29/06/2023
২০২৩ এর কোরবানির ঈদের দিনটি চির স্বরণীয় হয়ে থাকবে! শুধু ঈদের দিন বললে ভুল হবে। এবারের গরু কেনা থেকে শুরু করে গরুকে খাওয়ানো, যত্ন নেওয়া সবই এক অদ্ভুত অভিজ্ঞতা।
আবহাওয়া ভাল দেখে গেলাম গরুর হাটে। যাওয়ার কিছুক্ষন পরই শুরু হল বৃষ্টি। গোবর আর কর্দমাক্ত সেই হাট থেকেই কেনা হল পছন্দের গরু। হাটের জ্যাম পেরিয়ে বাড়ি আসতে আসতে রাত ১১ টা।
বাসায় আনার পর শুরু হল, আর এক সমস্যা। গরু ঘাস, খর, পানি, ভুষি কিছুই খায় না। ভাবলাম নতুন জায়গা, কিছুক্ষন গেলে হয়ত ঠিক হয়ে যাবে। কিন্তু না, পরের দিন সকালেও একই সমস্যা। গরু তো কিছু খায় না।
কি মনে করে গরুর সামনে কয়েকটি কলা দেওয়া হল। আর এ গরু তো কলা খাচ্ছে, এরপর মালটা, আপেল সবই খেল। কিন্তু, পানি তখনও খায়নি। ঠান্ডা পানি, গরম পানি,লবণ দেওয়া পানি, খর ভুষি মিস্রিত পানি কিছুই খায় না। অবশেষে বুঝতে পারলাম, এই গরুকে বালতিতে পানি দিলে খায় না। গামলা জাতীয় কিছুতে দিলে তখন ঠিকই খাচ্ছে। খড়- ঘাস এইগুলাও খেয়েছে, কিন্তু হাতে ধরে খাওয়াইতে হইছে। গরুর সামনে ফেলিয়ে রাখলে খায় না।
হয়ত যার গরু ছিল, তার খুব আদরের ছিল। ঈদের আগের ৩ দিন আমরাও চেষ্টা করেছি বোবা প্রাণিটা কে যতদুর সম্ভব সেবা যত্ন করার।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।
আমিন।
#ঈদুল_আজহা #ঈদুল_আযহা #ঈদুল_আজহা২০২৩ #কোরবানীর_গরু #কোরবানীরগরু ,