As Ashiq

As Ashiq Assalamu-Oylaikum, This Is Ashiq

ওহে শখের নারী,স্বরণ কালের সর্ব সুখ তোমার হোক তবু তুমি ক্ষমার অযোগ্য

27/07/2024

তুরস্কের একটি কবিতা..!
তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু
তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি
বলো, তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের
দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো কিন্তু
যখন সে আসে তুমি জানালা বন্ধ করে
দাও। তাই আমি ভয় পাই, যখন তুমি
বলো, তুমি আমাকে ভালোবাসো।

14/05/2024

ইশ আমি যদি একটু ভালো থাকতে পারতাম💔🥀
বেঈমানরা কেনো আমার কাছেই আসে? তাদের টিকটকে ছেলে বন্ধু আরেকটা আইডিতে ছেলে বন্ধু।কথা বলতেই হয়?
তারা কি বুঝেনা কিছু প্রেমিক এগুলো মানতে পারেনা তাদের বুঝালেও কেনো তারা সেইটা মানেনা🥺
ভালোবাসা সবার জন্য নিষিদ্ধ না করা হলেও যারা সত্যি কারের ভালোবাসতে যানে তাদের জন্য নিষিদ্ধ করা হোক💔🥀

28/02/2024

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। 🖤

আবেগ কমাতে হবে, বাস্তবতা মেনে নিতে শিখতে হবে। অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে, কম কথা বলতে হবে।অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না, এটার কারনে আগেও অনেক বার ঠকেছি।
আল্লাহ ব্যতিত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না।ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে!!

কেও একজন পোস্ট করেছিলো🙂তুমি শুধু আমায় আমিরহাওলাদারের মতোভালোবেসো!-আমি তোমায় পদ্মজাহয়ে সারাজীবন তোমারইথেকে যাবো।🙂🙃 কিন্...
28/02/2024

কেও একজন পোস্ট করেছিলো🙂

তুমি শুধু আমায় আমির
হাওলাদারের মতো
ভালোবেসো!
-আমি তোমায় পদ্মজা
হয়ে সারাজীবন তোমারই
থেকে যাবো।🙂🙃

কিন্ত সে হয়তো জানতোই না
আমিরের খুনটা তার স্ত্রী পদ্মজা
নিজেই করেছিলো😎

🌸👀:তোমাকে যতদিন না নিজের করে পাচ্ছি,ততোদিন আমি অপূর্ণ থাকবো। 🤍শুধু তোমায় পেয়ে গেলে, মুহুর্তের মধ্যেই যাবতীয় দুঃখ কষ্টের ...
08/01/2024

🌸👀:তোমাকে যতদিন না নিজের করে পাচ্ছি,
ততোদিন আমি অপূর্ণ থাকবো। 🤍

শুধু তোমায় পেয়ে গেলে, মুহুর্তের মধ্যেই যাবতীয় দুঃখ কষ্টের ইতি ঘটাতাম, আর সব না পাও 😊🌸

- আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?- না,চোখে কি যেন পড়েছে।- আপনি একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আ...
17/12/2023

- আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?
- না,চোখে কি যেন পড়েছে।
- আপনি একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল, কিন্তু আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।

___হুমায়ুন আহমেদ

08/11/2023

শুধুমাত্র ডিপ্রেশনে ভুগা মানুষ গুলোই।

- মৃত্যুর অর্ধেক স্বাদ বুঝার ক্ষমতা রাখে...!🥺

08/11/2023

না চাইতে আমি অনেক কিছু পেয়েছি..!🥀

- শুধু পাইনি যা আমি চেয়েছি..!🥀🥺🥺🥺

08/11/2023

-আপনার কথা মনে পড়লেই,
-গ্যালারিতে থাকা ছবিটার দিকে তাকিয়ে ভাবি,

-না পেয়ে এতটা ভালোবাসি, পেয়ে গেলে,
-কখনো চোখের আড়াল হতে দিতাম না।🌹❤️☺️

08/11/2023

তুমিতো প্রেমে পড়েছিলে;কিন্তু আমি

বোধ-হয় ভালোবেসে ফেলেছিলাম! 🤍

Address

Bhanga
Faridpur
7830

Telephone

+8801911961849

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Ashiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As Ashiq:

Share