16/07/2025
🔸 প্রশ্নঃ ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ কী?
✅ উত্তরঃ বোর্ড চ্যালেঞ্জ (Board Challenge) মানে হলো — পরীক্ষার ফলাফল বা মার্কস নিয়ে অসন্তুষ্ট হলে, সেটি পুনরায় যাচাই করার জন্য বোর্ডে আবেদন করা।
🔸 প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করে কি ফল পরিবর্তন হয়?
✅ উত্তরঃ হ্যাঁ, যদি খাতা পুনঃমূল্যায়নে বেশি নম্বর পাওয়া যায়, তবে ফল পরিবর্তিত হয়।
🔸 প্রশ্নঃ চ্যালেঞ্জ করলে নম্বর কমে যেতে পারে?
✅ উত্তরঃ সাধারণত নম্বর বাড়লে তা সংশোধন করা হয়, তবে নম্বর কমিয়ে পয়েন্ট কমানোর নজির নেই। তাই চিন্তার কারণ নেই।
🔸খাতায় আসলে কী দেখা হয়?
✅উত্তরঃ খাতায় মুলত মার্কস যোগ করতে ভুল হয়েছে কিনা তা দেখবে এবং কোন প্রশ্নের মার্কস দেয়া না হলে সেটা ঠিক করে দিবে। কিন্তু কোন প্রশ্নে ৫ পেয়েছে তা ৭ করে দিবে এমন নয়।
🔸 প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের ফল কবে প্রকাশ হয়?
✅ উত্তরঃ সাধারণত বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশ হয় মূল ফলাফল প্রকাশের ১৫-২০ দিনের মধ্যে।
🔸 প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখা যায়?
✅ উত্তরঃ প্রতিটি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে চ্যালেঞ্জের ফল প্রকাশ করে। সেখানে গিয়ে রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে ফল দেখা যায়।
🔸কলেজ ভর্তির আগেই কি ফল দিবে? না দিলে কী করণীয়?
✅উত্তরঃ ভর্তি সময় না দিলেও যদি পরে ফলাফল দেয় তাহলে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের আবেদনের সুযোগ দেয়া হবে বা কলজের সিরিয়াল পরিবর্তন করার সুযোগ দিবে।
তাই যাদের মনে সন্দেহ আছে, তারা ইচ্ছে করলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো।
✅ এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ এর নিয়ম:
শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে ১৭ জুলাইয়ের মধ্যে।
SMS ফরম্যাটঃ
🔍 RSC Board Roll Subject Code
যেমন: RSC RAJ 1992 101
১টি বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চাইলে সাবজেক্ট কোডগুলো কমা দিয়ে লিখতে হবে।
যেমন: RSC RAJ 1992 101,104,105
প্রথম SMS পাঠানোর পর ফিরতি মেসেজে একটি PIN এবং ফি জানানো হবে।
তারপর দ্বিতীয় SMS পাঠাতে হবে এভাবেঃ
🔍 RSC YES PIN Contact Number
ফিঃ১৫০ টাকা (প্রতি পত্র)