Inspire to hidayat

Inspire to hidayat শেষ হাসিটা সুন্দর হোক��

আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের একতা। আমরা বিপদে একে অন্যের পাশেই থাকি।জুলাই বিপ্লবের আগে & পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট...
23/08/2024

আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের একতা। আমরা বিপদে একে অন্যের পাশেই থাকি।জুলাই বিপ্লবের আগে & পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন। লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, নোয়াখালী , সিলেট ,খাগড়াছড়ি।আসুন সবাই মিলে কাজ করি।

07/08/2024

আমাদের সংখ্যালঘু বন্ধুরা,

আপনি হিন্দু বলে আপনার সাথে কোনো মুসলিম বন্ধু স্কুল বা কলেজে ক্লাস করতে চায়নি—এমন কখনো হয়েছে?

আপনি হিন্দু, তাই কেউ কখনো আপনাকে ক্রিকেট বা ফুটবল খেলায় নেয়নি—এরকম কখনো ঘটেছে?

আপনি হিন্দু তাই কোনো মুসলিম কলিগ আপনার সাথে একই অফিসে বসে কাজ করতে চায়নি—এমন নজির পেয়েছেন কখনো?

একটা সুন্দর সম্প্রীতিতে পার হয় আমাদের শৈশব আর কৈশোর। আপনাদের সেই বন্ধুগুলো, সেই কলিগেরা, সেই প্রতিবেশিরা এরকম একটা সময়ে এসে আপনাদের ঘরবাড়ি ভেঙে দিবে, আপনাদের ওপর হামলা করবে, আপনাদের উপসনালয় ভাঙচুর করবে—বুকে হাত দিয়ে বলুন তো তা বিশ্বাসযোগ্য বলে মনে হয়?

স্বৈরাচারী সরকার আপনাদেরকে দাবার গুটি হিশেবে ব্যবহার করে এসেছে বারংবার। আপনাদের ওপর পরিকল্পিত হামলা করে, ভাঙচুর করে তা থেকে রাজনৈতিক ফায়দা লুটেছে।

যুগের এই সন্ধিক্ষণে এসেও তাদের সেই কূটচাল থেমে নেই৷ তারা বেপরোয়া হয়ে আপনাদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান আর উপসনালয়ে হামলা করছে যাতে বহির্বিশ্ব সহ পার্শ্ববর্তী দেশের মানুষের কাছে আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

আসুন, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্রান্ত রুখে দিই। collected.

অথচ আজকে তরুনদের দাবি সাথে সাথে মেনে নিয়ে একটা  এগজাম্পল সেট করতে পারতেন রাষ্ট্রনায়কের মতো! কিন্তু বেছে নিলেন বর্বরচিত স...
17/07/2024

অথচ আজকে তরুনদের দাবি সাথে সাথে মেনে নিয়ে একটা এগজাম্পল সেট করতে পারতেন রাষ্ট্রনায়কের মতো! কিন্তু বেছে নিলেন বর্বরচিত সন্ত্রাসী হামলা। যাক সমস্যা নাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক।আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।আল্লাহ সবাইকে হেফাজত দান করুন🙂


শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শু...
15/07/2024

শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শুয়ো-পোকা। দেখতে বিতিকিচ্ছিরি এবং খানিকটা ভয়-জাগানিয়া এই প্রাণীকে পছন্দ করবে এমন লোক অত্যন্ত বিরল।

তবে—আপনি হয়তো জানেন যে, শুয়ো-পোকা তার জীবনের একটা পর্যায়ে গিয়ে আর শুয়ো-পোকা থাকে না। সেই বিতিকিচ্ছিরি প্রাণীটা একদিন পরিণত হয় জগতের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটিতে! অনিন্দ্য সুন্দর ডানার যে প্রজাপতিকে একটু ছুঁয়ে দিতে আপনাদের ভীষণ ইচ্ছে করে, সেই প্রজাপতি কিন্তু শুয়ো-পোকারই পরিবর্তিত রূপ মাত্র!

প্রজাপতির জীবনচক্রের মতো হতে পারে আপনার জীবনটাও। কখনো আপনাকে থাকতে হতে পারে শুয়ো-পোকার পর্যায়ে। চারপাশের কেউই তখন হয়তো আপনাকে পছন্দ করবে না, ঘৃণা করবে, দেখলেই দূরে সরে যাবে।

কিন্তু, মানুষের এমন প্রতিক্রিয়ায় হতোদ্যম না হয়ে যদি আপনি আপনার জীবনচক্রটাকে পূর্ণতা দিতে পারেন, সর্বোচ্চটা দিয়ে যদি নিজেকে বিকশিত করে শুয়ো-পোকার স্তর থেকে আপনি প্রজাপতির স্তরে উন্নীত করতে পারেন নিজেকে, দেখবেন চারপাশে তখন আপনাকে ভালোবাসার মানুষের আর অভাব হবে না।

জেনে রাখুন—প্রজাপতির মতো একটা সুন্দর জীবন পেতে হলে শুয়ো-পোকার মতো একটা সংগ্রাম-মুখর জীবনের ভেতর দিয়ে আসতে হয়।
সংগৃহিত...

জ্বীন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোরের সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে৷আবু দাউদ, ...
12/07/2024

জ্বীন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোরের সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে৷

আবু দাউদ, ১০৪৬

Deep Massage❗
22/06/2024

Deep Massage❗

এই দুয়াটি বেশি বেশি পাঠ করুন।
21/06/2024

এই দুয়াটি বেশি বেশি পাঠ করুন।

"তাড়াহুড়ো" বা "অল্প সময়ে, কম খরচে অধিক লাভের ইচ্ছা" মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!কেউ অধিক লাভের জন্য কোনো খাদ...
07/06/2024

"তাড়াহুড়ো" বা "অল্প সময়ে, কম খরচে অধিক লাভের ইচ্ছা" মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!

কেউ অধিক লাভের জন্য কোনো খাদ্যদ্রব্য পরিপক্ক বা উপযুক্ত হওয়ার আগেই তা আহরণ করে ফেলছে। প্রয়োগ করছে বিভিন্ন রাসায়নিক। তৈরী হচ্ছে সাস্থ ঝুঁকি।

কেউ খরচ কমিয়ে অল্প সময়ে অধিক উৎপাদন করে বেশি লাভের জন্য মেশিনের ব্যবহার শুরু করছে। তৈরী হচ্ছে মানুষের কর্মসংস্থানের সংকট। দিশেহারা মানুষ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে।

মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
31/05/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

রোদের প্রখরতা বাড়লে এবং তীব্র খরায় মাঠ ঘাট পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যখন জনজীবন পর্যদুস্ত হয়, তখন মুসলমানরা জাম...
01/05/2024

রোদের প্রখরতা বাড়লে এবং তীব্র খরায় মাঠ ঘাট পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যখন জনজীবন পর্যদুস্ত হয়, তখন মুসলমানরা জামাতবদ্ধ হয়ে সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে।

বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতোকিছুর জন্যেই দোয়া করি। আমাদের সব দোয়া কি জায়নামায থেকে উঠার আগে আগেই কবুল হয়ে যায়? যায় তো না। তাই বলে কি আমরা ধরে নিতে পারি যে আমাদের দোয়া ব্যর্থ বা আল্লাহ আমাদের দোয়া শোনেননি বা শোনেন না?

না, বিষয়টা আসলে সেরকম নয়।

ইউসুফ আলাইহিস সালামকে যখন তাঁর ভাইয়েরা চক্রান্ত করে কূপে ফেলে দিয়ে আসলো, এবং ‘ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে’—এরকম একটা মিথ্যা সংবাদ যখন তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সবরুন জামিল তথা সুন্দরতম ধৈর্য।

সন্তান হারানোর মতো কঠিন বিপদে নিপিতিত হয়ে তিনি আল্লাহর কাছে ধৈর্য ধারণের তাওফিক চেয়েছেন। কিন্তু, তাই বলে কি নবি ইয়াকুব আলাইহিস সালামের মনের কোথাও ইউসুফকে ফিরে পাওয়ার সুতীব্র বাসনা ছিলো না? অবশ্যই ছিলো। তিনি ইউসুফকে ফিরে পেতে চাচ্ছিলেন খুব করে, কিন্তু সেটা তাঁর নিজের পছন্দনীয় সময় আর পদ্ধতিতে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত আর পছন্দনীয় সময়ে।

আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসতে গেলে তো তাড়াহুড়ো করা যায় না। ফলে আল্লাহর নবি ইয়াকুব আলাইহিস সালাম ‘হে রব, আমার ইউসুফকে ফিরিয়ে দিন’ না বলে তিনি বলেছেন— ‘হে রব, আপনি আমাকে সুন্দরভাবে ধৈর্য ধারণের তাওফিক দান করুন’।

মুসলমানরা যখন কোনো বিপদে নিপতিত হয়ে আল্লাহর কাছে হাত উঠায়, তখন সেই হাত উঠানোর মাঝে সবচেয়ে বড় যে ব্যাপারটা ভাস্বর হয়ে উঠে সেটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারার স্বীকারোক্তি।

আমরা যখন বৃষ্টির জন্যে সম্মিলিত সালাত আদায় করি, আমরা তখন যতোখানি না বৃষ্টি চাই, তারচেয়ে বেশি চাই আল্লাহর অনুগ্রহ। সেই অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকভাবে আমাদের ওপর নাযিল করতে পারেন।

হয়তো তিনি সরাসরি বৃষ্টি নামিয়ে আমাদের দোয়া কবুল করতে পারেন। হয়তো তিনি বৃষ্টি দিবেন না, কিন্তু এই অসহনীয় গরম সহ্য করার মতো আমাদেরকে শারীরিক আর মানসিক শক্তি দিবেন। অথবা—এই অসহনীয় গরমে যে সকল বিপদ আমাদের ওপর আপতিত হতে যাচ্ছিলো, বৃষ্টি না দিয়েও তিনি সেই বিপদগুলো থেকে আমাদের বাঁচিয়ে নিতে পারেন, যেমন—খরা, দূর্যোগ, বিভিন্ন রোগ বালাই ইত্যাদি।

তারচেয়েও বড় কথা, এই অবস্থাটা আমাদের মনে করিয়ে দেয় যে—আল্লাহর অনুগ্রহ ব্যতীত আমরা কতো অসহায় আর দূর্বল৷ আল্লাহর দয়া, রহমত আর অনুগ্রহ না পেলে আমরা যে কোনোভাবেই টিকতে পারবো না দুনিয়ায়, এরকম অবস্থাগুলো আমাদের মনে বিশ্বাসটাকে পোক্ত করে৷ তাই আল্লাহর কাছে বিনীতভাবে নত হওয়ার মাধ্যমে আমাদের ঈমানকে চাঙা করতে পারি৷

মুমিন জীবন হলো লাভের জীবন। আল্লাহর অনুগ্রহ যেমন তাকে আল্লাহর দিকে ধাবিত করায়, আল্লাহর অনুগ্রহের অনুপস্থিতিও তাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যেতে সহায়ক হয়।

বিপদে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ধৈর্যধারণ করলে এবং কেবল আল্লাহর কাছেই উত্তম বিনিময় প্রত্যাশী হলে কী চমৎকারভাবে যে আল্ল...
24/01/2024

বিপদে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ধৈর্যধারণ করলে এবং কেবল আল্লাহর কাছেই উত্তম বিনিময় প্রত্যাশী হলে কী চমৎকারভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পুরস্কৃত করেন তার একটা অনন্য উদাহরণ পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনে।

নবীজির সাথে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার তখনো বিয়ে হয়নি। তিনি তখন অন্য একজন সাহাবির স্ত্রী। রাসুলের স্ত্রী হওয়ার আগেই উম্মু সালামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে একটা হাদিস শোনেন। হাদিসটি হলো এই—‘যখন কোনো মুসলিম বিপদে পড়ে, তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে এবং এই দুআ পাঠ করে—‘আল্লাহ, আপনি আমাকে বিপদে ধৈর্যধারণের সাওয়াব দান করুন এবং (আমার থেকে যা চলে যাচ্ছে ) তার চেয়ে ভালো শূন্যতাপূরণকারী দান করুন’, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো শূন্যতাপূরণকারী দিয়ে ধন্য করবেন।’ (১)

উম্মু সালামা বলেন—‘এরপর যখন আমার স্বামী আবু সালামা ইনতিকাল করেন, আমি মনে মনে ভাবলাম, কোন মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে? তিনিই সর্বপ্রথম ব্যক্তি, যিনি হিজরত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছেছেন। তারপরও আমি এ দুআ পাঠ করলাম। এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো স্বামী দান করেছেন!’

উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তাঁর ওপর আপতিত বিপদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে তাওয়াক্কুল করেছেন এবং ধৈর্য ধরেছেন। আল্লাহর রাসুলের শিখিয়ে দেওয়া আমল করেছেন উত্তম বিনিময় লাভের আশায়। উত্তম বিনিময় হিসেবে তিনি জীবনে পেয়েছেন জগতে পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষটিকেই! তিনি সৌভাগ্য লাভ করেছেন শ্রেষ্ঠতম রাসুলের স্ত্রী হওয়ার! সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি!

রেফারেন্সঃ (১) সহিহ মুসলিম, হাদিস ৯১৮

( এই অংশটুকু আমার সম্পাদিত ‘মা হওয়ার দিনগুলোতে’ বই থেকে নেওয়া। গর্ভাবস্থায় একজন নারী কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অধিক নিকটবর্তী হবে সেই বিষয়ের ওপর রচিত এই বই। বইটি Sukun Publishing থেকে প্রকাশিত হবে আসন্ন একুশে বইমেলায়, ইন শা আল্লাহ। )

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire to hidayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share