Channel 100live

Channel 100live channel 100 live page is well known page for the friends. please like the page. When we buildup a good platform than we will success. so join us.

01/07/2025

এবার ফুটবল মাঠে বিএনপি নেতার চমক Breaking News

আপনার কিছু বলার আছে?
24/06/2025

আপনার কিছু বলার আছে?

23/06/2025

শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায় এনসিপি শ্রমিক উইং NCP Sramik Wing

এইচএসসির প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় তিন পুলিশ প্র-ত্যা-হা-রনিজস্ব প্রতিনিধি, নওগাঁ নওগাঁর ধামইরহাট থানা থেকে এইচএসসি পরীক্ষার...
22/06/2025

এইচএসসির প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় তিন পুলিশ প্র-ত্যা-হা-র

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর ধামইরহাট থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পরার ঘটনায় ওসি আব্দুল মালেকসহ আরো তিন কনেস্টেবল প্রত্যাহার করা হয়েছে। রোববার জেলা পুলিশ সুপার তাদের প্রত্যাহার করেন। এর আগে এ ঘটনায় একজন এসআই ও একজন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে থানা হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকার কারণে হত্যা মামলার এজাহার ভুক্ত মো. সাগর হোসেনকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে ওই রাতে হাজতের ভিতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন রাখা ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরো একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ধামইরহাট থানার ওসিসহ তিনজন কনেস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও গতকাল শনিবার বিকালে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছ ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এসময় তিনি বলেন, প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্র (৩০৫ নম্বর কোড) টি বাতিল করা হয়েছে।অন্য একটি সেটের প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে এবং ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। #

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিনিজস্ব প্রতিনিধি. রাজবাড়ী :বিপ্লবী সরকারের প্রতিশ্রæতি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জ...
22/06/2025

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি

নিজস্ব প্রতিনিধি. রাজবাড়ী :
বিপ্লবী সরকারের প্রতিশ্রæতি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখা।
রবিবার ( ২২ জুন ) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন।
এ সময় তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদানের প্রতিশ্রæতি বাস্তবায়নে নির্ধারিত ত্রিশ কার্যদিবসের মধ্যে মাত্র তিন কার্যদিবস বাকি। অথচ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, “সরকারের এই প্রতিশ্রæতি শুধুমাত্র একটি আন্দোলনের দাবি নয়, এটি দেশের সাধারণ ছাত্র-জনতার যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। গণহত্যার বিচার, নির্বাচনী সংস্কার এবং সরকারিভাবে স্বীকৃতি পাওয়া এই দাবিগুলোর দ্রæত বাস্তবায়ন সময়ের দাবি হয়ে উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। #

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, উপদেষ্টা মিরাজুল মাজিদ তুর্য, রাজীব মোল্লা, , মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজীব খান, সদস্য মোঃ জামিল সরদার, আবীর প্রমুখ। #

রেললাইনের পাত চুরি : স্বয়ং আটক ইঞ্জিনিয়ার?নিজস্ব প্রতিনিধি, নীলফামারী :নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ ...
19/06/2025

রেললাইনের পাত চুরি : স্বয়ং আটক ইঞ্জিনিয়ার?

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চু/রি করে বিক্রির অভিযোগে সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে আ-ট-ক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী যৌথ অ-ভি-যা-ন চালিয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে নিজ কাযালয় থেকে আ/ট/ক করেন।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্র জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পরে সেই পাতগুলো দুইটি পিকআপ যোগে পা-চা-র করা হয়।
এমন গো-প-ন সংবাদে তদন্ত শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে পাচারের আলামত পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথ সহযোগিতায় সুলতান মৃধাকে আটক করে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উ-দ্ধা-র করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, মা-ম-লা-র কার্যক্রম চলমান । আটককৃত ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে জিআরপি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের প্রয়োজনীয় ব্য/ব/স্থা গ্রহণ করা হবে। #

রাজবাড়ী‌তে শ্ব-শু-র-কে গাছের সঙ্গে বেঁ*ধে নি/র্যা/ত/ন করলো জামাতানিজস্ব প্রতিনিধি, রাজবাড়ীঃ রাজবাড়ী পাংশায় পাওনা টাকা ...
19/06/2025

রাজবাড়ী‌তে শ্ব-শু-র-কে গাছের সঙ্গে বেঁ*ধে নি/র্যা/ত/ন করলো জামাতা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ীঃ
রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ-শু-র-কে গাছের সঙ্গে বেঁ/ধে নি*র্যা*ত*নে*র অভিযোগ উঠেছে জামাই এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘ/ট/না ঘটে।

ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। সে একই এলাকার বা‌সিন্দা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উ//দ্ধা/র করেছে। সেই সা‌থে ঘটনায় জ‌ড়িত থাকার অ/প/রা‌/ধে তিনজনকে আ-ট-ক করেছে।

আ-ট-কৃ-ত-রা হ‌লো, মোঃ মিজান মন্ডল ও তার দুই ছেলে মোঃ দাউদ মন্ডল ও মোঃ নাজমুল মন্ডল।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাহউদ্দিন জানান, জামাই-শ্বশু‌ড়ের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌সে সময় এক মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি।

এ‌নি‌য়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বি/চা/র সালিশ করেও সুরাহা হয়নি। আজ সকা‌লে সাইদুল প্রামানিককে ধ/রে নি+য়ে গাছের সঙ্গে বেঁ-ধে রাখেন জামাই দাউদ মন্ডল। #

19/06/2025

যেভাবে হা-রি-য়ে গেলো দুই মাদ্রাসা ছা-ত্র Breaking news

18/06/2025

ফরিদপুরের সারাদিনের খবরাখবর ১৮ জুন ২০২৫ Breaking News

17/06/2025

বিএনপি নেতার অনন্য দৃষ্টান্ত Breaking News

আপনার মত কি?প্রধান উপদেষ্টা তথা সরকারের প্রতি কঠোর না হওয়ার পরামর্শ বিএনপির সিনিয়র নেতাদের।।
10/06/2025

আপনার মত কি?

প্রধান উপদেষ্টা তথা সরকারের প্রতি কঠোর না হওয়ার পরামর্শ বিএনপির সিনিয়র নেতাদের।।

কমেন্টে আপনার মতামত জানাতে পারেন
09/06/2025

কমেন্টে আপনার মতামত জানাতে পারেন

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Channel 100live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel 100live:

Share