29/04/2025
আলেমদের দূরদর্শিতা ও ইসলামী রাজনীতি
ইসলাম শুধু মসজিদের মিম্বারে সীমাবদ্ধ নয়—বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার মধ্যে রয়েছে রাজনীতি, বিচার, সমাজনীতি, অর্থনীতি সবই। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের সমাজে অনেক আলেমই ইসলামি রাজনীতিকে কেবল 'পার্থিব ক্ষমতার লালসা' মনে করে এড়িয়ে চলেন।
এটি শুধু ভুল ধারণা নয়, এটি এক ভয়াবহ ক্ষতির নাম।
কারণ যখন আলেমগণ রাজনীতিকে অবহেলা করেন, তখন সেই শূন্যস্থান পূরণ করে দেয় এমন লোকেরা, যাদের হাতে দ্বীনের কোনো আমানত নেই। ফলে সমাজ ও রাষ্ট্র থেকে ন্যায় উঠে যায়, অন্যায়ের রাষ্ট্রীয় রূপ দাঁড়ায়।
আলেম সমাজ যদি সময়ের চাহিদা, সমাজের বাস্তবতা, ও কৌশলগত দূরদর্শিতা না রাখেন, তবে তারা চাইলেও দাওয়াতের দরজাগুলো খুলে রাখতে পারবেন না।
আজ সময় এসেছে—
আলেমদের শুধু ফিকহ বুঝা নয়, সমাজ-রাজনীতি বুঝা, যুগের ভাষা বোঝা, বাস্তব কৌশল জানা — এগুলোকেও দায়িত্বের অংশ হিসেবে নেওয়ার।
কারণ হাক্কের কণ্ঠ যদি নীরব হয়, বাতিল তখন গর্জে উঠে।
আসুন, আমরা চাই রাজনীতি আলেমদের হাতে থাকুক—এমন আলেম যারা কেবল কিতাবের পৃষ্ঠা নয়, বরং জাতির হৃদয় পড়ে বুঝেন।