Nazmul Hossen

Nazmul Hossen আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের পেজে স্বাগতম ❣️🥀

04/08/2025

ছাত্রশিবির নিষিদ্ধ হওয়ার এক বছর

ছাত্রশিবিরের একমাত্র অভিভাবক মহান আল্লাহ তায়ালা।

15/05/2025

মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত কিন্তু আঘাত লেগেছে খুব সেনসেটিভ জায়গায় এবং সজোরে এবং এমন জায়গায় যেই জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যেকোন ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। তাৎক্ষণিক ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে এই আঘাতে। পরবর্তী বাহাত্তর ঘন্টা খুব ঝুঁকিপুর্ণ। এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার সাজেশন দেই। নিউরোলজি ইন্সটিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারো নিন্দা জানাই।

15/05/2025

জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সময়ক্ষেপণ করে যৌক্তিক আন্দোলনকে জনক্ষোভে পরিণত করার কোনো মানেই হয় না।

13/05/2025

"নিশ্চিতভাবেই সফলকাম হয়েছে মুমিনরা — যারা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র, এবং যারা বাজে বা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে।"
(সূরা আল-মুমিনুন: ১–৩)

12/05/2025

তীব্র গরমে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়


12/05/2025

ইসলামপন্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের লড়াইয়ের মুল প্রাণশক্তি ছিলো। এটা যেন আমরা ভুলে না যাই। উনাদের মোবারকবাদ

11/05/2025

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারিরীক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহবান জানাই।

মহামান্য উজির, দেশটা কি আপনার বাপের? সাদ্দাম-মুরাদ টাকলাও আপনার চেয়ে ভাল ভাষার ব্যবহার জানত। হুমকি-ধমকি দিয়ে দিল্লীর গোল...
11/05/2025

মহামান্য উজির, দেশটা কি আপনার বাপের?
সাদ্দাম-মুরাদ টাকলাও আপনার চেয়ে ভাল ভাষার ব্যবহার জানত। হুমকি-ধমকি দিয়ে দিল্লীর গোলাম হাসিনা আমাদের থামাইতে পারে নাই,আপনিও পারবেন না।

প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

সুন্দর এক বিকেলে
21/08/2024

সুন্দর এক বিকেলে

এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজ...
03/08/2024

এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।

তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Hossen:

Share

Category