Sumaiya Sumuu

Sumaiya Sumuu Subscribe my YouTube channel ⬇️⬇️

https://youtube.com/?si=4AYpu762AUuj2ZYs

Subscribe my YouTube channel ⬇️⬇️ https://youtube.com/?si=4AYpu762AUuj2ZYs
01/08/2025

Subscribe my YouTube channel ⬇️⬇️

https://youtube.com/?si=4AYpu762AUuj2ZYs

"নফস — তোমার নিজেরই ভেতরের শত্রু | Nafs Explained in Bangla | Sumaiya’s Diary"নফস – এটি এমন এক ভেতরের যুদ্ধ, যা প্রতিটি মানুষ প্রতিদিন করে।এই .....

মন ভালো রাখার জন্য কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো, যেগুলো আপনি নিয়মিত অনুসরণ করলে মানসিকভাবে অনেক হালকা ও শান্ত অনুভব ...
04/05/2025

মন ভালো রাখার জন্য কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো, যেগুলো আপনি নিয়মিত অনুসরণ করলে মানসিকভাবে অনেক হালকা ও শান্ত অনুভব করবেন...🙂

১. নিজেকে ভালোবাসুন ও সময় দিন:

প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজের পছন্দের কিছু করুন (গান শোনা, বই পড়া, আঁকাআঁকি ইত্যাদি)।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশংসা করুন, নিজের অর্জনগুলো মনে করুন।

২. নিয়মিত ব্যায়াম করুন:

হালকা হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা স্ট্রেচিং মনকে শান্ত করে এবং এন্ডরফিন হরমোন বাড়ায়, যা "হ্যাপি হরমোন" নামে পরিচিত।

৩. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন:

যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তা নিয়ে দুশ্চিন্তা না করে গ্রহণযোগ্যভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন।

"ধন্যবাদ" বা "আলহামদুলিল্লাহ" বলা অভ্যাস করুন—এটি কৃতজ্ঞতা শেখায়, মন ভালো রাখে।

৪. ভালো মানুষের সঙ্গ নিন:

যাঁদের সান্নিধ্যে আপনি স্বস্তি পান, তাঁদের সঙ্গে সময় কাটান।
মন খারাপ হলে বিশ্বাসযোগ্য কাউকে খুলে বলুন।

৫. সামাজিক মাধ্যমে সময় নিয়ন্ত্রণ করুন:

বেশি স্ক্রলিং বা তুলনা করা থেকে বিরত থাকুন। এতে মন খারাপ হওয়ার প্রবণতা বাড়ে।

৬. ঘুম এবং খাবারে যত্ন নিন:

পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার সরাসরি মনের ওপর প্রভাব ফেলে।

৭. ছোট ছোট কাজে আনন্দ খুঁজুন:

চা খাওয়া, বৃষ্টিতে ভেজা, সূর্যাস্ত দেখা—এই ধরনের ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজুন।

এরকম আরো টিপস পেতে Fitness Tips by Sumu পেজটিতে ফলো দিয়ে রাখুন।

Thank you 😊

কোন স্পেসিফিক খাবারের মানুষ মোটাও হয় না আবার ঠিক তেমন শুখাইয়া যায় না ,,মানুষ মোটা হয় তখন যখন তার পরিশ্রমের থেকে বেশি...
30/04/2025

কোন স্পেসিফিক খাবারের মানুষ মোটাও হয় না আবার ঠিক তেমন শুখাইয়া যায় না ,,মানুষ মোটা হয় তখন যখন তার পরিশ্রমের থেকে বেশি ক্যালরির খাবার শরীরে গ্রহণ করে ,, ফিট থাকার জন্য অবশ্যই আমাদের ক্যালরি হিসাব করে খাবার খেতে হবে, দৈনিক অন্তত কমপক্ষে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট হাটাহাটি অবশ্যই করতে হবে.. এই রুলস গুলো মেনে নিলেই আপনি সব ধরনের খাবার খেয়ে আপনার ওয়েট লস করতে পারবেন ইনশাল্লাহ 🥰

ফিটনেস ধরে রাখতে বা বাড়াতে নিচের কয়েকটি কার্যকর টিপস দেওয়া হলো:১. নিয়মিত ব্যায়াম করুন:কার্ডিও (দৌড়ানো, হাঁটা, সাইক্লিং):...
29/04/2025

ফিটনেস ধরে রাখতে বা বাড়াতে নিচের কয়েকটি কার্যকর টিপস দেওয়া হলো:

১. নিয়মিত ব্যায়াম করুন:

কার্ডিও (দৌড়ানো, হাঁটা, সাইক্লিং): সপ্তাহে অন্তত ৩-৫ দিন।

স্ট্রেনথ ট্রেনিং (ডাম্বেল, বডিওয়েট এক্সারসাইজ): সপ্তাহে ২-৩ দিন।

স্ট্রেচিং/যোগ ব্যায়াম: শরীর নমনীয় ও চাপমুক্ত রাখতে প্রতিদিন ৫-১০ মিনিট।

২. সুষম খাবার খান:

প্রোটিন: ডিম, মাছ, মুরগি, ডাল।

কার্বোহাইড্রেট: ব্রাউন রাইস, ওটস, শাকসবজি।

ফ্যাট: বাদাম, অলিভ অয়েল, ঘি (সীমিত পরিমাণে)।

পানি: দিনে অন্তত ২-৩ লিটার পানি পান করুন।

৩. পর্যাপ্ত ঘুম:

প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ শরীর পুনরুজ্জীবিত রাখার জন্য।

৪. স্ট্রেস নিয়ন্ত্রণ করুন:

ধ্যান, বই পড়া, অথবা পছন্দের কাজ করুন মানসিক চাপ কমাতে।

৫. ধারাবাহিক থাকুন:

হঠাৎ করে একদিনে সবকিছু বদলাতে যাবেন না—ছোট ছোট পরিবর্তন, কিন্তু নিয়মিত হলেই বড় ফল পাবেন।

এরকম আরো স্বাস্থ্যকর ফিটনেস টিপস পেতে Fitness Tips by Sumu পেজটিতে ফলো দিয়ে রাখুন।

Thank you 😊

29/04/2025

Morning detox water:-

1. Glowing skin.
2. Weight loss.

ওজন কমাতে চাইলে কিছু নির্দিষ্ট ধরনের চা আছে যেগুলো মেটাবলিজম বাড়ায়, চর্বি কমাতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।...
25/04/2025

ওজন কমাতে চাইলে কিছু নির্দিষ্ট ধরনের চা আছে যেগুলো মেটাবলিজম বাড়ায়, চর্বি কমাতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। নিচে সেরা কয়েকটি চা এবং তাদের উপকারিতা দেওয়া হলো.......👇👇👇

১. গ্রিন টি (Green Tea)

ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্যাট বার্নে সহায়তা করে।

দিনে ২-৩ কাপ খেলে উপকার পাওয়া যায়।

২. লেমন টি (Lemon Tea)

লেবুর ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ডিটক্স করতে সাহায্য করে।

খালি পেটে সকালে খেলে ভালো ফল পাওয়া যায়।

৩. আদা চা (Ginger Tea)

হজম শক্তি বাড়ায় এবং ইনফ্ল্যামেশন কমায়।

ফ্যাট বার্নে সহায়ক।

৪. ডিটক্স হারবাল টি (Detox Herbal Tea)

তুলসি, মেথি, দারচিনি, লেমনগ্রাস ইত্যাদি দিয়ে তৈরি হয়।

শরীর পরিষ্কার রাখতে ও ওজন কমাতে সাহায্য করে।

৫. কালো চা (Black Tea)

গ্রিন টি-র মতোই পলিফেনল থাকে, যা ফ্যাট কমাতে কাজ করে।

তবে চিনি ছাড়া খেতে হবে।

৬. উলং টি (Oolong Tea)

গ্রিন টি ও কালো চায়ের মাঝামাঝি।

মেটাবলিজম বাড়ায় ও ফ্যাট কমাতে সাহায্য করে।

৭. পুদিনা চা (Peppermint Tea)

ক্ষুধা কমায়, হজমে সহায়তা করে।

ক্যালরি নেই বললেই চলে।

সব চা চিনি ছাড়া খাওয়াই ভালো।অল্প একটু মধু/ স্টেভিয়া ইউজ করতে পারেন।

একসাথে অনেক কাপ চা না খেয়ে, দিনে ২-৩ বার খাওয়া উচিত।

চায়ের সাথে হেলদি ডায়েট ও নিয়মিত ব্যায়াম চালিয়ে যেতে হবে।

এরকম আরো স্বাস্থ্যকর ওয়েটলস টিপস পেতে Fitness Tips by Sumu পেজটি ফলো দিয়ে রাখুন।

Thank you 😊

Assalamualaikum....Good morning everyone 🌅☀️
25/04/2025

Assalamualaikum....
Good morning everyone 🌅☀️

ওয়েলসের জন্য আদা এবং চিয়া সীডের ড্রিঙ্কস রেসিপি:-উপকরণ: ১ চা চামচ চিয়া সীড১ টুকরো আদা কুঁচি ১ চা চামচ মধু ( ঐচ্ছিক )২...
24/04/2025

ওয়েলসের জন্য আদা এবং চিয়া সীডের ড্রিঙ্কস রেসিপি:-

উপকরণ:
১ চা চামচ চিয়া সীড
১ টুকরো আদা কুঁচি
১ চা চামচ মধু ( ঐচ্ছিক )
২ স্লাইস লেবু

প্রস্তুত:-
১ গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া সীড ভিজিয়ে রাখতে হবে ১০/২০ মিনিট। এরপর ঐ ভেজানো চিয়া সীডের মধ্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আদা এবং চিয়া সীডের ড্রিঙ্কস।

বেনেফিট:-
১) ওয়েটলসে সাহায্য করে।
২) হজমের জন্য ভালো।
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪) সুস্থ ত্বক পেতে সাহায্য করে।
৫) শরীরকে হাইড্রেটেড রাখে।

এরকম আরো স্বাস্থ্যকর এবং ওয়েটলস ড্রিঙ্কস রেসিপি পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।

Thank you 😊

Healthy diet chart:সকাল: ১:সকালে ৭/৮ টায় ঘুম থেকে উঠতে হবে।২: তারপর দারচিনি,আদা দিয়ে পানি ফুটিয়ে খেতে হবে।৩:এরপর ৩০ ম...
23/04/2025

Healthy diet chart:

সকাল:

১:সকালে ৭/৮ টায় ঘুম থেকে উঠতে হবে।

২: তারপর দারচিনি,আদা দিয়ে পানি ফুটিয়ে খেতে হবে।

৩:এরপর ৩০ মিনিট হাঁটতে হবে।

৪:তারপর ৩০ মিনিট ব্যায়াম করতে হবে

৫:এর ১৫ মিনিট পর ২টা রুটি লাল আটার, বয়েল ডিম, সাথে যে কোনো একটা ফল ( টক ফল হলে বেশি ভালো)+ গ্ৰীন টী/ black coffee

দুপুর:

১:প্রথমে এক গ্লাস পানি খেতে হবে।

২:এর ৫ মিনিট পর
এক কাপ ভাত, সবুজ শাকসবজি এক বাটি, মাছ হলে ১পিস/ মাংস হলে ২ পিস,সালাদ, খেতে হবে।

৩:মনে রাখতে হবে দুপুর ২/২:৩০ টার আগেই খাওয়া শেষ করতে হবে।

৪: খাওয়ার পর ১৫ মিনিট বসে থাকার পর হাঁটতে পারেন/ অথবা নিজের কাজ করতে পারেন

৫: এরপর ৩০ মিনিট রেস্ট করতে পারেন তবে ঘুমোনো যাবেনা দিনে।

বিকাল:

৪৫ মিনিট মিনিট হাঁটার পর ব্যায়াম করবেন ৩০ মিনিট।

২:এক মুঠো বাদাম ভাজা /অথবা মুড়ি এক মুঠো+একটা কমলা/পেয়ারা/আপেল+ গ্ৰীন টী খেতে হবে।

রাত:

১. প্রথমে ১ গ্লাস পানি খেয়ে ৫ মিনিট পরে
২টা লাল আটার রুটি, সবজি+ ১পিস মাছ/ মাংস/ডিম খেতে হবে।

২: মনে রাখতে হবে রাত ৮ টার আগেই ডিনার শেষ করতে হবে।

৩.রাত ১২ টার আগে ঘুমোতে হবে।

টিপস:

১.অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন।

২.সকল বাহিরের খাবার, আলু, অতিরিক্ত তেল,চিনি, মিষ্টি খাবার,ভাজা পোড়া এড়িয়ে চলবেন।

২.খাবারে লবন+ তেলের পরিমাণ খুবি অল্প রাখবেন।
৩. খাবার সরিসার তেলে রান্না করবেন।
৪. মাটি নিচের সবজি খাবেন না।যেমন: মূলা,আলু ইত্যাদি
৫. গরু/ ছাগলের মাংস খাবেন না।
৬. দুধ ও খাওয়া যাবে না।
৭. দিনে ৮/১০ গ্লাস পানি পান করবেন।
৮. অবশ্যই সারা দিনে ১ ঘন্টা হাঁটার চেষ্টা করবেন।
৯. পিরিয়ড চলাকালীন সময়ে ডায়েট করবেন আর ১ ঘন্টা করে হাঁটবেন।
১০. মনে রাখবেন পিরিয়ড চলাকালীন সময়ে ব্যায়াম করা যাবেনা।
১১. ব্যায়াম করার সময় অবশ্যই ২ টা রেগুলার ব্রা পড়বেন। এতে স্তন ঝুলে যাবে না।

Address

Sadarpur
Faridpur
7820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Sumuu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share