A.K.Azad Fans Page

A.K.Azad Fans Page আল্লাহর ইচ্ছায় মানুষ বড় হয়, সম্মান ও মর্যাদা লাভ করে। আবার তাঁর ইচ্ছাতেই সবকিছু ধ্বংস হয়ে যায়, মানুষের হাতে কিছুই থাকে না।

দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে। সবাইকে জাল নোটের বিষয়ে সতর্ক থাকার জন্...
16/10/2025

দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে। সবাইকে জাল নোটের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে  ১৬ অক্ট...
16/10/2025

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালের গনসমাবেশে সর্বাত্মক সংহতি প্রকাশ করছি।

14/10/2025

হার জিত নয়, লড়াইটাই আসল!
আমি এ.কে. আজাদ — মাঠে নামলে ঝড় উঠবেই!

11/10/2025

জনগণের নেতা, জনগণের মাঝেই বাইকে করে গ্রামের পথে মানুষের খোঁজ নিতে গিয়ে নামাজের আহ্বান শুনে থেমে গেলেন জনাব এ.কে. আজাদ।
মানুষের সেবার পাশাপাশি ধর্মের প্রতি এই অনুরাগই তাঁকে করে তুলেছে সবার প্রিয়।

#একে_আজাদ #জনগণের_নেতা #মানুষের_পাশে_আজাদ #বিশ্বাসের_প্রতীক #জনগণের_জন্য_জনগণের_পাশে

11/10/2025

জনগণও বলছে
“এমন নেতা চাই, যে হাসে আমাদের সাথে, খেলে আমাদের সাথে!” 😍

রাজনীতি নয়, মানুষের মন জয়ই তার লক্ষ্য! ❤️
আজ জনাব এ.কে. আজাদ গণসংযোগে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে কেরাম খেললেন—একসাথে হাসলেন, খেললেন, আর দেখালেন “নেতৃত্ব মানে কাছের মানুষ হওয়া।

#একে_আজাদ #জনগণের_নেতা #মানুষের_হাসি_আমার_শক্তি #খেলা_দিয়ে_মন_জয় #কেরাম_খেলা #ফরিদপুর৩ #গণসংযোগ #জনতার_নেতা

#একে_আজাদ #জনগণের_নেতা #মানুষের_হাসি_আমার_শক্তি #কেরাম_খেলা #গণসংযোগ #জনতার_নেতা #ফরিদপুর৩

11/10/2025

অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন এ কে আজাদ

আমার প্যান্ডেল ভাঙা হয়েছে, আমি ভাঙা প্যান্ডেলে রোদের মধ্যে উপস্থিত চরবাসীকে নিয়ে এই অনুষ্ঠান করে গেলাম। এতে আমাদের সবারই...
11/10/2025

আমার প্যান্ডেল ভাঙা হয়েছে, আমি ভাঙা প্যান্ডেলে রোদের মধ্যে উপস্থিত চরবাসীকে নিয়ে এই অনুষ্ঠান করে গেলাম। এতে আমাদের সবারই কষ্ট হলো। কারো কোনো উপকার হয়নি। আমি নির্বাচন করব কিনা সেই সিদ্ধান্ত এখনো নেইনি। তবে মানুষ জিদ করলে অনেক কিছু করে। আমাকে প্রতিপক্ষ করবেন না। অনেক বড় বড়টার সাথে খেলে এই পর্যন্ত এসেছি। হুমকি-ধামকি দিয়ে এমন সামাজিক কাজকে যারা বাধাগ্রস্ত করতে চান তাদের বলি, আমাকে নির্বাচনে নামতে বাধ্য করবেন না। আমি এখনো আপনাদের প্রতিপক্ষ নই। আমি আপনাদেরই একজন। সকলে মিলেমিশে মানুষের জন্য কাজ করতে চাই।

10/10/2025

আমাকে ট্যাক্স দিতে হবে ২৫%
আর বাকিরা দিবে শূন্য!
এই দেশে পরিশ্রম করলেই যেন শাস্তি!"

#একে_আজাদ #ট্যাক্স #বৈষম্য #বাংলাদেশ #ন্যায়_চাই

07/10/2025

Night View Ha-meem Group.

১লা অক্টোবর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নিল। হার্টের রিং-এর দাম কমানোর সিদ্ধান্তের জন্য সরকারকে আ...
07/10/2025

১লা অক্টোবর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নিল। হার্টের রিং-এর দাম কমানোর সিদ্ধান্তের জন্য সরকারকে আন্তরিক সাধুবাদ জানাই। ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যে রিং-এর দাম আগে ছিল ১,৪০,৫০০ টাকা, তা এখন কমে হয়েছে ৯০,০০০ টাকা। আর ৬৬,৬০০ টাকার রিং এখন পাওয়া যাচ্ছে ৫০,০০০ টাকায়। এই উদ্যোগে হৃদরোগী ও তাদের পরিবারের জন্য এসেছে স্বস্তির নিঃশ্বাস।

06/10/2025

ফরিদপুরবাসীর একটাই প্রত্যাশা কুমিল্লা বিভাগ ঘোষণার সময় যেন একই সময়ে ফরিদপুরকেও বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
হবে ইনশাআল্লাহ।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when A.K.Azad Fans Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share