Techtips Sajin Ahmed

Techtips Sajin Ahmed Hi! Welcome To My Page. I’m a Expert in Digital Marketing. Any type of servce massage me.

👉👉TIN” Certificate 🎫🎫✅যা একজন ফ্রিল্যান্সারের অতিব গুরুত্বপূর্ন টুলসের মধ্যে একটি। ✅আজকে এটি নিয়ে সংক্ষিপ্ত আকারে ধারণা ...
31/07/2024

👉👉TIN” Certificate 🎫🎫

✅যা একজন ফ্রিল্যান্সারের অতিব গুরুত্বপূর্ন টুলসের মধ্যে একটি।
✅আজকে এটি নিয়ে সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়া হলো।
👉👉টিন বা টিআইএন (TIN) এর পূর্ণরুপ হলো “Taxpayer Identification Number”. বর্তমানে অনলাইনের মাধ্যমে যে টিন সার্টিফিকেট পাওয়া যায় তা ই- টিআইএন ✅( E-TIN) নামে পরিচিত। এই টিআইএন ( E-TIN) ✅একটি বিশেষ ১২ সংখ্যার নাম্বার যার মাধ্যমে করদাতাকে শনাক্ত করা হয়। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং বৈধ উপায়ে আয় করতে চান তাহলে আপনাকে নিদিষ্ট হারে আয়কর প্রদান করতে হবে আর আয়কর প্রদানের জন্য অবশ্যই টিআইএন ( E-TIN) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

✅বি:দ্র : এই সার্টিফিকেটটি যখন একজন ফ্রিল্যান্সার , Fiverr,Freelancer, Elancer এ কাজ করতে যাবে তখন তার থেকে এটি থাকটা জরুরি।







ফ্রিল্যান্সাররা , কোন মার্কেটপ্লেসে ভিপিএন (VPN) ব্যবহার করবেন না। তাহলে আপনাদের একাউন্ট পার্মানেন্ট লক হতে পারে। আপনারা...
28/07/2024

ফ্রিল্যান্সাররা , কোন মার্কেটপ্লেসে ভিপিএন (VPN) ব্যবহার করবেন না। তাহলে আপনাদের একাউন্ট পার্মানেন্ট লক হতে পারে। আপনারা চাইলে সরাসরি Upwork এ কথা বলেও কনফার্ম হতে পারেন।

আমরাই সেরা 😀👌
26/07/2024

আমরাই সেরা 😀👌

14/07/2024

Instagram Marketing | Professional page create | Growth your business |












© video.......

নতুনদের জন্য আপওয়ার্ক মার্কেটপ্লেসে ফ্রি তে কাজ শুরু করার শেষ অপশনটি ও বন্ধ হয়ে গেল। এখন থেকে নতুন আপওয়ার্ক  একাউন্টে প...
13/07/2024

নতুনদের জন্য আপওয়ার্ক মার্কেটপ্লেসে ফ্রি তে কাজ শুরু করার শেষ অপশনটি ও বন্ধ হয়ে গেল। এখন থেকে নতুন আপওয়ার্ক একাউন্টে প্রপোজাল পাঠানো কিংবা জব-এ অ্যাপলাই করার জন্য ফ্রি ৫০ কানেক্ট থাকছেনা। 😢
—-
শুরুতেই $২০ খরচ করে মেম্বারশীপ প্লাস নিতে হবে কিংবা $১৫ খরচ করে ১০০ কানেক্ট কিনতে হবে ফ্রি ৫০ কানেক্ট পাওয়ার জন্য। তাই প্রথমেই ইনভেস্টমেন্টে যেতে হবে নতুন আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের।

শপিফাই কি?🔰শপিফাই (Shopify) হচ্ছে একটি ইকমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বিল্ডার, যার মাধ্যমে আপনি কোনো ওয়েব ডেভেলপমেন্ট ...
06/07/2024

শপিফাই কি?

🔰শপিফাই (Shopify) হচ্ছে একটি ইকমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বিল্ডার, যার মাধ্যমে আপনি কোনো ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান ছাড়াও ইকমার্স ওয়েবসাইট বা অনলাইন স্টোর তৈরি করতে পারবেন ফলে সহজে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে, ড্রপশিপিং, এফিলিয়েট ও ক্লায়েন্টের প্রোডাক্ট খুব সহজে প্রোডাক্ট প্রমোট ও বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে বিক্রয় হওয়া পণ্যের মূল্য সহজে অনলাইনে গ্রহণ করতে পারবেন। এটি একটি কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স কোম্পানি। ওটাওয়া, অন্টারিওতে তাদের হেডকোয়ার্টার অবস্থিত, ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়।✅✅




#ফ্রিল্যান্সিং

নতুনরা অনেকেই জিজ্ঞেস করেন ফাইবারে ইনবক্সে বায়ার কে, কি কি বলা যাবেনা! এই বিষয়টি জানা না থাকার কারনে অনেকেই ভুল শব্দ ব্য...
01/07/2024

নতুনরা অনেকেই জিজ্ঞেস করেন ফাইবারে ইনবক্সে বায়ার কে, কি কি বলা যাবেনা! এই বিষয়টি জানা না থাকার কারনে অনেকেই ভুল শব্দ ব্যাবহার করেন, যার ফলে আপনার একাউন্ট ও ওয়ার্নিং আসে ও ডিজেবল হয়ে যায়।
নিচের এই শব্দগুলো ফাইবারের ইনবক্সে লেখা যাবে নাঃ
• Contact
• Skype
• Zoom
• + Any Communication Methods
• Whatsapp
• Email
• Messenger
• Outside of Fiverr
• I work in other places besides Fiverr
• + Any social media name Payment Related:
• Pay
• Payment
• Paypal
• Payoneer
• Bank Account
• Money
• Credit card details
• Transferwise
• Any Payment Method Name or Details Other market Relate
• Peopleperhour
• Upwork
• Freelancer .com
• + Any Other Marketplace Name Reviews/Rating Related
• Reviews
• Positive Rating
• Five Star
• Negative Feedback গালাগালি Related
• F**** • Mother f****
• বাংলায় গালিও দেওয়া যাবে না Slang Related:
• **Spamming
• **Empty/Partial Delivery
• **Unprofessional Behaviour
আশা করছি আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার তাদের অনেক কাজে লাগবে, প্রয়োজনীয় পোষ্টটি শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, এতে আপনার ও নতুন বাকিদেরও হেল্প হবে। ❤️

Shout out to my newest followers! Excited to have you onboard!Jahid Hasan R, মুহাম্মাদ সিয়াম, أمين سامر المندلاوي, MD M...
28/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Jahid Hasan R, মুহাম্মাদ সিয়াম, أمين سامر المندلاوي, MD Mafuj Islam Jibon, Angel Gabuut, Gianna Bonnie, Evelyn Carolina, Elizabeth Mylah, Voliker Volike, Peveg Peve, Best Choice, Soni Khaleda, Bijiya Bijiy, J**ol J**o, Beloj Belo, Vimeter Vimet, Rirovo Rirov, Yasolaj Yasol, Siyekoy Siyeko, Nedej Nede, Hideji Hidej, Yonic Yoni, Civehec Civehe, Ayat Khatun, Nahid Khan, Pehal Peha, Came Camex, Habiv Habiva, Liton Khan, Misty Akter, Nupur Akter, Adiba Akter, Rahul Roy, Fahim Khan, Sahria Ahmed, Yaves Yaves, Sivoboj Sivobo, Rasel Khan, Rahim Khan, Yanex Yane, Payipeh Payipe, Rony Khan, Jony Khan, Mina Khatun, Riaz Khan

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? (How to start Freelancing)এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই প...
28/06/2024

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? (How to start Freelancing)
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।

এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ। সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়।

তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক্স ডিজাইন এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা।

এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।

তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (Freelancing Platform) একাউন্ট খুলতে হবে।

এরকম অনেক প্লাটফর্ম রয়েছে বর্তমানে। যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদি। একাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকানে যেমন বিভিন্ন পন্য সাজানো থাকে, ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেস (Marketplaces) গুলোতে। এর পরে শুধু প্রথম কাজের জন্য অপেক্ষা।

আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। এক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া একটু কষ্টসাধ্য। তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।

বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের। সেখান থেকেও সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এর পর থেকে আর কাজের অভাব হয় না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে।


‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছ...
23/06/2024

‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে। যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষ-ও ক্ষতির সম্মুখীন হতে পারে।‼️

সর্বপ্রথম, ওটার নাম Russell’s Viper বা রাসেল'স ভাইপার, যাঁর অনুবাদ রুপ হলো: রাসেলের ভাইপার।
এদের এমন নাম করণের কারণ হলো "স্যার প্যাট্রিক রাসেল ১৭ শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিল রাসেল'স ভাইপার সহ।
তাই ১৮ শতকে সাপের ক্লাসিফিকেশনের সময় বিজ্ঞানীরা উনার নাম জুড়ে দেয় সাপগুলোর সাথে।"

💠সে যাইহোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাসেল'স ভাইপার বিশ্বের ৫ম বিষধর সাপ নয়, এমনকি এটি সেরা ৩০ নাম্বারের মধ্যেও নেই। বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরো বা ক্রেইটের-ও পরে, এবং এর কামড়ে সুস্থ হওয়া
অহরহ মানুষ আছে। আবার মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা ২০% বা এতো কম নয়, বরং রেকর্ড অনুযায়ী এই স্ট্যাটিস্টিক্সটি উল্টো।
শুধু হাসাপাতালে দেরীতে যাওয়া, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মধ্যে না থাকার কারণেই রুগী মা-রা পড়ে পরবর্তীতে।
তারপরেও রাসেল'স ভাইপারের কামড়ে সুস্থতার হার ৭০% এর মতো প্রায়, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবেঁ সুস্থতার হার ৯০% এর চেয়ে বেশি তথ্যানুসারে।

💠এঁরা বাচ্চা গড়ে ৩৫টি করে দেয়, তাও-ও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মা-রা পড়ে, যেমন: চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেঁজি ইত্যাদি সহ আরে বেশ কিছু প্রাকৃতিক কারণ।

💠প্রায় সব বিষধর সাপেদের ভেনমের মধ্যেই অন্যান্য ভেনমের উপস্থিতি থাকে, মূলত সাপেদের ভেনম হলো অনেকগুলো বিষের ককটেল বা মিশ্রণ। অন্যান্য বিষ শিকারকে দূর্বল করা বা হজমে সহায়তার জন্য; তবেঁ সেইগুলো লিথাল বা মানুষ মা-রার মতো যথেষ্ট শক্তিশালী নয়।

💠আবার এঁরা রাগের দিক থেকেও পিছিয়ে অনেক, "বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মাম্বা, পাফ-এডার ইত্যাদি থেকে তো পিছিয়ে-ই এমনকি গোখরা থেকেও পিছিয়ে।"
কোনো সাপ-ই তেড়ে এসে কামড়ায় না,বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে।
যদি আপনি ওঁদের কোণঠাসা না করেন বা খুব কাছে গিয়ে বা এমন কিছু করে ওঁদের থ্রেট ফিল না করান, তবেঁ কখনোই আপনাকে কামড়াতে উদ্ধত হবে না।
এক্ষেত্রে অনেক সময় ওঁরা আপনার দিকে আক্রমনাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট ছুরবে ভয় দেখাতে, যেটা দেখে অনেকেই ভেবে বসে যে তাড়া করছে।
তাছাড়া রাসেল'স ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ড-ই হলো ওঁদের ওপর পা অথবা হাত দেয়া, নয়তো অজগর ভেবে ধরতে যাওয়া।
এছাড়া রাসেল'স ভাইপার এতোটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো, কোনোটিই-ই এদের সাথে যায় না। এমনকি বাধ্য না হলে এঁরা নিজের জায়গা থেকে নড়ে-ই না, একই জায়গাতেই ৩-৪ দিন'ও পড়ে থাকে।

💠স্রষ্টা আমাদের প্রকৃতির সব কিছুই প্রকৃতি তথা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। এঁরা আমাদের ইকোলজি যেমন ব্যালেন্স করে, তেমন আমাদের বিভিন্ন রক্তবাহিত জটিল এবং কঠিন রোগের ঔষধ-ও প্রদান করে।
হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী Captopril-জাতীয় ঔষধ, এমনকি বেথা নাশক বা পেইন কিলারের মতো মেডিসিন তৈরীতেও সাপের ভেনম ব্যাবহার হয়।

💠এবং সাপের এন্টিভেনম দু’প্রকারের: একটি মনোভ্যালেন্ট বা নির্দিআরষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব বিষধর সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা এন্টিভেনমের মিশ্রণ।
সুতরাং, রাসেল'স ভাইপার সহ সব বিষধর সাপের এন্টিভেনম-ই আছে দেশে।

সর্বোপরি সাপ'সহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রকৃতির অংশ। একমাত্র সঠিক তথ্য এবং ধারণা-ই আমাদের সুরক্ষিত রাখতে পারে।

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়।
Copied

Address

Faridpur Sador
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Techtips Sajin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share