
31/07/2024
👉👉TIN” Certificate 🎫🎫
✅যা একজন ফ্রিল্যান্সারের অতিব গুরুত্বপূর্ন টুলসের মধ্যে একটি।
✅আজকে এটি নিয়ে সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়া হলো।
👉👉টিন বা টিআইএন (TIN) এর পূর্ণরুপ হলো “Taxpayer Identification Number”. বর্তমানে অনলাইনের মাধ্যমে যে টিন সার্টিফিকেট পাওয়া যায় তা ই- টিআইএন ✅( E-TIN) নামে পরিচিত। এই টিআইএন ( E-TIN) ✅একটি বিশেষ ১২ সংখ্যার নাম্বার যার মাধ্যমে করদাতাকে শনাক্ত করা হয়। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং বৈধ উপায়ে আয় করতে চান তাহলে আপনাকে নিদিষ্ট হারে আয়কর প্রদান করতে হবে আর আয়কর প্রদানের জন্য অবশ্যই টিআইএন ( E-TIN) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
✅বি:দ্র : এই সার্টিফিকেটটি যখন একজন ফ্রিল্যান্সার , Fiverr,Freelancer, Elancer এ কাজ করতে যাবে তখন তার থেকে এটি থাকটা জরুরি।