থেকে ধাক্কা দিলে সামনের দিকে থাকা প্রায় ১০-১২ জন যাত্রী গুরুতরভাবে আহত হন।

ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা পুরুষ (৩৫) নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে গুরুতর আহত ফারজানা (৩০), স্বামী জুয়েল, সাং–বনগ্রাম, থানা–বেড়া, জেলা–পাবনা–কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফারজানার দেড় বছরের শিশু কন্যা জান্নাতুল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আরও ৮–১০ জন আহত যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি বর্তমানে শিবচর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

Address

Rokibuddin Pouro Biponi Bitan, Alipur Bridge
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ND TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ND TV:

Share