
16/04/2025
কাউকে অপশন বানিয়ে তার সাথে টাইম পাস করার পর তুমি সেই মানুষটার চোখে কত ছোট হয়েছো তুমি নিজেও জানো না। সেই মানুষটা তোমায় ভালোবেসেছিল আর তুমি তাকে অনবরত ব্যবহার করেছ। যদি কখনো সেই মানুষটার মুখোমুখি হতে হয় চোখে চোখ রাখতে পারবে তো? তুমি হয়তো তাকে ঠকিয়েছো কিন্তু সে কখনোই তোমার সাথে প্রেমের অভিনয় করেনি। তুমি কি ভাবছো এইভাবে ঠকিয়ে চলে যাওয়ার পর তুমি এমন মানুষের থেকেও বেটার কাউকে পাবে? তা কিন্তু কখনোই সম্ভব নয়।। শোনো, সে মানুষটা তোমায় ভালোবেসে ঠকে গিয়েছিল ঠিকই কিন্তু তার কোন ক্ষতি তুমি করতে পারোনি । বরং তুমি কি হারালে আসল ক্ষতিটা কার হল তা তুমি ধীরে ধীরে টের পাবে।❤️🩹🌸