M.H.R Real Bazar

M.H.R Real Bazar Welcome to our page.
সবাই কে স্বাগতম এই পেজে।

Welcome to our page.
আপনি কি এখানে ভিজিটিং করার জন্য এসেছেন? স্বাগতম আপনাকে আমাদের এই পেজে।



❤️❤️🙋🏼‍♂️আশিক চৌধুরী—একজন নীরব বিপ্লবীর গল্পদেশ যদি সত্যিই একদিন আমূল বদলে যায়, মনে রেখো, সেই ইতিহাসে ড. ইউনুসের নামের প...
10/04/2025

❤️❤️🙋🏼‍♂️আশিক চৌধুরী—একজন নীরব বিপ্লবীর গল্প

দেশ যদি সত্যিই একদিন আমূল বদলে যায়, মনে রেখো, সেই ইতিহাসে ড. ইউনুসের নামের পাশে উচ্চারিত হবে আরেকটি নাম—আশিক চৌধুরী।

বর্তমানে বিডা (BIDA) ও বেজা (BEZA)-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক। সিঙ্গাপুরের HSBC ব্যাংকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ায় থাকা এই মানুষটি দেশে ফিরে এসেছেন শুধুমাত্র দেশের জন্য কাজ করতে—টাকা কামানোর জন্য নয়, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য।

মাত্র কয়েক মাসেই তার নেতৃত্বে যা যা হয়েছে, ভাবলেও গর্বে বুক ফুলে ওঠে:

⭕স্টারলিং (Starlink) বাংলাদেশে নিয়ে এসেছেন, কানেক্টিভিটির নতুন যুগের সূচনা করেছেন।

⭕নাসার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে।

⭕বিদেশি এক ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, যার মাধ্যমে ১০০ কোটি ডলার এই বছরেই বাংলাদেশে বিনিয়োগ আসছে।

⭕৫টি মালবাহী জাহাজ ইতিমধ্যে কেনা হয়েছে—বন্দর ও লজিস্টিক খাতে বিশাল অগ্রগতি।

⭕রিভার ম্যানেজমেন্ট নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা চলছে, যার মাধ্যমে নদীভিত্তিক অর্থনীতি জেগে উঠবে।

⭕৪টি আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে গড়ে তোলার উদ্যোগ চলছে।

⭕ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর জন্যও বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের কাজ চলছে।

⭕এরই মধ্যে ১০টি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে।

তার লক্ষ্য একটাই—১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ দেশে আনা, যার মাধ্যমে ৩ কোটি মানুষের জীবন বদলে যাবে, সৃষ্টি হবে কমপক্ষে ১ লাখ নতুন কর্মসংস্থান।

এইসব কিছু কিন্তু হচ্ছে একেবারেই নীরবে, চোখে পড়ার আগেই কাজ দিয়ে প্রমাণ রেখে যাচ্ছে। এই মানুষগুলো—আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলম—যদি ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ ও রাষ্ট্রীয় সমর্থন পায়, বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। হয়তো মাত্র তিন বছর।

তাদের কাজ করতে দাও, সাপোর্ট করো। ইতিহাস গড়তে সময় লাগে না, লাগে সঠিক মানুষ আর সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, বাংলাদেশ বদলাবে।❤️❤️🙋🏼‍♂️👈

আমিও একদিন চলে যাবো। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী নয়।      M.H.R Real Bazar
31/01/2025

আমিও একদিন চলে যাবো। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী নয়।



M.H.R Real Bazar

26/01/2025



সিঙ্গাপুরের সকল প্রবাসীদের এক বাক্যে বলতে চাই, আপনারা সতর্কভাবে কাজ করুন আপনার উপর আপনার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল নিজে ...
23/12/2024

সিঙ্গাপুরের সকল প্রবাসীদের এক বাক্যে বলতে চাই, আপনারা সতর্কভাবে কাজ করুন আপনার উপর আপনার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল নিজে বাঁচুন পরিবারকে বাঁচান।

ডেংগু হইতে সাবধান 🤷‍♂️🤷‍♂️
08/12/2024

ডেংগু হইতে সাবধান 🤷‍♂️🤷‍♂️

Good morning everyone
01/10/2024

Good morning everyone

আমি খেয়েছি কিন্তু আপনি?
01/10/2024

আমি খেয়েছি
কিন্তু
আপনি?

Good morning everyone.
30/09/2024

Good morning everyone.

সফলতা এমনি এমনি আসে না , অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই  সফলতাকে আনতে হয়। ❤️👈🙋‍♂️
28/09/2024

সফলতা এমনি এমনি আসে না , অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই সফলতাকে আনতে হয়। ❤️👈🙋‍♂️

আলহামদুলিল্লাহ সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্যও রইল অনেক ভালোবাসা ও অনেক দোয়া ❤️👈🙋‍♂️
26/09/2024

আলহামদুলিল্লাহ
সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্যও রইল অনেক ভালোবাসা ও অনেক দোয়া ❤️👈🙋‍♂️

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.H.R Real Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share