ফরিদপুর TV 7

ফরিদপুর TV 7 দেশ- বিদেশের খবর রা খবর পেতে আমাদের সাথেই থাকুন।

07/09/2025

নগরকান্দা তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে অবৈধভাবে রিফিলকৃত গ্যাস সিলিন্ডার গুলো ফরিদপুরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

06/09/2025

ফরিদপুরে আবাসিক হোটেল সমাচার

গতকাল রাতে আমার পরিচিত একজনের অবাধ্য স্ত্রীর সন্ধানে তিনটি আবাসিক হোটেলে যাওয়ার সুযোগ হয়। একাই গিয়েছিলাম, ভেতরে ঢুকতে ভয় ভয় মনে হলো। কারন, হোটেল তিনটি এমনভাবে তৈরি করা, ভয় পাওয়ারই কথা। এগুলো করা অনুমতি লাগে না হয়তো।

তার আগে একটু বলি- রাত ৮ টার দিকে ওই ব্যক্তি ফোন করে জানায়- তাঁর স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে আবাসিক হোটেলে গিয়েছে। মাঝে মধ্যেই রাত্রিযাপন করে থাকে। ছোট্ট একটি সন্তান আছে ওর, অবাধ্য স্ত্রীর কারনে সংসারটা ভেঙে তছনছ প্রায়। তবুও অবাধ্য স্ত্রী থেমে নেই৷ আর "ওর" শব্দটা ব্যবহারের কারন- ছোটবেলার বন্ধু। ছেলেটা খুবই সহজ-সরল প্রকৃতির। ওর কাছ থেকে শুনে খারাপ লাগায় ওর সন্দেহের তিনটি হোটেলে গেলেও সন্ধান পাইনি। হয়তো হোটেলের কর্মচারীরা তথ্য গোপন করেছে।

একটি হোটেলের কর্মচারী বলেই ফেললেন- এধরনের কেউ এলে ছদ্মনাম দিয়ে থাকে। তাঁর ভাষ্য- এগুলো যাচাই-বাছাই করা হয় না। আর আমারতো রুমে রুমে গিয়ে খোঁজার করার অধিকারও নেই।

তবে মজার বিষয়- হোটেলগুলোতে যখন প্রবেশ করি তখন কিছু একটা চোখে পড়ল। কিছু না বুঝার ভাব ধরে কাউন্টারের লোকদের সাথে একটু গল্পও করি আর আড়চোখে এদিক-ওদিক তাকালাম। তখন একটি রুম থেকে এক নারীকে উকিঁ দিতে দেখলাম, অস্বাভাবিক পোশাক পরিহিত ছিল। এভাবে কয়েকজন নারীর দেখা পেলাম।

অন্য একটি হোটেলের মালিক দাবিকৃত একজনের সাথে কথা হলো। কথায় কথায় তিনি বলেই ফেললেন- ঘন্টা অনুযায়ী প্রেমিক-প্রেমিকাদের রুম ভাড়া দেয়া হয়, এক ঘন্টা তিনশ টাকা থেকে পাঁচশ টাকা পর্যন্ত নেয়া হয়। অবশ্য তাঁরা দরদাম করে নিয়ে থাকে। তাতে নিরাপদেই তাঁরা অবৈধ মেলামেশা করতে পারে। এগুলো না হলে তাঁদের হোটেল ব্যবসায় টিকে থাকা কঠিন।

যতটুকু চোখে দেখতে পেলাম এবং অনুধাবন করলাম- এই শহরে আবাসিক হোটেল মানে রমরমা যৌ*ণ ব্যবসা।

নগরকান্দায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত ইমাম গ্রেফতার।নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের নগরকান...
06/09/2025

নগরকান্দায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত ইমাম গ্রেফতার।

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমামের নাম মাওলানা আলী হোসেন (৫৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে নগরকান্দা উপজেলার ছাগলদি দক্ষিণপাড়া দরগা ভিটা জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে মসজিদের পাশে আসা এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যায় আলী হোসেন। সেখানে সে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করলে শিক্ষার্থীটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে ঘটনাটি ধামাচাপা দিতে ইমাম ভুক্তভোগীকে ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা আলী হোসেনকে আটক করে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, “অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার কার্যক্রম চলমান রয়েছে।”

06/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) এ ওয়াজ নসিহত

হিলফুল ফজুল ও জাকের পার্টি ঃনবুয়ত প্রাপ্তির আগে রাসূলে পাক (সাঃ) মানুষকে কল্যানের পথে আহ্বান করিয়াছেন। আরববাসীগন তখন গোত...
05/09/2025

হিলফুল ফজুল ও জাকের পার্টি ঃ
নবুয়ত প্রাপ্তির আগে রাসূলে পাক (সাঃ) মানুষকে কল্যানের পথে আহ্বান করিয়াছেন। আরববাসীগন তখন গোত্র গোত্রে বিভক্ত ছিল। গোত্রে গোত্রে যুদ্ধে ভয়ানক পরিনতি নামিয়া আসিত। গোত্রীয় যুদ্ধযুদ্ধ কয়েক বৎসর ধরিয়া চলিত। এমনকি শক্তিশালী গোত্র দুর্বল গোত্রকে অত্যাচার করিয়া নিশ্চিহ করিয়া দিত। এই অবস্থা হইতে তৎকালীন আরবের মানুষদের বাচাইবার জন্য, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি " হিলফুল ফজূলর" নামে একটি প্রতিষ্ঠান গড়িয়া তোলেন।মক্কানগরীর সৎ ও সত্যবাদী যুবকদের লইয়া তিনি এই তিনি এই সংগঠন গড়িয়া তোলেন।

এই সংগঠনের সদস্যদগনের আল্লাহতায়ালার নামে সপথ গ্রহন করেন ----

#আমরা নিঃস,অসহায় ও দুর্বলের সেবা করিব।

#অত্যাচারীকে প্রানপনে বাঁধা দিব।

#অত্যাচারিতকে সাহায্য করিব।

#দেশের শান্তি ও শৃংখলাকে রক্ষা করিব।

#বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করিব।

সবলের অত্যাচার হইতে দুর্বলকে রক্ষা করা মানবতার ধর্ম । মানবতা ও জ্ঞানের শ্রেষ্ঠত্বই ইসলামের আদর্শ ও বৈশিষ্ট্য । আল্লাহ্তায়ালার নৈকট্যের জ্ঞান হইতে দূরে সরিয়া মানবতা যে অন্ধকারে নিপতিত হইয়াছে ও শক্তির দ্বারা পৃথিবীকে শাসন করিতে উদ্যত হইয়া আইয়ামে জাহেলিয়াতের যুগে মানবতাকে ফিরাইয়া লইবার প্রয়াস পাইয়াছে, আমার দয়াল পীর কেবলাজান হুজুর হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা এনায়েত পুরী ( কুঃ) ইহা বুজিতে পারিয়াছিলেন। এই অবস্থা হইতে মানবতাকে মুক্তিদান করিবার জন্য আল্লাহ্তায়ালার নৈকট্য জ্ঞানে মানুষকে জ্ঞানী করিয়া হযরত রাসূলে করীম ( সাঃ) যেমন জাগতিক জ্ঞানের সহিত আল্লাহ্তায়ালার জ্ঞান ও গুনকে সমন্বিত করিতে চাহিয়াছিলেন, তেমনি সত্য জ্ঞান ও মানবতার আদর্শে অনুপ্রানিত করিবার জন্য আমার দয়ালপীর কেবলাজান হুজুর হযরত এনায়েতপুরী (কুঃ) ছাহেব জাকের পার্টি গঠনের ইংগিত দিয়া জান।

এই দলের সদস্যদের উদ্দেশ্য হইল আল্লাহ্তায়ালার নৈকট্য হাসিল করিয়া তাহার গুনে গুনান্বিত হওয়া, আল্লাহ্তায়ালার জ্ঞানে জ্ঞানী হওয়া ও মানবতার শ্রেষ্ঠতম গুন যাহা নবী করীম ( সাঃ) কে মানবশ্রেষ্ঠ করিয়াছিল সেই আদর্শ চরিত্র গঠনে ও আল্লাহতায়ালার সন্দর্শনে ও নৈকট্য অর্জনে অনুপ্রানিত করা।

[{ তথ্যসূত্রঃঃ খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে বিশ্বওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের প্রদত্ত নসিহত সমূহের ১৫ তম খন্ড ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং জাকের পার্টির আদর্শ-- লক্ষ্য !!নামক খন্ড;

05/09/2025

নতুন ইতিহাস রচিত হবে --
"২৯ শে নভেম্বর"২০২৫
চোখ রাখুন পর্দায়!

05/09/2025

পুকুরিয়া থেকে সদরপুর পযন্ত ২ লাইনে সারি -সারি বাস আর বাস।
ইতিহাস সাক্ষী হয়ে গেলো আরও একবার।

ভয় কিসের তোমার 🙏তোমার সাথে আছে🫂তোমার নেতা ফয়সল ভাই ও সায়েম স্যার🇧🇩🌹
05/09/2025

ভয় কিসের তোমার 🙏তোমার সাথে আছে🫂
তোমার নেতা ফয়সল ভাই ও সায়েম স্যার🇧🇩🌹

05/09/2025

জাকের পার্টি কাতার শাখায় ঈদে মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে

05/09/2025

কোন ধরনের অমানবিকতা ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের একটি নির্দেশনাও অমানবিক নয়।

05/09/2025

আগামীর বাংলাদেশ হবে মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর বাংলাদেশ।

-ডক্টর সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।

Address

Faridpur
7821

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর TV 7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরিদপুর TV 7:

Share