Cricket & Football Agri lab

Cricket & Football Agri lab লাভ ইস পাওয়ার অফ সব!!❤️❤️❤️❤️ আমি অতি সাধারন,, সকলকে সাথে নিয়ে কিছু করতে চাই

আসিতেছে!!!!!!! কৃষকের ভালোলাগা ও পছন্দের জাত ||কৃষক ভাই প্রস্তুত তো?????
22/07/2025

আসিতেছে!!!!!!!

কৃষকের ভালোলাগা ও পছন্দের জাত ||

কৃষক ভাই প্রস্তুত তো?????

একজন বাবু ভাই হয়ে ওঠার গল্প 🌱একসময় গ্রামের এক প্রান্তে কৃষিকাজ করতেন বাবু ভাই। নিজ হাতে জমি চাষ করতেন, ফসল ফলাতেন, কিন্ত...
21/07/2025

একজন বাবু ভাই হয়ে ওঠার গল্প 🌱

একসময় গ্রামের এক প্রান্তে কৃষিকাজ করতেন বাবু ভাই। নিজ হাতে জমি চাষ করতেন, ফসল ফলাতেন, কিন্তু মনে মনে সবসময় কিছু একটা বেশি করার স্বপ্ন দেখতেন।

ফসলের পাশাপাশি ভালো বীজের গুরুত্ব তিনি নিজেই বুঝতেন। তাই নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজে নিজে ভালো জাতের বীজ উৎপাদন শুরু করলেন।

কিছুদিন পর আশেপাশের কৃষকরাও তাঁর বীজের গুণ দেখে আগ্রহ দেখাল। বাবু ভাই তখন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বীজ তৈরি করতে লাগলেন। ধীরে ধীরে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে চারপাশে।

এরপর তিনি গ্রামের কয়েকজনকে নিয়ে বীজ উৎপাদনের কাজ আরও বড়ভাবে শুরু করলেন—লোক দিয়ে কাজ করিয়ে নিজে মান যাচাই করতেন।

শেষমেশ সাহস করে একটি স্থায়ী দোকান খুললেন বাজারে, নাম দিলেন “বাবু এগ্রো সীডস”। সেখানে কৃষকরা আসতে লাগল শুধু বীজ নিতে নয়, পরামর্শ নিতেও।

একজন সাধারণ কৃষক থেকে বীজ উৎপাদক, আর সেখান থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠেন আমাদের বাবু ভাই।

👉 তাঁর গল্প আজ প্রমাণ করে—পরিশ্রম, সততা আর ইচ্ছাশক্তি থাকলে গ্রামের একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে অন্যদের অনুপ্রেরণা। 💪🌾

কৃষক ফলন পেলে ব্যাবসায়ীদের মনে আনন্দ লাগে।। ভালোবাসা বাংলার কৃষকদের💗💗
12/07/2025

কৃষক ফলন পেলে
ব্যাবসায়ীদের মনে আনন্দ লাগে।।
ভালোবাসা বাংলার কৃষকদের💗💗

সবুজের শুভেচছা ❤️❤️❤️
23/06/2025

সবুজের শুভেচছা ❤️❤️❤️

যেখানে পরিবার, ভালোবাসা আর ত্যাগ একসাথে মিশে যায়,সেখানে ঈদ শুধু একটি দিন নয় —এটা একটা অনুভব, এক টুকরো জান্নাতের শান্তি।ঈ...
06/06/2025

যেখানে পরিবার, ভালোবাসা আর ত্যাগ একসাথে মিশে যায়,
সেখানে ঈদ শুধু একটি দিন নয় —
এটা একটা অনুভব, এক টুকরো জান্নাতের শান্তি।

ঈদ মোবারক!
Cricket & Football Agri lab ゚

02/06/2025

কি জাতের লাউ চাষ করবেন? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও||। ゚ #গ্রীষ্মকালীন #লাউ # #বাম্পারফলন #

চলছে বেচাকেনা!!! করলা- রাজা ১২/১৩বাজারের সেরা জাতCricket & Football Agri lab ফলো করুন,শেয়ার করে রাখতে পারেন।করলার গুনাগু...
26/05/2025

চলছে বেচাকেনা!!!
করলা- রাজা ১২/১৩
বাজারের সেরা জাত
Cricket & Football Agri lab ফলো করুন,
শেয়ার করে রাখতে পারেন।

করলার গুনাগুনঃ

তেতো হলেও অনেকের প্রিয় সবজি করলা। ভাজি, ভর্তা, ব্যাঞ্জনে করলার কদর অনেক। করলা রুচিবর্ধক সবজি। চিংড়ি সহযোগে ভাজি, ডালের সঙ্গে রান্না কিংবা কেবল মুচমুচে ভাজা-রান্না যেভাবেই হোক করলা সমান স্বাদের। গরম ভাতের পাতে আলু-করলা ভাজি খাবারকে আনন্দদায়ক করে তোলে। চৈত্রসংক্রান্তিতে করলা বা তেতো খাবার খাওয়া বাঙালির শত বছরের ঐতিহ্যও বটে। করলার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। নিয়মিত করলা খেলে রোগবালাই দূরে পালাবে।

করলার পুষ্টিমান ও কেন নিয়মিত করলা খাবেন সে সম্পর্কে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ ফাহমিদা হাশেম বলেন, এ গরমে স্বস্তি দেবে করলা, শরীর সুস্থ রাখবে। প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলোক্যালরি, ৯২ দশমিক ২ গ্রাম জলীয় অংশ, ৪ দশমিক ৩ গ্রাম শর্করা, ২ দশমিক ৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১ দশমিক ৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি।

যেসব কারণে করলা খাবেনঃ

করলা উচ্চরক্তচাপ ও চর্বি কমায়। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে। বার্ধক্য ঠেকিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

এটি ভাইরাস ও কৃমিনাশক হিসেবেও কাজ করে।

হিমোগ্লোবিন তৈরি করে রক্তের উপাদান বাড়াতে করলার জুড়ি মেলা ভার। রক্তশূন্যতায় ভুগছেন এমন রোগীদের জন্য উত্তম পথ্য করলা।

করলার রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে।করলার রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে।
করলার রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে। স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুম হতেও সহায়তা করে।

করলা শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন।

পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়।

করলা হজমপ্রক্রিয়ার গতি বাড়ায়। কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের জটিলতা কমাতে নিয়মিত করলা খেতে পারেন।

゚ #ইউনাইটেডসীড #গ্রীষ্মকালীন #করলা

হাইব্রিড ফুলকপি গ্রীষ্মকালীন জাত     "বৃষ্টি"বপন সময় জুলাই ১০ তারিখ পর্যন্ত  #বৃষ্টি  #গ্রীষ্মকালীন  #ফুলকপি      #ইউনাই...
21/05/2025

হাইব্রিড ফুলকপি
গ্রীষ্মকালীন জাত
"বৃষ্টি"
বপন সময়
জুলাই ১০ তারিখ পর্যন্ত

#বৃষ্টি #গ্রীষ্মকালীন #ফুলকপি #ইউনাইটেডসীড ゚

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Cricket & Football Agri lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket & Football Agri lab:

Share