
12/09/2025
ফরিদপুরে “গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” ম্যাচসেরাকে গাছের চারা উপহার
আবুলহাসনাত ঃ ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ম্যাচ সেরাকে উপহার হিসেবে ফলজ গাছের চারা দেয়া হয়েছে। ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন (রাজিব)।
আজ (শুক্রবার ১২ সেপেটম্বর) বিকালে ফরিদপুর জেলা সদরের গেরদা আবুল ফয়েজ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে “গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করতে মাঠে আসেন। জেলা ও উপজেলা পর্যায় থেকে গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া ১৬ দলীয় এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেন নগরকান্দা ফুটবল একাডেমী ও সদর উপজেলার গেরদা ইউনিয়নের দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধের শুরুতে ১ গোলের ব্যবধানে এগিয়ে যান দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে হেরে যায় নগরকান্দা ফুটবল একাডেমী।
এর আগে উদ্বোধনকালে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন- যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্ত থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া নেতিবাচক মনোভাব থেকেও সমাজকে মুক্ত রাখতে অন্যতম সহায়ক খেলাধুলা। তিনি এই টুর্নামেন্টের সুন্দরভাবে শেষ করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ মাহিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জব্বার জমাদ্দার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ফয়সাল সরদার, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া, সহকারী যুগ্ম সম্পাদক আরফিন হোসেন, গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ মোল্যা, জেলা ছাত্রদলের প্রচার মাহিদুল ইসলাম স্মরণ।
খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার হিসেবে উন্নত জাতের একটি আমের চারা উপহারসহ পুরস্কার তুলে দেয়া হয়।