༄𝓑𝓸𝓻𝓸彡𝓜𝓲𝓪࿐

༄𝓑𝓸𝓻𝓸彡𝓜𝓲𝓪࿐ ༄🥰᭄✿শুকরিয়া আদায় করতে শিখুন࿐ツ🥰࿐
♛ 么 [❤️আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন❤️] 么 ♛
༄♡°ইনশাআল্লাহ°♡࿐

18/02/2024

যে পর্যায়ে গেলে, পড়াশোনা, প্রেম বিয়ে কোনোটাই করার ইচ্ছে থাকেনা সেই পর্যায়ে আছি।🙂

29/12/2023

জীবন থেকে হারিয়ে যাওয়া সব থেকে দামী জিনিস কি ছিলো..? 🙂

19/12/2023

ব্যস্ত এই পৃথিবীতে মনের খোঁজ কেউ রাখে নাহ!
দুঃখরা আসে বিনা নিমন্ত্রনে,
স্বপ্নের মৃত্যু'ও এখানে স্বাভাবিক ঘটনা!
এরমধ্যেও, খুসি থাকার একটা কারণ খুঁজে নিতে হয়!

কল্পনার জগতটা অনেক সুন্দর হলেও দিনশেষে বাস্তবতাই মেনে নিতে হয়!!
তাও একলা বিকেল গুলোতে এক চিলতে হাসির জন্যেও হলে একটা কারণ খুঁজে নিতে হয় আমাদের!!

এখানে সবাই ব্যর্থ বাস্তবতার কাছে!
রোজই তৈরি হয় মন খারাপের নিত্যনতুন কারণ!!
তবুও খুসি থাকার একটা কারণ খুঁজে নিতে হয়!!

17/12/2023

সুন্দর ছিল গল্পটা পূর্ণতা পেল না ভালোবাসা কম ছিলোনা তবুও তাকে পাওয়া হলো না......🌻💔

20/11/2023

~সত্যি মা তোমাকে ছাড়া আমি অনেক অসহায়। ❤️🥺

19/11/2023

সত্যিকারের ভালোবাসা থাকলে যে কোন পরিস্থিতিতে সুখে থাকা যায় .. 🖤🥀

Send a message to learn more

18/11/2023

মানুষ হয়ে জন্মানো সহজ,বেঁচে থাকা কঠিন।এতটা কঠিন মাঝেমাঝে বেঁচে থাকা বিষাদ মনে হয়,দিনকে-দিন জীবন দুঃসহ হয়ে ওঠেছে।
মৃত্য কামনা ঠিক নয় তাই খোদার কাছে ফরিয়াদ করি দুঃখ-কষ্টের মৃত্য দাও।
দৈহিক ওজন থেকে কষ্টের ওজন বেড়ে গেলে মানুষ তার নিজস্ব শক্তি এবং স্বও্বা দুইটা হারিয়ে ফেলে.!!🥺💚

17/11/2023

- রবি ঠাকুর বলেছিলেন, শরীর এর সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকেনা.!🖤😊

Address

Faridpur

Telephone

+8801888262628

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༄𝓑𝓸𝓻𝓸彡𝓜𝓲𝓪࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ༄𝓑𝓸𝓻𝓸彡𝓜𝓲𝓪࿐:

Share