19/10/2025
আপনি কি করবেন, কি খাবেন, কিভাবে লাইফ লিড করবেন একান্তই আপনার নিজস্ব ব্যাপার ভাই । কোনো মানুষ আপনাকে শিখাবেও নাহ, কেউ আপনার কাজে বাধা হয়ে দাড়াবেও নাহ, কিন্তু ভাই দিনশেষে আমরা তো মানুষ, নুন্যতম বুদ্ধি, মেধা আল্লাহ আমাদের দিয়েছে, মনের এক কোণে কি একটুও চিন্তা হয়না একটু উপলব্ধি আসে নাহ ?
এই ধোয়া কত হাজার পরিবারের রিজিক কেড়ে নেওয়ার ধোয়া, এই ধোয়া কত শত উদ্দ্যোক্তাকে রাস্তায় নামিয়ে দেওয়ার ধোয়া, এই ধোয়া কত লাখো যুবকের কান্নার ধোয়া, এই ধোয়া লোন মাথায় নিয়ে নতুন ব্যবসায় নামা হাজারও ব্যবসায়ীর ধোয়া । এটা আপনার কাছে pretty sky মনে হলো ? এটা রোমান্টিক মনে হলো ?
আমাদের বিবেক মরে গেছে ভাই, বিবেক মরে গেছে ।