Binodon Kids

Binodon Kids Entertaining Young Minds, Inspiring Big Dreams

খুব ভালো একটি এনিমেশন মুভি! Face your fears! I love how the movie was presented. The storytelling was totally creative. ...
15/03/2024

খুব ভালো একটি এনিমেশন মুভি!
Face your fears! I love how the movie was presented. The storytelling was totally creative. It depicts how our fears can hinder us in making decisions and actions.

Download or Watch Online

MovieDrive.xyz Free New Hindi, Bangla, English, Tamil Movie Download from Direct Drive Link Only on Movie Drive. New Movie Download Now It's Free

25/06/2023

সাহস যখন ক্ষতির কারণ

ওসমান নামে একটি ছোট্ট ছেলে তার বাবা-মায়ের সাথে সুন্দর গ্রামে বাস করতো । ওসমান ও তার সাথীরা ওসমানদের বাড়ির সামনের পুকুর ধারে একটি বল নিয়ে খেলা করছিল। তাদের খেলার সময় হঠাৎ তাদের বলটি পুকুরে পড়ে যায়।

তখন ওসমানের বাবা-মাও তাদের কাজে ব্যস্ত ছিল। তারা বিষয়টি লক্ষ্য করেনি। ওসমান অনেক সাহসী ছেলে ছিল, তার সাথীদের জানালো সে বলটি পানি থেকে তুলে আনবে। তার সাথীরা বিষয়টি খুব ভালোভাবে জানতো যে ওসমান সাঁতার জানে না। তার সাথীরা ওসমানকে জানালো যে, এই বিষয়টি অনেক বিপদজনক হতে পারে। যদি ওসমান তুলতে গিয়ে পড়ে যায় সে ডুবে যেতে পারে।

ওসমান তার সাথীদের কথা শুনলো না। সে একটি লম্বা লাঠি হাতে বলটি পানির ভেতর থেকে পুকুরের কিনারায় আনার চেষ্টা করছিল। এমত অবস্থায় ওসমান পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। এই বিষয়টি তার সাথীরা দেখতে পায় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।

তখন ওসমানের বাবা তাদের চিৎকার শুনতে পায় এবং তৎক্ষনাত তিনি পুকুরের পাড়ে আসেন। এবং দেখতে পান ওসমান পানিতে ডুবে যাচ্ছে।তিনি দ্রুত পুকুরে নেমে ওসমানকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসেন।
তখন ওসমান অনেকখানি পানি খেয়ে ফেলেছিল। তার বাবা এ বিষয়টি পারেন। এবং তিনি ওসমানের পেটে জোরে জোরে চাপ দিতে থাকেন এতে ওসমানের পেটের ভেতর থেকে অতিরিক্ত পানি গাল দিয়ে বের হয়ে আসে।
কিছুক্ষণ পর ওসমান চোখ খোলে। এবং সে কান্না করে তার বাবাকে জড়িয়ে ধরে। ওসমান বুঝতে পেরেছিল সে একটি ভুল করে ফেলেছে। তার বাবা তাকে জানায় যে, তোমরা যখন সাঁতার জানো না তখন পুকুরে কোন খেলনা পড়ে গেলে তা পুকুর থেকে তোমাদের তুলতে যাওয়া উচিত নয়।এতে তোমাদের ক্ষতি হতে পারে। এই ঘটনার পরে ওসমান ও তার সাথীরা ভালোভাবে বুঝতে পারল যে, নিজের সাহস সব বিষয়ে দেখানো উচিত নয়। এবং তারা তার বাবাকে ওয়াদা করল এরপর থেকে এই ধরনের কাজ তারা আর করবে না।

Address

Faridpur Sadar
Faridpur
7801

Alerts

Be the first to know and let us send you an email when Binodon Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Binodon Kids:

Share

Category