Buy & Sell Ads

Buy & Sell Ads Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Buy & Sell Ads, Digital creator, South Kamalapur, Faridpur.

প্রিয় বন্ধুগণ, আস-সালামু আলাইকুম।
আপনি কি আপনার নতুন/পুরাতন যেকোন পণ্য সঠিক মূলে বিক্রয় করতে ইচ্ছুক?
তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন:-
পেইজ এ ইনবক্স করুন:-
হোয়াটসঅ্যাপ:- +880 1344 85 95 83
ইমো:- +880 1344 85 95 83
মোবাইল নাম্বার:- +880 1344 85 95 83।

13/01/2024

সত্যিই অনেক দিন পর অনেক হাসলাম।

10/01/2024

কানাইপুর জমিদার বাড়ি।

পরিচয়:
ফরিদপুরের জমিদার শাসনের ইতিহাস বেশ সমদ্ধ, এখানকার খ্যাতনামা জমিদার বংশ গুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুরের ‘শিকদার বংশ’। এদেরই বাসস্থানের ধবংসাবশেষ আজ আমরা দেখতে পাই ‘শিকাদাড় বাড়ি’ হিসেবে।

অবস্থান:
কানাইপুর জমিদার বাড়ি (kanaipura Zamindar Bari) ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়ে অবস্থিত। জমিদার বাড়িটি ফরিদপুর জেলায় সিকদার বাড়ি হিসেবেই অধিক পরিচিত।

বর্ণনা:
৪০০ শত বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন সিকদার ভবতারিনী। জমিদার হিসেবে শিকাদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিনী শিকদারের আমল থেকে। বিধবা রানী ভবতারিনী তার একমাত্র সন্তান সতীশ চন্দ্র শিকদার এবং অপর এক বিপত্নিক কর্মচারীর সহায্যে তার জমিদারি পরিচালনা করতেন। তবে ভবতারিনীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত, অহংকারী এবং কুটনৈতিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। পরবর্তীকালে সতীশ চন্দ্র শিকদারের দুই পুত্র সুরেন্দ্র নাথ শিকদার এবং নিরদবরন শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেন্দ্র নাথ বড় সন্তান হিসেবে জমিদারীর সিংহভাগ মালিকানা লাভ করে। সুরেন্দ্র নাথের অকাল মত্যুর পরে তার স্ত্রী রাধা রানী শিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন। রাধা রানী শিকদারের মত্যুর পর পুত্ররা কোলকাতায় স্থানান্তর করেন এবং অর্থনৈতিক সমস্যার কারণে সরকার তাদের জমিদারি বাজেয়াপ্ত করে।

উপসংহার:
উল্লেখ্য, ১৮১৮ সালে এই জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজি আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে হাজী শরিয়তুল্লাহর পুত্র দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন।

যাতায়াত:
ফরিদপুর থেকে বাস বা ইজিবাইকে কানাইপুর বাজার এসে ৭-৮ মিনিট পায়ে হেঁটে কিংবা ভ্যানে চড়ে কানাইপুর জমিদার বাড়ি অর্থাৎ শিকদার বাড়ি যেতে পারবেন।

কোথায় থাকবেন:
ফরিদপুর শহরে বেশ কয়েকটি মোটামুটি মানের আবাসিক হোটেল আছে। এদের মধ্যে হোটেল র‍্যাফেলস ইন (হাজরাতলা, গোয়ালচামট), জে কে ইন্টারন্যাশনাল (নিলটুলি), রাজস্থান (বাসস্ট্যান্ড), লাক্সারী হোটেল (বাসষ্ট্যান্ড), পদ্মা হোটেল (নিলটুলি) এবং হোটেল ঝিলভিউ অন্যতম।

বি:দ্র: এই ভিডিওটি ইউটিউবার বা ভ্রমন ব্লগার “শাহাদত হোসেন লুক্সু” ভাই এর ইউটিউব চ্যানেল Mr Luxu থেকে নেয়া। ওনি ফরিদপুর কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ওনার ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে পুরো ভিডিও টি ওনার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন।
#ভ্রমন
#কানাইপুর
#সিকদারবাড়ি
#জমিদার
#জমিদারবাড়ি






#ফরিদপুরজেলা














Highlight
মায়াজাল

18/12/2023

পাতরাইল মসজিদ (ভাঙ্গা):
Pathrail Mosque Bhanga

পরিচয়:
নির্মাণ ও স্থাপত্যশৈলীতে অনন্য মজলিশ আউলিয়া খান জামে মসজিদ বা পাতরাইল মসজিদ। দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় এই স্থাপত্যটির অবস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল গ্রামে। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ।

অবস্থান:
বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে মসজিদটি অবস্থিত।

বর্ণনা:
বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ১৩৯৩-১৪১০ সালের মধ্যে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের আমলে এই মসজিদটি নির্মাণ করেন মজলিশ আবদুল্লাহ খান আউলিয়া। স্থানীয়ভাবে এটি ‘মজলিশ আউলিয়া মসজিদ’ নামেই পরিচিত। মসজিদটির পাশেই স্থানীয় জনসাধারণের পানীয়জলের সমস্যা নিরসনের জন্য ৩২.১৫ একর জমির ওপর একটি বিশাল দীঘি ওই সময় খনন করা হয়।
মসজিদটি ঘুরে দেখা গেছে, রাজশাহীর বাঘা মসজিদের নির্মাণশৈলীর আদলে ১০টি গুম্বুজবিশিষ্ট মসজিদটির অভ্যন্তরে পূর্বদিক থেকে পাঁচটি দরজার মাধ্যমে প্রবেশ করা যায়। মসজিদের দেয়াল প্রায় দুই মিটার পুরু এবং ভেতরের পরিমাপ (২১.৭৯ মিটার ও ৮.৬০ মিটার)। মসজিদটির নকশায় পোড়ামাটির অলঙ্কার এবং দেয়ালের গায়ে আঙ্গুর লতার মতো নকশা অঙ্কিত।
এই মসজিদটির সঙ্গে ‘লক্ষৌর ছোট সোনা মসজিদ’ ও রাজশাহীর ‘বাঘা মসজিদ’-এর যথেষ্ট মিল রয়েছে। এই শৈলীগত সাদৃশ্যের জন্য মসজিদটিকে ‘হোসেন শাহী ইমারত’ হিসেবে চিহ্নিত করেছে প্রত্নতত্ত্ব বিভাগ।

যাতায়াত:
পাতরাইল মসজিদে কিভাবে যাবে ? ফরিদপুর থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা গেলচত্ত্বরে নেমে ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডে ৮ কিঃ মিঃ পূর্বদিকে পুলিয়া নেমে ৪ কিঃমিঃ দক্ষিণে পাতরাইল মসজিদ।
বি:দ্র: মসজিদটি দেখতে যাওয়ার সময় পুলিয়া থেকে যে কোন পরিবহন রিজার্ভ করে নেয়া ভাল। না হলে আসার সময় পরিবহন সংকটে পড়তে পারেন।

বি:দ্র: আজ আমি ফরিদপুর কে নিয়ে একটি ভিডিও পোষ্ট করলাম। যেটা ইউটিউবার বা ভ্রমন ব্লগার “শাহাদত হোসেন লুক্সু” ভাই এর ইউটিউব চ্যানেল Mr Luxu থেকে নেয়া। ওনি ফরিদপুর কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ওনার ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে পুরো ভিডিও টি ওনার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন।




#ফরিদপুরজেলা





























Highlight
Faridpur City
Faridpur Live

14/12/2023

মথুরাপুর দেউল:

পরিচয়:
মথুরাপুর দেউল বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত একটি দেউল বা মঠ। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক ষোড়শ শতাব্দীতে তৈরি করা হয়েছিলো বলে ধারণা করা হয়; তবে কারো কারো অনুমান এটি সপ্তদশ শতকের স্থাপনা।

অবস্থান:
বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে মথুরাপুর দেউলটি অবস্থিত। এই দেউলটি ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালী-রাজবাড়ী ফিডার সড়কের দেড় কিলোমিটার উত্তরে এবং মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে মধুখালী সদর থেকে দুই কিলোমিটার দূরে গাজনা ইউনিয়নে সড়কের পশ্চিম দিকে অবস্থিত যার বিপরীত দিক (সড়কের পশ্চিম দিক) দিয়ে বয়ে গেছে চন্দনা নদী।

ইতিহাস:
কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ৷১৬৩৬ সালে ভূষণার বিখ্যাত জমিদার সত্রাজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছত্রছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন ৷ এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৈদ্য পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুর গ্রামে বসবাস শুরু করেন ৷ অন্য এক সূত্রমতে, সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই দেউল নির্মাণ করেছিলেন ৷ সে অনুযায়ী, মথুরাপুর দেউল একটি বিজয়স্তম্ভ ৷ তবে সূত্রটির সত্যতা নিরুপন সম্ভব হয়নি ৷

বর্ণনা:
এই দেউলটি বারোকোন বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় ২১.২ মিটার উঁচু; যার ভিতর একটি ছোট কক্ষ রয়েছে।
এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললে ভুল হবে না ৷ এটি একটি রেখা প্রকৃতির দেউল ৷ ষোড়শ শতাব্দীর স্থাপনা গুলোর মধ্যে মথুরাপুর দেউল সম্ভাবত একমাত্র রেখা প্রকৃতির দেউল ৷ দেউলটি বারো কোণ বিশিষ্ঠ একটি ভবনের মত স্থাপনা ৷ দেউলটিতে দুইটি প্রবেশ পথ আছে, একটি দক্ষিণ মুখী অন্যটি পশ্চিম মুখী ৷
এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র বারো কোণবিশিষ্ঠ কাঠামো ৷ বারোটি কোণ থাকায় উপর থেকে দেখলে এটিকে তারার মত দেখা যায় ৷ দেউলটির উচ্চতা ৮০ ফুট ৷ স্থাপনাটির মূল গঠন উপাদান চুন-সুরকির মিশ্রণ ৷ দেউলের বাইরের দেয়ালটি লম্বালম্বিভাবে সজ্জিত, যা আলোছায়ার সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতির সৃষ্টি করে ৷ পুরো স্থাপনা জুরে টেরাকোটার জ্যামিতিক ও বাহারী চিত্রাংকণ রয়েছে ৷ রামায়ণ কৃষ্ণলীলার মত হিন্দু পৌরাণিক কাহীনির চিত্র, গায়ক, নৃত্যকলা, পবন পুত্র বীর এবং যুদ্ধচিত্রও এইসদাউলের গায়ে খচিত রয়েছে ৷ প্রতিটি কোনের মাঝখানে কৃত্তিমূখা স্থাপন করা রয়েছে ৷ তবে দেউলটির কোথাও কোন লেখা পাওয়া যায় নি ৷ বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ঠ বহন করে ৷ এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুরক্ষিত সম্পদ ৷

যাতায়াত:
মথুরাপুর দেউলটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালীুরাজবাড়ী ফিডার সড়কের ঠিক দেড় কিলোমিটার উত্তরে দেউলটির অবস্থান।
গাবতলী বাসষ্ট্যান্ড হতে ঢাকা-ফরিদপুর রুটে চলাচল কৃত যেকোন গাড়ীতে ফরিদপুর অথবা ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকেতেকে গোপালগঞ্জ এর যেকোন গাড়ীতে ভাঙ্গা নেমে ফরিদপুর যেতে হবে। তারপর ফরিদপুর এর পুরাতন অথবা নতুন বাসষ্ট্যান্ড হতে মধুখালী, ঝিনাইদহ, মাগুরা, যশোহর গামী যেকোন বাসে উঠে মধুখালী বাসষ্ট্যান্ডে নামতে হবে। তারপর মধুখালী হতে যেকোন পরিবহনে ১৫-২০ মিনিটের মধ্যে পৌছে যাবেন ঐতিহ্যবাহী মথুরাপুর দেউল এবং উপভোগ করতে পারবেন এর ‍দৃষ্টিনন্দন সৌন্দর্য্য।

বি:দ্র: আজ আমি ফরিদপুর কে নিয়ে একটি ভিডিও পোষ্ট করলাম। যেটা ইউটিউবার বা ভ্রমন ব্লগার “শাহাদত হোসেন লুক্সু” ভাই এর ইউটিউব চ্যানেল Mr Luxu থেকে নেয়া। ওনি ফরিদপুর কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ওনার ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে পুরো ভিডিও টি ওনার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন।

#ফরিদপুরজেলা
































@মায়াজাল
Akter liza

13/12/2023

"বিসমিল্লাহির রাহমানির"
প্রিয় ফেসবুক বন্ধুরা "আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ"।
আপনারা যারা অনেক আগে থেকেই আমার এই পেইজ (ফরিদপুর জেলা / Faridpur Zila) এবং আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করে আসছেন তাদের কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা ভবিষ্যতে এই পেইজ (ফরিদপুর জেলা / Faridpur Zila) এর সাথে যুক্ত হবেন আমাকে সহযোগিতা করার জন্য তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রথমে আমি দুঃখের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে, অনেক আগে থেকে যারা আমার এই পেইজ (ফরিদপুর জেলা / Faridpur Zila) এর সাথে আছেন তাদেরকে আমি হতাশ করেছি। এর কারণ হলো এই পেইজ টি আমার হাতছাড়া হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পরে এখন আবার আইডিটা হাতে পেয়েছি তাই আবার নতুন করে ফরিদপুর কে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করলাম। তবে অবশ্যই আমার এই চেষ্টা সফল হবে আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে। আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।

বন্ধুরা আপনারা ফরিদপুর সম্পর্কে আপনাদের যেকোন পোষ্ট এখানে করতে পারবেন। তবে অবশ্যই পোষ্টটি সকল নিয়ম কানুনের মধ্যে হতে হবে।

আজ আমি ফরিদপুর কে নিয়ে একটি ভিডিও পোষ্ট করলাম। যেটা ইউটিউবার বা ভ্রমন ব্লগার “শাহাদত হোসেন লুক্সু” ভাই এর ইউটিউব চ্যানেল Mr Luxu থেকে নেয়া। ওনি ফরিদপুর কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ওনার ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে পুরো ভিডিও টি ওনার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন।

ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা এই পেইজ এর মাধ্যমে ফরিদপুর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সেগুলো আশা করি আপনাদের এবং আমার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই সম্ভব হবে। তাই পেইজ টি কে ফলো/লাইক দিয়ে সাথে থাকুন।

অবশ্যই আপনারা যেকোন ধরনের পরামর্শ, ভিডিও, সত্য খবর এবং তথ্য দিয়ে ফরিদপুর কে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে আমাকে সহযোগিতা করুন। অবশ্যই আপনাদের পোষ্টে আপনাদের নাম, পরিচয় দিয়ে দেয়া হবে।

আপনি যেকোন ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন:
যেমন:
১. সেবামূলক প্রতিষ্ঠান এর বিবরন
২. সরকারি বিভিন্ন অফিসের বিবরণ
৩. ভ্রমনের জন্য সুন্দর জায়গার বিবরণ
৪. স্কুল কলেজের বিবরন
৫. মাদ্রাসার বিবরণ
৬. কিন্ডার গার্ডেন স্কুলের বিবরন
৭. যেকোন বিষয় নিয়ে আপনার মতামত প্রদান (অবশ্যই সামাজিক বিষয় হতে হবে, কোন প্রকার ব্যক্তিগত প্রসঙ্গ থাকা চলবে না)
৮. আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর বিবরন
৯. আপনার যেকোন ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ এর বিবরন
১০. আপনি ব্যক্তিগত ভাবে কোন ধরনের সেবা প্রদান করে থাকলে তার বিবরণ

#ফরিদপুরজেলা
































@মায়াজাল
Akter liza

Address

South Kamalapur
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Buy & Sell Ads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share